ক্যারিয়ারে নেটওয়ার্কিং কেন জরুরি?

শুধুমাত্র চাকরি খোঁজার সময় নেটওয়ার্কিং খুঁজে বের করার চেষ্টা করবেন এমনটি করা যে কোন ক্যারিয়ারের জন্যই অনুচিত। ক্যারিয়ার নেটওয়ার্কিং হওয়া উচিত প্রতিদিনের একটি অংশ। নেটওয়ার্কিং তৈরি করা অবশ্যই জরুরি। আপনি যে প্রতিষ্ঠানে, যে পদেই যুক্ত থাকুন না কেন বিভিন্ন পদের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করুন। পরবর্তীতে আপনার আরও ভালো ক্যারিয়ারের জন্য এটি সহায়ক হবে। হয়ত আপনি ভাবছেন আজকে একটি প্রতিষ্ঠানে আপনি যুক্ত আছেন, নেটওয়ার্কিং না বাড়ালেও চলবে। এমন ভুল সিদ্ধান্তের কারণে ঝামেলা নাও এড়াতে পারেন আপনি। সম্পর্ক তৈরি করে রাখতে হয়, সেটি প্রয়োজনে আসতে পারে যে কোনো সময়, যে কোনো দিন।

ক্যারিয়ার নেটওয়ার্কিং বা প্রফেশনাল নেটওয়ার্কিং ব্যক্তিগত, প্রফেশনাল, একাডেমিক বা পারিবারিক যে কোনো ক্ষেত্রেই তৈরি হতে পারে। চাকরি খুঁজতে বা কোনো প্রতিষ্ঠানে যুক্ত হতে ‘নেটওয়ার্কিং’ শব্দটি শুনতে ভালো লাগলেও এটি তৈরি করা যেমন কঠিন তেমন রক্ষা করাও সহজ নয়। কলিগ, ম্যানেজার, সুপারভাইজার, যে কোনো কর্মী, পূর্বের বা বর্তমানের গ্রাহক, বিজনেসম্যান, পরিবারের মাধ্যমে পরিচিত হওয়া যে কোন ব্যক্তি, জিম, ইয়োগা অথবা যে কোনো কমিউনিটি থেকে পাওয়া কোনো ব্যক্তি, শিক্ষক অথবা প্রফেসর, ব্যবসায়ের খাতিরে পরিচয় হয়েছে এমন যে কোনো মানুষই আপনার নেটওয়ার্কিং এর তালিকায় থাকতে পারেন। জরুরি হচ্ছে প্রতিটি মানুষের সাথে তার নিজ নিজ কর্ম বিষয়ে নেটওয়ার্কিং রক্ষা করে চলা। সে যে চাকরি করছে আপনি হয়ত সেটি করছেন না বা করবেন না, তবু যোগাযোগ রক্ষা করুন। কারণ আপনার কাজের সাথে মিল আছে এমন কেউ যদি তার পরিচিত থাকে তবে সে কিন্তু আপনাকে আগে জানাবে।    

কীভাবে ক্যারিয়ারে নেটওয়ার্কিং রক্ষা করবেন?

সঠিক মানুষের সাথে সম্পৃক্ততা

ক্যারিয়ারে ভালো করতে চাইলে একা কখনোই সেটি সম্ভব নয়। হ্যাঁ কর্মক্ষেত্রে পরিশ্রম অবশ্যই আপনি করবেন কিন্তু সবার সাথে একটি সম্পর্কও বজায় রাখা জরুরি। ক্যারিয়ার গঠনে এমন কিছু মানুষের সাথে সম্পৃক্ততা তৈরি করুন যারা বিভিন্ন চাকরি বা ব্যবসায় যুক্ত আছে। সে হতে পারে আপনার বর্তমান অথবা আগের কলিগ, বস, বন্ধু যে ঠিক আপনার মতোই ভাবে, ব্যবসায়িক অন্য কোনো প্রতিষ্ঠানের কলিগ বা বন্ধু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অথবা এমন কেউ যার সাথে অনলাইনেও আপনার বেশ ভালো সম্পর্ক আছে। নেটওয়ার্কিং শুধু বাইরের মানুষের সাথেই হবে এমন নয়। পরিবারের যে কোন ব্যক্তি, প্রতিবেশি এমনকি আপনাকে সত্যিকারেই সাহায্য করতে চায় এমন যে কাউকেই নেটওয়ার্কিং প্রতিষ্ঠায় সাথে রাখতে পারেন।

ক্যারিয়ার গঠনের জন্য সঠিক মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করা জরুরি; image source: mimeo.com

নেটওয়ার্ক কীভাবে সাহায্য করে

নেটওয়ার্কিং এর মাধ্যমে যারাই কাজে যুক্ত হন তারা সবাই এর উপকারিতা সম্পর্কে জানেন। চাকরি বিষয়ে জানতে এটি সবচেয়ে সহায়ক। পরিচিত কেউ যখন কোন প্রতিষ্ঠানে থাকে তখন তার মাধ্যমে প্রতিষ্ঠানের ভিতরের তথ্য জানতে পারেন আপনি। এমনকি দেশের বিভিন্ন খাতে চাকরির অবস্থা, সুযোগ সবকিছু সম্পর্কে তিনি জানাতে পারেন। সিভি দিয়ে চাকরি খোঁজার চাইতে একটি সঠিক নেটওয়ার্কিং এর জোর অনেক বেশি!

যোগাযোগ রাখুন

শুধুমাত্র আপনার চাকরি দরকার আর তখনই কারো সাথে যোগাযোগ করছেন এমনটি যেন না হয়। নিয়মিত একটি যোগাযোগ বজায় রাখুন। আপনি কী করছেন, কেমন আছেন, কোথায় কাজের সাথে যুক্ত আছেন এগুলো অন্যজনকে জানার সুযোগ করে দিন। তবেই সে আপনার কথা মনে রাখবে। আমরা সবাই এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক এক্টিভ। একজন মানুষকে একটা মেসেজ দিয়ে খোঁজ নেওয়া এমন কোনো কঠিন কাজ নয়। এমন যোগাযোগে সম্পর্ক ভালো থাকে। পরবর্তীতে আপনি কোনো কাজে হেল্প চাইলে বা কোনো বিষয়ে কথা বললে সেই মানুষকে সরাসরি বলতে দ্বিধা কাজ করবে না। আর এটাই নেটওয়ার্কিং এর অনেক বড় শক্তি। 

যোগাযোগ রক্ষা করতে হবে মানুষের সাথে; image source: quora.com

দেওয়া-নেওয়া

নেটওয়ার্কিং শুধু একপাক্ষিক হবে এমন নয়। আপনার চোখে যদি ভালো কোনো চাকরির নিয়োগ পড়ে, কোনো লেখা সামনে আসে সেগুলোকে আপনি নেটওয়ার্কিং এর অন্যদের মাঝে শেয়ার করুন। বিষয়টা হচ্ছে, ক্যারিয়ারে কে কাকে কতটা সহায়তা করতে পারে। আপনি যদি সহায়তা করার তালিকায় একজন হোন, তবে অনেকেই আপনাকে সম্মানের চোখে দেখবে এবং মনে রাখবে।

নজর রাখা

যাদেরকেই আপনি নেটওয়ার্কিং এর তালিকায় রাখছেন তারা সকলে কে কোথায় কাজ করছে সেটি ভালো করে জানুন। কোন প্রতিষ্ঠানের সাথে ব্যক্তি যুক্ত আছেন, কাদের সাথে কাজ করছেন এই বিষয়গুলো নজরে থাকলে পরবর্তীতে আপনি তার সাথে কথা বলার সময় দ্বিধাগ্রস্ত হবেন না।

পরিচিত মানুষদের কাজ সম্পর্কে জেনে রাখুন; image source: onlinestudies.com

অনলাইনে নেটওয়ার্ক

নেটওয়ার্কিং প্রতিষ্ঠার জন্য অনলাইন খুব ভালো একটি মাধ্যম। লিংকড ইন, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ওয়েবসাইটগুলো নানা ধরনের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ তৈরির একটি মাধ্যম হিসেবে কাজ করে। আপনি যে কাজ করছেন তাই দিয়ে যখন আপনার প্রোফাইল সাজাবেন তখন সেই কাজের সাথে যুক্ত প্রতিষ্ঠানের মানুষ নিজে থেকেই আপয়ান্র সাথে যোগাযোগ করবে। তবে এক্ষেত্রে সবার আগে জানতে হবে আপনি কী চাচ্ছেন। নিশ্চিত হোন কারও সাথে অনলাইনে নেটওয়ার্কিং বাড়াতে হলে আপনি তার কাছে কী জানতে চাচ্ছেন। প্রতিষ্ঠানের তথ্য, চাকরির তথ্য নাকি অন্য কিছু যে বিষয়ে নিশ্চিত হয়ে কথা বলুন।

অনলাইনে নেটওয়ার্ক তৈরি করাও জরুরি; image source: online studies.com

নেটওয়ার্কিং ইভেন্টে উপস্থিত হোন

শুধুমাত্র ফোনে বা অনলাইনে নয়, নেটওয়ার্কিং বাড়াতে জরুরি নিজের উপস্থিতি। যদি আপনি কোনো প্রফেশনাল কাজে যুক্ত থাকেন তবে সেখানে অনুষ্ঠিত বিভিন্ন মিটিং বা অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করুন। এতে অনেকের সাথে যোগাযোগ বাড়বে।

সকল প্রকার ইভেন্টে উপস্থিত থাকার চেষ্টা করুন; image source: startupleague.online

সাথে যদি কার্ড থাকে তবে সেটি সবাইকে দেয়ার চেষ্টা করুন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা পূর্বের কর্মস্থলের কোনো মিলনমেলায় যদি উপস্থিত থাকার সুযোগ হয় তবে সেটিও মিস করবেন না যেন।    

Feature image: Top Resume

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *