ডেডলাইনঃ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬
Type: Fully Funded
TechChange সাম্প্রতিক স্নাতকদের এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্য সামার ফেলোশিপ প্রোগ্রাম অফার করছে। ওয়েব ডেভেলপমেন্টে ব্যাবহারিক প্রশিক্ষণের ব্যাবস্থার পাশাপাশি বিভিন্ন ধরনের গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রযুক্তি ব্যবহার করে।
একজন ফেলো হিসেবে আপনি একটি ওয়েব ডেভালপমেন্ট প্রকল্পে শিক্ষা, প্রযুক্তি এবং সামাজিক উপকরণ সংক্রান্ত নকশা এবং বাস্তবায়নে তিন মাস অতিবাহিত করতে পারবেন। TechChange কর্মীরা আপনাকে এই প্রক্রিয়ায় সমর্থন করতে প্রশিক্ষণ, Mentorship এবং একটি ধারাবাহিক ইভেন্টের ব্যবস্থা করবে।
যোগ্যতাঃ
- বর্তমানে ভার্সিটির যেকোনো বর্ষে অধ্যয়নরত কিংবা একজন সাম্প্রতিক গ্র্যাজুয়েট হতে হবে।
- কম্পিউটার বিজ্ঞান বা ওয়েব ডেবেলপমেন্টের উপর কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাকতিক উন্নয়ন, মানবিক সেবামূলক কাজ এবং সামাজিক উপকরণ অর্জনে আগ্রহী হতে হবে।
- নিজে থেকে শুরু করা এবং একটু মজা করার ইচ্ছাও থাকতে হবে।
আরো কিছু যোগ্যতাঃ
- Proficiency in Node.js, Django, or PHP;
- Exposure to Javascript frameworks;
- Familiarity with Grunt, Gulp, or other build tools;
- Teaching or curriculum design experience.
Benefits:
- Training in Javascript, Node.js, PHP, React, Flux, Backbone.js, database management, and more;
- One-on-one mentorship with TechChange staff;
- Field trips to organizations working in technology and social change;
- An event series on a range of topics related to technology and social change;
- Support with job placement at the conclusion of the fellowship.
আবেদনপত্রঃ আগামি ১৫ ফেব্রুয়ারি, ২০১৫ এর মধ্যে আবেদন করা যাবে এখান থেকে। যদি কোনো প্রশ্ন থাকে মেইল করতে পারেন এখানে ([email protected])।
অফিশিয়াল ওয়েবসাইট