লন্ডন ও ইউরোপের জনস্বাস্থ্য বিষয়ক স্নাতকোত্তর ডিগ্রির সেরা ১০টি কোর্স

জনস্বাস্থ্য বা আন্তর্জাতিক স্বাস্থ্যসংক্রান্ত একটি সম্মানোত্তর ডিগ্রি মূলত স্ব স্ব দেশের, সমাজের এবং বিশ্বের মানুষদের সাধারণ স্বাস্থ্যন্নোয়নের নানা কলাকৌশল শেখার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। জনস্বাস্থ্যে স্নাতকোত্তর কোর্সসমূহ তাদের জন্য, যারা চিকিৎসা বিষয়ক সনদ প্রাপ্ত কিংবা যাদের জীববিজ্ঞান বিষয়ে শক্তিশালী ধারণা রয়েছে।

Source: postgrad.com

পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের কোর্স চালু রয়েছে। আপনি যদি পৃথিবীর নামকরা কোনো বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি অর্জন করতে চান, তবে জনস্বাস্থ্য বিষয়ে ভালোমানের কোর্স চালু আছে, এমন বিশ্ববিদ্যালয় ও তাদের কোর্স সম্পর্কে সম্যক ধারনা অর্জন করা জরুরী। চলুন জেনে নেওয়া যাক, লন্ডন ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিষয়ক সেরা ১০টি সম্মানোত্তর কোর্স সম্পর্কে।

১. জনস্বাস্থ্যে এমফিল-ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়

১ বছরের পূর্ণমেয়াদী এ কোর্সটিতে রয়েছে বিভিন্ন রোগের পরিসংখ্যানিক প্রতিকার, জনস্বাস্থ্য সমীক্ষা ও সংক্রামক রোগের নিয়ন্ত্রণ করার বিশেষ ধারণা। এই কোর্সটি লন্ডন কিংবা ইউরোপের শিক্ষার্থীরা প্রায় ১০ হাজার পাউন্ড যা বাংলাদেশী টাকায় প্রায় ১১ লক্ষ টাকা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রায় ২৮ লক্ষ টাকায় সম্পন্ন করতে পারবে।

২. বৈশ্বিক স্বাস্থ্য বিজ্ঞানে এমএসসি-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

বৈশ্বিক স্বাস্থ্য বিজ্ঞানে রয়েছে মহামারী, পরিসংখ্যান, মানসিক ও শিশু স্বাস্থ্য, পুষ্টিসংক্রান্ত মহামারী, রেকর্ড সংগ্রহ এবং স্বাস্থ্য অর্থনীতি বিষয়ক শিক্ষা। এ কোর্সটি ১ বছর পূর্ণমেয়াদী।

Source: postgrad.com

এ কোর্সটি সম্পন্ন করতে লন্ডন ও ইউরোপের একজন শিক্ষার্থীর জন্য খরচ হবে প্রায় ১০ হাজার পাউন্ড, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের খরচ হবে প্রায় ৩১ হাজার পাউন্ড, যা বাংলাদেশের মুদ্রার হিসাব অনুযায়ী প্রায় ৩২ লক্ষ টাকা।

৩. জনস্বাস্থ্য বিজ্ঞানে স্নাতকোত্তর-ক্যারোলিন্সকা ইনস্টিটিউট

ক্যারোলিন্সকা ইনস্টিটিউটটি সুইডেনের স্টল্কহোমে অবস্থিত পৃথিবীর অন্যতম সেরা স্বাস্থ্য বিজ্ঞান বিভাগ। ইংরেজিতে পরিচালিত কোর্সটিতে রয়েছে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য বৃদ্ধির বৈজ্ঞানিক তত্ত্ব, প্রয়োগ এবং মূল্যবোধ সম্পর্কিত ধারণা। এই কোর্সটি ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে। তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে খরচ হবে প্রায় ১৬ হাজার পাউন্ড, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৭ লক্ষ টাকা।

৪. জনস্বাস্থ্যে এমএসসি-লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজ

জনস্বাস্থ্যে এমএসসি কোর্সে রয়েছে বৈশ্বিক স্বাস্থ্য, স্বাস্থ্য বিষয়ক পরিসংখ্যান, চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য অসমতা, স্বাস্থ্য পুনঃউৎপাদন  এবং নগর স্বাস্থ্য বিষয়ক জ্ঞান। কোর্সটি ১ বছর পূর্ণমেয়াদী অথবা ২ থেকে ৫ বছর স্বল্পমেয়াদী হিসেবে সম্পন্ন করা যাবে।

Source:postgrad.com

পূর্ণমেয়াদী কোর্স হিসেবে ইউরোপ ও লন্ডনের একজন শিক্ষার্থীর ক্ষেত্রে ১০ হাজার পাউন্ড, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১ লাখ টাকা অথবা স্বল্পমেয়াদী হিসেবে প্রতি বছরে ৫ হাজার পাউন্ড; যা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ৬ লাখ টাকা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ণমেয়াদী হিসেবে ১২ হাজার পাউন্ড বা বাংলাদেশী মুদ্রায় ১৩ লাখ টাকা খরচ হয়ে থাকে।

৫. জনস্বাস্থ্যে স্নাতকোত্তর-ইমপেরিয়াল কলেজ, লন্ডন

১ বছর পূর্ণমেয়াদী এ কোর্সটিতে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর শিক্ষার্থীরা, মহামারীর কারণ আবিষ্কার এবং অর্থনৈতিক ও বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় সম্পর্কে শিখতে পারবে। এতে খরচ হবে লন্ডন ও ইউরোপীয় একজন শিক্ষার্থীর ক্ষেত্রে প্রায় ১০ হাজার পাউন্ড, যা বাংলাদেশী টাকায় প্রায় ১১ লাখ। আর আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ৩১ হাজার পাউন্ড, যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৩ লক্ষ।

