একজন একাউন্ট্যান্ট বা হিসাবরক্ষকের কাজকে পৃথিবীর সবচেয়ে মজাদার কিংবা আনন্দদায়ক কাজ বলা না গেলেও বলা যায় এটি একটি লাভজনক পেশা। আপনি যদি সংখ্যা নিয়ে খেলতে ভালোবাসেন তবে একাউন্ট্যান্ট পেশাটি আপনার জন্যই। কিন্তু বাংলাদেশে বসেই কি আপনি এই পেশায় সফলতা অর্জন করতে পারবেন? আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়তে হলে তবে কোথায় পাড়ি জমাতে হবে এই নিয়ে ভাবছেন? মোট ১০টি দেশ সম্পর্কে আলোচনা করছি, যেখানে একজন একাউন্ট্যান্ট পাবেন তার সর্বোচ্চ স্বীকৃতি ও সম্মানী। সবেমাত্র কর্মজীবন শুরু করেছেন বা মাঝপথে এসে আটকে যাচ্ছেন কিংবা সফলতার দিকে একধাপ এগিয়ে থাকতে চাইলে পছন্দ করে ফেলুন আপনার নতুন বাসস্থান।
১০. ইতালি
(পারিশ্রমিক আনুমানিক ২৭ লক্ষ ৫০ হাজার টাকা, প্রতি বছরে)
আপনাকে ইতালির মাতৃভাষা আয়ত্ত্ব করতে হবে যদি আপনি এই দেশে পাড়ি জমাতে চান। শুধুমাত্র ইতালিই নয় নিজের দেশ ব্যতিত অন্য যেকোনো দেশে স্বাচ্ছন্দ্যমতো বসবাস করতে চাইলে সে দেশের ভাষা শিখে নেওয়া উচিৎ। এতে নিজের পেশায় বিশেষ সুবিধা লাভ করা যায় এবং এর ফলে আপনি খুব সহজেই সে দেশের মানুষের সাথে যোগাযোগ রাখতে পারবেন।
ইতালিতে মোট তিনটি যোগ্যতা অনুসারে তারা একাউন্টিং পেশাটিকে সাজিয়েছে। প্রথমটি হলো, একাউন্টিং বিশেষজ্ঞ (esperto contabile), দ্বিতীয়টি হলো , চাটার্ড একাউন্ট্যান্ট (dottore commercialista) , লিগ্যাল অডিটর কিংবা আইনগত নিরীক্ষক (revisore legale dei conti)।
প্রত্যেকটি পোস্টেই প্রয়োজন অর্থনীতিতে তিন বছরের স্নাতক ডিগ্রি এবং তিন বছরের প্র্যাক্টিক্যাল ট্রেনিং পরীক্ষা। একজন চাটার্ড একাউন্ট্যান্ট হতে গেলে প্রয়োজন অর্থনীতিতে পাঁচ বছরের মাস্টার্স ডিগ্রি।
৯. অস্ট্রেলিয়া
(পারিশ্রমিক আনুমানিক ২৮ লক্ষ, প্রতি বছরে )
আপনি যদি আপনার একাউন্টিং পেশার জন্য অস্ট্রেলিয়া পছন্দ করে থাকেন তবে আপনি সঠিক পথেই এগোচ্ছেন। ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে অস্ট্রেলিয়ায় চাকরির সুযোগ পঞ্চাশ হাজারেরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের সেরা ন্যূনতম মজুরীর দেশ হিসেবে এই দেশকে বিবেচনা করা হয়। মোট তিনটি পেশাজীবি সংগঠন দ্বারা অস্ট্রেলিয়ার একাউন্টিং ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রিত ও স্বীকৃতিপ্রাপ্ত। এই তিনটি সংগঠন হলো, সিপিএ অস্ট্রেলিয়া (CPA) , দি ইন্সটিটিউট অফ চাটার্ড একাউন্ট্যান্টস অফ অস্ট্রেলিয়া ( ICAA) এবং দি ইন্সটিটিউট অফ পাবলিক একাউন্ট্যান্টস ( IPA)। সিপিএ এবং আইসিএএ এর জন্য প্রয়োজন হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি কিন্তু আইপিএ এর জন্য শুধুমাত্র হিসাববিজ্ঞানে একটি ডিপ্লোমা ডিগ্রিই যথেষ্ট।
৮. অস্ট্রিয়া
(পারিশ্রমিক আনুমানিক ২৬ লক্ষ ৬ হাজার টাকা প্রতি বছরে)
একজন চাটার্ড একাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে হলে প্রয়োজন পর্যাপ্ত শিক্ষা। এই শিক্ষা অর্জনের স্থান কিন্তু এই দেশ, অস্ট্রিয়া। অস্ট্রিয়ায় পড়াশুনা শেষ করে এখানেই নিজের কর্মক্ষেত্র তৈরী করাও বুদ্ধিমানের কাজ। অর্থনীতি এবং আইন বিষয়ে পড়াশুনার জন্য সাধারণত অস্ট্রিয়াকে প্রথম সারির দেশগুলোর মাঝে স্থান দেওয়া হয়। পড়াশুনা শেষে অন্তত তিন বছর শিক্ষানবিস হিসাবরক্ষক হিসেবে কাজ করতে হবে। অথবা সেভিংস ব্যাংক অডিটিং এসোসিয়েশন অনুমদিত অডিটিং অফিসে একজন এসিস্ট্যান্ট অডিটর কিংবা অডিটর হিসেবে কর্মদক্ষতা দেখাতে হবে।
অথবা পর্যাপ্ত শিক্ষা বা ডিগ্রি অর্জনের পর ট্যাক্স পরামর্শদাতা হিসেবে পেশাদারী পরীক্ষায় (Professional Examination for Tax Consultants) পাশ করতে হবে সে সাথে চাটার্ড একাউন্ট্যান্ট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে। এসকল ধাপে উত্তীর্ণ হওয়ার পরেই চাটার্ড একাউন্ট্যান্টের জন্য পেশাদারী পরীক্ষায় (Professional Examination for Chartered Accountants) বসার সুযোগ লাভের জন্য দরখাস্ত করতে পারবেন উপযুক্ত কতৃপক্ষের কাছে। নিজে উপস্থিত থেকে কিংবা জার্মান ভাষায় লিখে। দ্য চেম্বার অফ চাটার্ড একাউন্ট্যান্টস পরবর্তীতে দরখাস্ত মঞ্জুর করে ভর্তির ক্ষেত্রে সিদ্ধান্ত দিবেন।
৭. জার্মানি
( পারিশ্রমিক আনুমানিক ২৯ লক্ষ ২৩ হাজার টাকা প্রতি বছরে)
একজন একাউন্ট্যান্ট হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে জার্মানিতে রয়েছে বিভিন্ন পথ। যদিও প্রথমত ছাত্র-ছাত্রীরা সর্বপ্রথম একজন ট্যাক্স এডভাইসার ( Steuerberater) হিসেবে যোগ্যতা অর্জন করেন। ট্যাক্স এডভাইসার নির্বাচনি পরীক্ষাকে ( Steuerberaterprüfung ) এই দেশের সবচেয়ে কঠিন ও মর্যাদাপূর্ণ পেশাদারী পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। এ পরীক্ষায় দুই ভাগে বিভক্ত। ছয় ঘন্টার লিখিত ও একটি মৌখিক পরীক্ষা। এই পরীক্ষার পরে ছাত্র-ছাত্রীরা মূলত অডিটর (Wirtschaftsprüfer ) পদ অর্জনের জন্য পরীক্ষায় অংশগ্রহন করে। বেশ কিছু যোগ্যতা নির্ধারণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় মূল সাতটি পরীক্ষায় অংশগ্রহনের পূর্বে।
৬. ফিনল্যান্ড
( পারিশ্রমিক আনুমানিক ২৯ লক্ষ ৩৭ হাজার টাকা প্রতি বছরে)
ফিনল্যান্ডে মূলত দুইটি পথ রয়েছে একজন একাউন্ট্যান্ট হওয়ার লক্ষ্যে আসা ছাত্রের জন্য। KHT অডিটর হিসেবে, সেন্ট্রাল চেম্বার অফ কমার্স অনুমোদিত এবং HTM অডিটর হিসেবে, আঞ্চলিক চেম্বার অফ কমার্জ অনুমোদিত। একজন KHT অডিটর পদে নিয়োগ পেতে প্রয়োজন অর্থনীতি, আইনে অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রের মাস্টার্স ডিগ্রি। সর্বনিম্ন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং সে সাথে উত্তীর্ন হতে হবে KHT এর পেশাদারী পরীক্ষায়। অন্যদিকে একজন HTM অডিটরের ক্ষেত্রে ব্যাপারগুলো একটু সহজ। একজন HTM অডিটরের জন্য প্রয়োজন হবে যেকোনো নিম্নমানের বিশ্ববিদ্যালয় অথবা কোনো পলিটেকনিক হতে প্রাপ্ত ডিগ্রি, তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং HTM পরীক্ষায় উত্তীর্ন হওয়া।
৫. যুক্তরাজ্য
( পারিশ্রমিক আনুমানিক ৩৫ লক্ষ ৩২ হাজার টাকা প্রতি বছরে )
যুক্তরাজ্যে একাউন্ট্যান্টদের বেশ মূল্যায়ন করা হয়। শুধু তাই নয় যুক্তরাজ্যের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একজন একাউন্ট্যান্ট যেকোনো দেশে কোটি টাকাও পারিশ্রমিক পেতে পারেন প্রতি বছরে। যুক্তরাজ্যে একজন একাউন্ট্যান্ট হিসেবে কাজ শুরু করতে হলে Association of Chartered Certified Accountants (ACCA), The Institute of Chartered Accountants in England and Wales (ICAEW), The Association of International Accountants (AIA) অথবা The Chartered Institute of Management Accountants (CIMA) এর যোগ্যতা অর্জন করতে হবে। প্রত্যেকটির পেশাদারী পরীক্ষায় অংশগ্রহনের জন্য গণিত ও ইংরেজী অন্তর্ভুক্ত অন্তত দুটি “এ” লেভেল এবং তিনটি GCSE এর প্রয়োজন হবে। সম্পুর্ন প্রক্রিয়াটি দ্রুত হবে যদি অর্থনীতি কিংবা হিসাববিজ্ঞান অন্তর্ভুক্ত থাকে আপনার শিক্ষাগত যোগ্যতায়।
৪. যুক্তরাষ্ট্র
( পারিশ্রমিক আনুমানিক ৩৪ লক্ষ ৮০ হাজার টাকা প্রতি বছরে )
যুক্তরাষ্ট্রের সরকারি হিসাব মতে ২০১৪ হতে ২০২৪ এর মধ্যে একাউন্ট্যান্ট ও অডিটরের চাকুরিক্ষেত্রে ১১ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। প্রায় ১ লক্ষ ৪২ হাজার পোস্ট ইতিমধ্যে তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ একাউন্ট্যান্ট পদের জন্য হিসাববিজ্ঞানে স্নাতক কিংবা সমতুল্য ডিগ্রি চাওয়া হয়। কিন্তু অধিকাংশ পদপ্রার্থী মাস্টার্স ডিগ্রি নিয়েও আবেদন করে থাকেন যার ফলে চাকরি লাভের হার বৃদ্ধি পায়। ন্যাশনাল এক্সাম যেটি চার ভাগে বিভক্ত, এতে উত্তীর্ন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ( SEC ) এর রিপোর্ট সংগ্রহ করতে হবে। তাছাড়া আরো বিভিন্ন প্রক্রিয়া রয়েছে যা ভিন্ন রাষ্ট্রে ভিন্ন রকম।
৩. দক্ষিণ কোরিয়া
( পারিশ্রমিক আনুমানিক ৩৬ লক্ষ ৩৮ হাজার টাকা প্রতি বছরে )
দক্ষিণ কোরিয়া একমাত্র দেশ যার অবস্থান এশিয়ার সর্বোচ্চ পারিশ্রমিকদাতা দেশের মধ্যে রয়েছে। একজন সরকারী একাউন্ট্যান্ট হিসেবে নিজের স্থান পাকা করতে হলে সর্বপ্রথম ফিনানশিয়াল সার্ভিস কমিশন হতে লেভেল ১ ও লেভেল ২ , দুটি পরীক্ষায় উত্তীর্ন হতে হবে। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে হিসাববিজ্ঞানে ২৪ ক্রেডিট অথবা ১২ ক্রেডিট হিসাববিজ্ঞানে, ৯ ক্রেডিট ব্যবসায়ী শিক্ষায় এবং ৩ ক্রেডিট অর্থনীতিতে প্রয়োজন হবে। এই পরীক্ষা শেষে এবং কাঙ্ক্ষিত ফলাফল লাভ করার পরেই পাওয়া যাবে CPA সার্টিফিকেট। ১ বছর অভিজ্ঞতা অর্জন অথবা কোরিয়ান ইন্সটিটিউট অফ সার্টিফাইট পাবলিক একাউন্ট্যান্টস দ্বারা পরিচালিত ১০০ ঘন্টা ট্রেনিং নেওয়া শেষে একজন একাউন্ট্যান্ট হিসেবে দক্ষিণ কোরিয়ায় কাজ করার সুযোগ পাবেন।
২. ব্রাজিল
(পারিশ্রমিক আনুমানিক ৩৭ লক্ষ ৯৮ হাজার টাকা প্রতি বছরে )
ব্রাজিলকে দ্বিতীয় সেরা দেশ হিসেবে বিবেচনা করা যাবে একজন একাউন্ট্যান্টের জন্য। এই দেশে অন্তত পাঁচ লক্ষ একাউন্ট্যান্ট পদ রয়েছে যার ১ লক্ষ ৪০ হাজার শুধু মাত্র সাউ পাউলু (São Paulo) তেই। ব্রাজিলের দিকে পাড়ি জমানোর আগে জেনে রাখা প্রয়োজন কিছু তথ্য। বিদেশী একাউন্ট্যান্টদের জন্য ব্রাজিলে রয়েছে কিছুটা ভিন্ন নিয়ম। Conselho Federal De Contabilidade (CFC) তে নিবন্ধনের মাধ্যমে তিন বছরের জন্য পরামর্শদাতা হিসেবে চাকরির সুযোগ পাওয়া যাবে।
১. পেরু
( পারিশ্রমিক আনুমানিক ৩৮ লক্ষ ৭২ হাজার টাকা প্রতি বছরে )
বিশ্বে পেরুকে একাউন্ট্যান্ট পদে সর্বোচ্চ পারিশ্রমিকদাতা হিসেবে মানা হয়। Asamblea Nacional de Rectores হতে ডিপ্লোমা ডিগ্রি হলো পেরুতে একজন একাউন্ট্যান্টের জন্য সর্বনিম্ন যোগ্যতা।
পরবর্তীতে আঞ্চলিক একাউন্টিং সংস্থা হতে অনুমতি অর্জন করতে হবে। এছাড়া বিদেশী একাউন্ট্যান্টদের জন্য পেরুতে সাময়িক ভাবে কাজ করার সুযোগ রয়েছে।