বাংলাদেশি টেক স্টার্টআপ: জানার উত্তম সময় এখনই

প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের জীবনের প্রায় সবকিছুতে ঢুকে যাচ্ছে প্রযুক্তি। দ্রুত গতির এই পরিবর্তনের ফলে ছোট বড় সব প্রতিষ্ঠান চেষ্টা করছে প্রযুক্তিগত উন্নতিতে স্বাবলম্বী হতে। আর হবেই না কেন? “কেননা একমাত্র প্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহারই পারে কোনো প্রতিষ্ঠানের কম সময়ের সফলতা আনতে।”

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রায় ১৬৬ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭৪ মিলিয়ন। ফলে পৃথিবীর জনবহুল এ দেশে রয়েছে বিশাল এক প্রযুক্তিক ব্যবসাক্ষেত্র তথা মার্কেট প্লেস। স্টার্টআপের দুনিয়ায় আমরা একটু পিছিয়ে থাকলেও এই বিষয়ের প্রতি খেয়াল রেখে বাংলাদেশে বিগত কয়েকবছরে বিশ্বমানের কিছু টেক স্টার্টআপ গড়ে উঠেছে। এছাড়াও প্রতি বছর গ্রামীন ফোনের জিপি এক্সেলারেটর প্রোগ্রামের মাধ্যমে (GP Accelerator) তৈরী হচ্ছে আরও ছোট বড় বেশ কিছু স্টার্টআপ। তাহলে চলুন দেখে নেয়া যাক জানা অজানা কিছু স্টার্টআপ সম্পর্কে।

সাজগোজ

‘সাজগোজ.কম (shajgoj.com)’ বাংলাভাষায় সর্ববৃহৎ অনলাইন সৌন্দর্য পোর্টাল যা আমাদের দেশের মেয়েদেরকে মেকআপ বা সৌন্দর্য পণ্য সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্যই প্রতিষ্ঠিত। একটি কথা না বললেই নয়, এখানকার অভিজ্ঞ সৌন্দর্য বিশেষজ্ঞগণ শুধুমাত্র পণ্য চিনিয়েই দায়িত্ব শেষ করেন না, ব্যবহারবিধিও বলে দেন।

source: shajgoj.com

প্রতি মাসে প্রায় ২ মিলিয়ন পেজ ভিউর সাথে ০.৬ মিলিয়ন ফেসবুক ফলোয়ার নিয়ে শক্ত অবস্থানে আছে এই স্টার্টআপটি।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

রেপটো

সম্পূর্ণ বাংলায় ঘরে বসে তথা অনলাইন কোর্সের ( ই-লার্নিং) মাধ্যমে বিভিন্ন বিষয় শেখার জন্য ‘রেপটো.কম.বিডি (repto.com.bd)’ হতে পারে একটি অসাধারণ প্লাটিফর্ম। এই ই-লার্নিং (E-learning) স্টার্টআপ সম্পর্কে আইসিটি (ICT) প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার বলেন “রেপটো এর অসাধারণ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটাল প্রজন্ম গড়ে তুলতে ভূমিকা পালন করবে।” এবং সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি সোলায়মান সুখন বলেন “REPTO is the actual example of real power of Internet.” অর্থাৎ “রেপটো হলো ইন্টারনেট ক্ষমতার প্রকৃত উদাহরণ।”

source: repto.com.bd

এখানে জনপ্রিয় টপিকগুলোর মধ্যে এন্টারপ্রেনারশিপ, অ্যান্ড্রয়েড, মোবাইল ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন সহ আছে বিভিন্ন রকমের কোর্স। যা আপনি পাচ্ছেন ফ্রি এবং পেইড দুই ভার্সনেই। তবে ভালো লাগার বিষয় হচ্ছে এখান থেকে কোর্স শেষে আপনি পাচ্ছেন সার্টিফিকেট।

টেকটিউনস

‘মেতে উঠুন প্রযুক্তির সুরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘টেকটিউনস.কম.বিডি (techtunes.com.bd)’ এখন বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় প্রযুক্তি ভিত্তিক সামাজিক নেটওয়ার্ক এবং একমাত্র পূর্ণাঙ্গ ইউনিকোড ভিত্তিক প্রযুক্তিক ব্লগিং প্লাটফর্ম। বর্তমানে এর ব্যবহারকারীর সংখ্যা সারা পৃথিবীব্যাপী প্রায় ৪০ মিলিয়ন।

হ্যালো লন্ড্রি

‘হ্যালো লন্ড্রি (hellolaundry.com.bd) এমন একটি লন্ড্রি সেবাদানকারী স্টার্টআপ যেখানে ওয়েব এবং মোবাইল দুই মাধ্যমে ব্যবহারকারীরা প্রিমিয়াম ওয়াশিং সহ শুকানোর সুবিধা পেয়ে থাকে। তবে এখন পর্যন্ত এই সেবা পরীক্ষমূলকভাবে চালু আছে ঢাকার গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা এবং উত্তরা সহ বেশ কয়েকটি অভিজাত এলাকায়।

source: hellolaundry.com.bd

প্রসিদ্ধ

অনলাইনে মিষ্টিজাতীয় খাবার কি মজার, তাই না? ‘প্রসিদ্ধ’র মাধ্যমে আপনি ঘরে বসে পাচ্ছেন বগুড়ার শাহী দই , টাঙ্গাইলের চমচম সহ বাংলাদেশের ঐতিহ্যবাহী সব মিষ্টিজাতীয় খাবার। ইতিমধ্যে এই সুবিধা অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমেও দিচ্ছে ‌’প্রসিদ্ধ (proshiddho.com)’।

পেওয়েল

পেওয়েল (paywellonline.com) অর্থ সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান যা টেলিকম, স্বাস্থ্যসেবা, ই-কমার্সের মতো প্রতিষ্ঠানগুলোতে অর্থ সরবরাহ করে থাকে। এর পার্টনার হিসাবে আছে গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল এবং টেলিটকের মতো শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলো।

source: paywellonline.com

পতাকা

প্রোগ্রামিংকে নিজের মাতৃভাষায় সহজভাবে শেখার এবং বোঝার জন্য ‘পতাকা’ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ডিজাইন করা হয়। প্রাযুক্তিক দুনিযায় বাঙ্গালিদের জন্য পতাকা.আইও (potaka.io) নিঃস্বন্দেহে যুগান্তকারী একটি অর্জন।

 

source: potaka.io

ডিরেক্ট ফ্রেশ

ডিরেক্ট ফ্রেশ’র (directfreshbd.com) মাধ্যমে আপনি ঘরে বসেই মাছ, মাংস, সবজি সহ হোম মেইড তথা হাতে তৈরি খাবারও অর্ডার করতে পারবেন এবং পেমেন্টের ২৪ ঘন্টার মধ্যে আপনার ঘরে চলে আসবে সতেজ সব খাবার।

রকমারি

বাংলাদেশে অন্যতম জনপ্রিয় ও সর্বপ্রথম অনলাইন পণ্য কেনার বা ই-বাণিজ্য প্রতিষ্ঠান হচ্ছে রকমারি.কম। প্রথমদিকে শুধু বই কিনতে পাওয়া গেলেও বর্তমানে এর সাহায্যে ভিডিও টিউটোরিয়াল, ক্রীড়া সামগ্রী, অন্য রকম বিজ্ঞান বাক্স, পেনড্রাইভ, কম্পিউটারের ভিবিন্ন যন্ত্রাংশ সহ বিভিন্ন পণ্যও কিনতে পাওয়া যায়। ওয়েব সার্ভিসের পাশাপাশি মোবাইলের মাধ্যমেও এখানে পণ্য অর্ডার করার সুবিধা থাকছে এখানে।

source: rokomari.com
তবে সবচেয়ে মজার সুবিধাটি হলো, আপনি বাংলাদেশের যেকোনো জায়গায় মাত্র ৩০ টাকা ডেলিভারি চার্জে বই কিনতে পারবেন।

দ্য জেড বয়

এটি মূলত একটি চ্যাটবট সেবাদানকারী প্রতিষ্ঠান। সংক্ষেপে চ্যাটবট হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ম্যাসেজিং বা বার্তা আদান প্রদান করে। এজন্য ব্যবসা ক্ষেত্রে ক্লায়েন্ট ধরে রাখার জন্য এর গুরুত্ব অনেক। আর এই গুরুত্বপূর্ণ কাজটি নিষ্ঠার সাথে করে যাচ্ছে দ্য জেড বয় (thezboz.com) নামক স্টার্টআপটি।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

পাঠাও

‘পাঠাও.কম’ বাংলাদেশের নিজস্ব অনলাইন পরিবহন সার্ভিস কোম্পানি। বর্তমানে ঢাকা, চিটাগাং এবং সিলেট এই তিনটি শহরে পাঠাও সার্ভিস চালু আছে। প্রথমে মোটর সাইকেল দিয়ে শুরু করলেও এখন আপনি কার ড্রাইভের মাধ্যমেও ‘পাঠাও’ সুযোগ নিতে পারবেন এবং এই অসাধারণ সুবিধাটি নিতে ব্যবহার করতে হবে ‘পাঠাও’ অ্যাপস। এছাড়াও এটি পাঠাও ফুড নামক একটি সহ প্রতিষ্ঠান চালু করেছে যার মাধ্যমে আপনি ঘরে বসেই যেকোনো রকমের খাবার অর্ডার করতে পারবেন।

অন্যান্য

উপরের টেক তথা প্রযুক্তিক স্টার্টআপ গুলো ছাড়াও অনলাইন বেচাকেনা বা ই-কমার্স অনেকগুলো ওয়েবসাইট যেমন পিকাবো (Picaboo), আজকের ডিল (Ajkerdeal), দারাজ (Daraz) সহ বিভিন্ন প্রতিষ্ঠান সফলভাবে ব্যবসা করে যাচ্ছে। এছাড়াও আছে জুমশেপার (Joomshaper ),  থিমএক্সপার্টের (Themexpert) মতো বিশ্বমানের প্রতিষ্ঠান।

এবার চলুন বৃত্তের বাইরে একটু চিন্তা করি। দেখুন প্রযুক্তি তার নিজস্ব গতিতে চলছে এবং চলবে। কিন্ত প্রশ্ন হলো, “আপনি এই প্রাযুক্তিক গতিকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছেন?”

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *