স্মার্ট ফোন এখন হাতে হাতে। টেকনোলজির এই যুগে স্মার্ট ফোন আপনার আমার সব কিছু। স্মার্ট ফোন ছাড়া একটা দিন যেন মনে হয় কী যেন নেই! ইন্টারনেট ঘাঁটলেই এখন মেলে হাজার হাজার স্মার্টফোন টিপস এবং ট্রিকস। আজ আমরা জানবো অনলাইনের সবচেয়ে জনপ্রিয় ১৩ টি স্মার্টফোন হ্যাক। আদৌ কী এইসব ট্রিকস কাজে দেয় কিনা সেটা জানতে চাইলে পড়ে ফেলুন আমাদের আজকের আয়োজন।
১. স্টাইলাস পেনের বদলে ব্যাটারির ব্যবহার
আপনার স্মার্টফোনের স্টাইলাস পেন ভেঙে গেছে কিংবা হারিয়ে ফেলেছেন? ব্যাটারি হতে পারে আপনার ভালো সমাধান। যেকোনো ব্যাটারিকে আপনি ব্যবহার করতে পারেন স্টাইলাস পেন হিসাবে। এখানে বলে রাখা ভালো স্টাইলাস পেন হচ্ছে টাচ স্ক্রিন, যেকোনো ডিভাইসে কমান্ড দেবার প্রযুক্তি। সোজা বাংলায় স্মার্ট ফোন বা আইপ্যাডে লেখালেখি বা ছবি আঁকার জন্য যে কলম ব্যবহার করা হয় তাকেই স্টাইলাস পেন বলে। তাই এই স্মার্টফোন হ্যাকটি ব্যবহার করে আপনার স্মার্টফোনে লেখালেখির কাজ সারতে পারেন।
বিঃদ্রঃ ব্যাটারি ব্যবহারের সময় ব্যাটারির নেগেটিভ প্রান্ত ব্যবহার করবেন স্টাইলাস পেন হিসাবে।
২. পেপারক্লিপ দিয়ে ফোন স্ট্যান্ড তৈরি
আগে মুভি দেখা বলতেই মাথায় আসতো সিনেমা হল, ব্ল্যাক টিকেট কিংবা বিশাল লাইন। তারপর ভিসিআর, পিসি আরও কত কিছু এলো গেল, এখন আপনার পকেটের স্মার্টফোন একটি মুভি থিয়েটার। আমাদের অনেকের তো আবার ভাত খাবার সময় অথবা শুয়ে শুয়ে চলচ্চিত্র দেখার অভ্যাস। কিন্তু স্মার্টফোন সঠিকভাবে রাখা নিয়ে অনেকেই বিরক্ত হন, অনেক সময় পড়ে ভেঙে যায় আপনার স্মার্টফোনটি। তবে ইন্টারনেটে সবচেয়ে প্রচলিত হ্যাক হিসাবে মেলে পেপার ক্লিপ দিয়ে তৈরি করা ফোন স্ট্যান্ড।
তাই নিজেই তৈরি করেতে পারেন পেপার ক্লিপ দিয়ে স্ট্যান্ড। সত্যি কথা বলতে এই হ্যাকটি আসলেই খুব কাজের, আমি নিজেও ব্যবহার করেছি এখন আপনিও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
৩. হাতমোজায় অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার
শীতের দেশে সাধারণত শীতের সময় উলের গ্লাভস পরে চলতে হয়, কিন্তু গ্লাভস থাকলে স্মার্টফোনের টাচ স্ক্রিন আর কাজ করে না। অনেকের আবার কাজের জন্য হাতে গ্লাভস পড়ে থাকতে হয়, তাদের জন্য একই সমস্যা। ইন্টারনেট ঘাঁটলে এরও সমাধান পাবেন, আর সমাধানটা হচ্ছে- আপনার বাড়িতে রান্না ঘরে থাকা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার। অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার আপনার গ্লাভসের আঙুলের সাথে মুড়িয়ে নিন, এরপর দেখুন আপনার টাচ আবার কাজ করছে। এই বিশেষ হ্যাক দিয়ে আপনি টাইপিং বা ছবি আঁকা আঁকির কাজ কিংবা ফোন ধরার কাজ করতে পারবেন। আপনাকে হু হু শীতে গ্লাভস খুলতে হবে না ফোন ধরার জন্য। এই হ্যাক সত্যি কাজের বটে।
৪. ইনজেকশন সিরিঞ্জ দিয়ে স্মার্ট ফোন পরিষ্কার করা
স্মার্টফোন এখন আমাদের সর্বকাজে ব্যবহারের যন্ত্র। ঘুম থেকে জেগে ওঠা থেকে শুরু করে ঘুমিয়ে থাকা পর্যন্ত আমাদের হাতে থাকে স্মার্টফোন। এতে স্মার্টফোন যেমন নোংরা হয় তেমনি বাইরের ধুলোও জমে। সমাধান সিরিঞ্জ দিয়ে ধুলো পরিষ্কার করা। এই হ্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে ফোনের আনাচে কানাচে ধুলো পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে। সত্যি বলতে খুব একটা কাজে আসেনি এই হ্যাক। এর কারণ সাধারণ ছোট ইঞ্জেকশন সিরিঞ্জে খুব অল্প পরিমাণ বাতাসের চাপ সৃষ্টি করা যায়, তাই পরিষ্কার হয় কম। যদি আপনি এই বিষয়ে সচেতন হন তবে ছোট ছোট ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে নিতে পারেন।
৫. বেলুন দিয়ে ফোনের কভার বানানো
সাধারণ বেলুন দিয়ে কিভাবে আপনার স্মার্টফোনের জন্য কভার বানানো যায়? এর জন্য প্রথমে বেলুন ফুলিয়ে নিন মিডিয়াম সাইজ করে, বেলুনের বাতাস যাতে বের না হয় তাই হাত দিয়ে মুখ চেপে রাখুন। এরপর আস্তে আস্তে আপনার স্মার্ট ফোনটিকে বসান ফোলা বেলুনের মাঝে, ফোন বসাতে বসাতে আস্তে আস্তে বেলুনের বাতাস ছেড়ে দিতে থাকুন। বাতাস ছাড়তে থাকলে একসময় বেলুনটি আপনার ফোনের বডির উপর এঁটে যাবে সুন্দর ভাবে।
একটা দুটো বেলুন নষ্ট হলেও নিজে যখন এই হ্যাকটি করতে থাকবেন, বুঝতে পারবেন আসলেই বেলুন দিয়ে অনেক সুন্দর সুন্দর স্মার্ট ফোন কভার বানানো যায়।
৬. টুথপেস্ট দিয়ে স্ক্রাচ দূর করা
দৈনিক ব্যবহার এবং পকেটের চাপে আপনার স্মার্ট ফোনের স্ক্রিনে ছোট ছোট দাগ পড়ে যায়। ইন্টারনেট হ্যাকগুলোর মাঝে বেশি ব্যবহার করা হয় টুথপেস্ট। ফোন স্ক্রিনে টুথপেস্ট ঘষলে দাগ দূর হয় না বরং দাগ আরো বেশি ফুটে ওঠে এবং প্রকাশিত হয়ে পড়ে। তাই এই হ্যাকের প্রতি আমাদের উত্তর- নিজ দায়িত্বে দূরত্ব বজার রাখুন।
৭. টেপ এবং রাবার দিয়ে ট্রাইপড বা ক্যামেরা হোল্ডার তৈরি
ট্রাইপড হলো তিন পা বিশিষ্ট ক্যামেরা রাখার স্ট্যান্ড, যা সেলফি স্টিকের পুরনো এবং বহুল ব্যবহৃত কার্যকর উপায়। তবে এই হ্যাকটি একটু ভিন্ন, এখানে তিন পা বিশিষ্ট ক্যামেরা রাখার স্ট্যান্ডের বদলে আপনার ঘরের টেপ এবং রাবার ব্যান্ড দিয়ে স্ট্যান্ড তৈরি করানো হয়। এর জন্য চওড়া স্কচ টেপ বা কস্টেপ রোল জোগাড় করুন এবং স্মার্টফোন ঢুকিয়ে দিন এর মাঝে। এরপর দুটি রাবার ব্যান্ড দিয়ে ফোন আটকে দিন টেপের সাথে। যখনই ছবি তুলতে চাইবেন, স্কচ টেপ থেকে টেপ খুলে যেকোনো জায়গায় লাগিয়ে নিন এবং সেলফ টাইমার দিয়ে ছবি তুলুন।
আমাদের অভিজ্ঞতা বলে এই হ্যাকটি বিশেষ কাজের এবং ক্ষেত্র বিশেষে এই পদ্ধতি সেলফি স্টিক কিংবা আসল ট্রাইপডের চেয়ে বেশি কাজের।
৮. পানিভর্তি বোতল দিয়ে ফ্ল্যাশ লাইট তৈরি
স্মার্টফোনের ফ্ল্যাশ লাইটের সুবিধা হচ্ছে এতে উজ্জ্বল আলো তৈরি হয় তবে তা অল্প জায়গা জুড়ে থাকে। ঘরময় আলো দিতে স্মার্টফোনের হ্যাক হচ্ছে পানি ভর্তি বোতল ব্যবহার করা। স্মার্টফোনের ফ্ল্যাশের উপর বোতল রেখে দিলে পানির মধ্যে দিয়ে আলো বিচ্ছুরিত হয় খুব ভালভাবে এবং এতে আলো ছড়িয়ে পড়ে চারপাশে।
এই হ্যাক বেশ কাজের তবে এই আলোতে বই পড়া উচিত নয় তবে রাতের ডীমলাইট হিসাবে ব্যবহার করা যায় বেশ ভালো ভাবে।
৯. এয়ারফোন বাটন দিয়ে ছবি তোলা
স্মার্টফোনের ক্যামেরা অন করে এয়ারফোন লাগিয়ে, এয়ার বাডের ভয়েস বাটন চাপ দিয়ে দেখুন, সত্যি অনলাইনের এই হ্যাকটি যেমন আপনার কাজে আসবে তেমনি আপনাকে স্মার্ট ও বানাবে অন্যের চোখে।
১০. পানি দিয়ে স্মার্টফোনের ম্যাগনিফায়িং গ্লাস
সাবধানে পরিষ্কার পানির একফোঁটা রাখুন ফোনের ক্যামেরায়। এরপর ক্যামেরা অন করে ছোট লেখা পড়ার চেষ্টা করুন, দেখবেন লেখা বড় হয়ে গেছে। এই টিপসটি কাজ ঠিকই করে তবে এতে সমস্যাও রয়েছে। সামান্য নড়াচড়ায় পানি সরে যায় এমনকি পড়ে যায় তাই ঠিকভাবে পড়াও কষ্টকর। তবে আপনি চাইলে এভাবে ম্যাক্রো বা ছোট জিনিসের সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন।
১২. ভিজে যাওয়া ফোন চালে শুকানো
স্মার্টফোনে পানি ঢুকলে প্রথমে ফোন মুছে এরপর ব্যাটারি এবং সিমকার্ড বের করে নেওয়া হয়। এরপর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভেতরের পানি শুকানো হয়। সবশেষে ফোনকে চালের মধ্যে রেখে দিলে, চাল ফোনের ভেতরের পানি শুষে নেয়।
কখনো কখনো দেখা যায়, ফোন কাজ করে ঠিকই তবে ফোনের স্ক্রিন ফ্ল্যাশ হতে শুরু করে। বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্ন ফলাফল দিলেও ফোন কাজ করে ঠিকই তবে ফোন আগের সাধারণ অবস্থায় আর ফিরে আসে না। আপনার ক্ষেত্রে এরকম পরিস্থিতি হলে চালে ফোন শুকিয়ে এরপর কাস্টমার সাপোর্ট বা টেকনিশিয়ানের সাহায্য নিন।
১৩. ডিমের খোলস দিয়ে ল্যাম্প তৈরি
ডিম ভেঙে নেবার পর ডিমের খোলস আঠা দিয়ে ফোনের ফ্ল্যাশলাইটের উপর লাগিয়ে নিন। ডিমের খোলস দিয়ে তৈরি এই ল্যাম্পের আলো খুবই সুন্দর হয় এবং অন্ধকারে এই ল্যাম্প অসাধারণ ভাবে কাজ করে। আপনি চাইলে অবশ্যই চেষ্টা করে দেখবেন।
বিশেষ টিপস
এই অ্যান্ড্রয়েড অ্যাপটি দিয়ে আপনি আপনার ফোনের সিকিউরিটি কোড চেঞ্জ করতে পারবেন নিয়মিত। অ্যাপটি সময় নির্ভর সিকিউরিটি দেয়, সময়ের সাথে সাথে কোড পরিবর্তন হয় যতক্ষণ না আপনি নিজে কোড দিয়ে খুলছেন। এখন আর আপনাকে ফোনের সিকিউরিটি নিয়ে ভাবতে হবে না।
আইফোন দিয়ে কল করার সময় আপনি চাইলে আপনার ফোন নাম্বার লুকিয়ে ফেলতে পারেন। এজন্য ডায়ালকৃত নাম্বারের আগে #৩১# চাপুন এবং কাঙ্ক্ষিত নাম্বারে ডায়াল করুন। আপনার নাম্বার এতে প্রকাশিত হবে না। এই সামান্য স্পাইং তো করাই যায়!