৬. জনস্বাস্থ্যে স্নাতকোত্তর-কিংস কলেজ, লন্ডন

লন্ডনের কিংস কলেজের শিক্ষার্থীরা দুর্বল স্বাস্থ্য, জনস্বাস্হ্য পরিকল্পনা, গবেষণায় দক্ষতা অর্জন এবং অর্জিত জ্ঞান প্রয়োগের পর্যাপ্ত ক্ষেত্রসমূহ এ কোর্সটির মাধ্যমে পেয়ে থাকবে। কোর্সটি পূর্ণমেয়াদে ১ বছরে এবং স্বল্পমেয়াদেও করা যাবে। ইউরোপীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্ণমেয়াদী কোর্সে প্রায় ১০ হাজার পাউন্ড, যা বাংলাদেশী টাকায় প্রায় ১১ লাখ এবং স্বল্পমেয়াদী কোর্সে বছরে প্রায় ৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশী টাকায় প্রায় ৫ লাখ খরচ হয়ে থাকে।

Source: kent.ac.uk

এছাড়া কোর্সটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণমেয়াদে ২৩ হাজার পাউন্ড, যা বাংলাদেশী টাকায় প্রায় ২৪ লক্ষ ও স্বল্পমেয়াদে বছরে প্রায় ১২ হাজার পাউন্ড বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৩ লক্ষ টাকা খরচ করতে হবে।

৭. জনস্বাস্থ্যে স্নাতকোত্তর-এডিনবার্গ বিশ্ববিদ্যালয়

শিক্ষার গতির উপর নির্ভর করে এই কোর্সটি মহামারীর পরিসংখ্যানসহ, সংক্রামক রোগ নিরাময় এবং স্বাস্থ্যন্নোয়ন নিয়ে কাজ করে। এই কোর্সটি পূর্ণমেয়াদে স্বশরীরে ক্যাম্পাস থেকে করতে ১ বছর এবং স্বল্পমেয়াদে ২ বছর সময় লাগবে। তবে অনলাইনে কোর্সটি করতে গেলে ৩ বছর সময় লাগবে। ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য পূর্ণমেয়াদে ১০ হাজার পাউন্ড, যা বাংলাদেশী টাকায় প্রায় ১১ লক্ষ অথবা স্বল্পমেয়াদে প্রতি বছরে প্রায় ৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা লাগবে।

Source: postgrad.com

এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণমেয়াদে ২০ হাজার পাউন্ড বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২১ লাখ টাকা অথবা স্বল্পমেয়াদে প্রতি বছরে প্রায় ১০ হাজার পাউন্ড বা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ১১ লাখ টাকা খরচ হবে।

৮. বৈশ্বিক স্বাস্থ্যে এমএসসি-কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়

ইংরেজিতে পরিচালিত ২ বছর পূর্ণমেয়াদী এ কোর্সে গণস্বাস্থ্য, আবহাওয়া পরিবর্তন, বাণিজ্যিক কৌশল, অর্থনৈতিক ও সমাজের সাংস্কৃতিক বিষয়গুলো মূল্যায়ণ করা হয়। এই কোর্সটি ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে, তবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় ১৭ হাজার পাউন্ড, বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ১৮ লাখ টাকা খরচ হবে।

৯. জনস্বাস্থ্যে এমএসসি-লন্ডন স্কুল অব হাইজিন এ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন

এ কোর্সটি ১ বছর পূর্ণমেয়াদী এবং ২ বছর স্বল্পমেয়াদী অথবা ২ বছর অনলাইনে কিংবা
দূরবর্তী স্থানে থেকে শিক্ষার জন্য। ইউরোপীয় শিক্ষার্থীদের জন্য পূর্ণমেয়াদে খরচ হবে প্রায় ১০ হাজার পাউন্ড, যা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ১১ লাখ টাকা। আর স্বল্পমেয়াদে প্রতিবছরে খরচ হবে প্রায় ৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা।

Source: topmastersinhealthcare.com

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণমেয়াদে ২২ হাজার পাউন্ড বা বাংলাদেশী টাকায় প্রায় ২৩ লাখ টাকা, আর স্বল্পমেয়াদে প্রতি বছরে ১১ হাজার পাউন্ড, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা। এছাড়াও সকল শিক্ষার্থীদের জন্য দূরবর্তী বা অনলাইনে শিক্ষার ক্ষেত্রে বছরে প্রায় ১৩ হাজার পাউন্ড, যা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ১৪ লাখ টাকা খরচ হবে।

১০. আন্তর্জাতিক স্বাস্থ্যে স্নাতকোত্তর-রুপ্রেক্ট কার্লস ইউনিভার্সিটেইট, হাইডেলবার্গ

এ কোর্সটি করতে পূর্ণমেয়াদে ১ বছর অথবা স্বল্পমেয়াদে ৫ বছরেরও বেশি সময় লাগতে পারে। সকল শিক্ষার্থীদের জন্যই নির্ধারিত ফি প্রায় ১৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশের মু্দ্রার হিসাব অনুযায়ী প্রায় ১৬ লক্ষ টাকা।

জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি করতে চাইলে, উপরিউক্ত সেরা ১০টি কোর্স থেকে আপনি আপনার সুবিধা মতো যেকোনোটি বাছাই করে নিতে পারেন।

Featured Image:york.ac.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *