স্কলারশিপ বনাম অনুদান: সংজ্ঞা, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য

স্কলারশিপ বা বৃত্তি ও অনুদান সম্পর্কে মোটামুটি ভাবে বেশিরভাগ শিক্ষার্থী অবগত আছে। বৃত্তি ও অনুদান উভয়ই শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে দেওয়া হয়, যার ফলে তাদের স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য অর্থ ব্যয় করতে হয় না। কিন্তু অনেকেই এই দু’টোকে একই অর্থে ব্যবহার করে থাকে, যা মোটেই একই রকম নয়।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

স্কলারশিপ এবং অনুদানের মধ্যে নির্দিষ্ট কিছু পার্থক্য রয়েছে; Source: scholarshipowl.com

যদিও এই দুটোর উদ্দেশ্যই শিক্ষার্থীদের সহায়তা করা। কিন্তু এগুলোর প্রত্যেকটির নিজস্ব শর্তসমূহ, যোগ্যতার প্রয়োজনীয়তা এবং নির্দেশিকায় অনেক পার্থক্য পরিলক্ষিত করা যায়। তাই বৃত্তি ও অনুদানকে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করার আগে জেনে নিন এই দুটোর পার্থক্যগুলো সম্পর্কে।

অনুদান

অনুদান হলো শিক্ষার্থীদের বা গবেষকদের জন্য এক ধরনের উপহারস্বরুপ। আর্থিক অবস্থাই এর মূল বিবেচ্য বিষয়। বেশিরভাগ সাধারণ অনুদানগুলোই প্রয়োজন ভিত্তিক অনুদান হয়ে থাকে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যাবার জন্য এই আর্থিক অনুদান প্রদান করা হয়। মূলত প্রার্থীর আবেদনের উপর ভিত্তি করে অনুদানের ধরন নির্বাচন করা হয়।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

আর্থিক অবস্থা বিবেচনা করে অনুদান দেওয়া হয়; Source: blog.bookbaby.com

উদাহরণস্বরূপ, আপনার পারিবারিক উপার্জনের কথা বিবেচনা করে বা আপনার কোনো নির্দিষ্ট কারণে অর্থের প্রয়োজন রয়েছে, তা প্রদর্শন করার জন্য আপনাকে কাগজপত্র পূরণ করে আবেদন করতে হবে। এই আবেদনের উপর ভিত্তি করেই আপনাকে অনুদান দেওয়া হবে। অনুদানগুলো প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়৷ তবে বর্তমানে বেসরকারী সংস্থা বা কোম্পানিগুলোও বিভিন্ন ধরনের অনুদান দিয়ে থাকে।

কলেজের অনুদানের ক্ষেত্রে, আপনি যদি কোনো কলেজের অংশ হিসেবে কোনো গবেষণা ক্ষেত্রে যান বা কোনো গবেষণা প্রকল্পে কাজ করার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে আপনি গবেষণা অনুদানের জন্যও আবেদন করতে পারেন। এই তহবিলগুলো সাধারণত সরকার আপনার শিক্ষাপ্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য আপনার গবেষণা প্রতিষ্ঠানকে দেয়। অর্থাৎ অনুদানের মূল বিষয় হলো, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর আর্থিক অবস্থার প্রভাব পড়তে না দেওয়া।

স্কলারশিপ বা বৃত্তি

স্কলারশিপ বা বৃত্তি হলো শিক্ষার্থীদের পড়ালেখার মানদন্ডের ভিত্তিতে প্রদান করা এক ধরনের আর্থিক পুরস্কার। সাধারণত বিভিন্ন বিষয়ের মানদন্ডের উপর ভিত্তি করে এসব বৃত্তি প্রদান করা হয়। তার মধ্যে শিক্ষার্থীর মেধা, স্বনামধন্য সাফল্য, একাডেমিক কৃতিত্ব, একটি নির্দিষ্ট অতিরিক্ত পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপে জড়িত থাকা ইত্যাদি উল্লেখযোগ্য। মূলত স্কলারশিপ পাওয়ার জন্য প্রযোজ্য যোগ্যতা, স্কলারশিপের ধরন ও তহবিল দেওয়ার সাথে জড়িত সংস্থা বা গোষ্ঠীর উপর নির্ভর করে।

স্কলারশিপ মূলত মেধার মাধ্যমে পেয়ে থাকে; Source: Saving for College

শিক্ষার্থীর অর্জনকৃত সম্মান, মেধার বিকাশ, একাডেমিক কৃতিত্ব অর্জন, নির্দিষ্ট গ্রেড পয়েন্ট অর্জন এবং বজায় রাখার জন্য উৎসাহ প্রদান করতে স্কলারশিপ দেওয়া হয়। তাছাড়া কোনো খেলায় আপনার অসাধারণ কর্মক্ষমতার জন্যও আপনি বৃত্তি পেতে পারেন। ক্রীড়াবিদদের কলেজ দলের হয়ে ভালো খেললে, খেলার প্রতি উৎসাহ প্রদান করার জন্য স্কুল কর্তৃক প্রায়শই একটি ক্রীড়া বৃত্তি প্রদান করা হয়।

অনুদান ও বৃত্তির মধ্যে সাদৃশ্য

অনুদান ও বৃত্তির মধ্যে বেশ কয়েকটি সাদৃশ্য রয়েছে, যার ফলস্বরূপ আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে এই দুটোকে একই অর্থে ব্যবহার করে ফেলি। প্রথমত এই বৃত্তি ও অনুদান উভয়ই শিক্ষার্থীদের জন্য এক ধরনের উপহার ও সহায়তা। শিক্ষার্থী যখন পড়াশোনা শেষ করে ফেলে তখনও সেই অর্থ ফেরত দেওয়ার দরকার হয় না। মোটকথা বৃত্তি বা অনুদানের অর্থটি শিক্ষার্থীর পরিস্থিতি, যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে দেওয়া হয়।

স্কলারশিপ এবং অনুদানের মধ্যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে; Source: Elite Tutoring Academy

দ্বিতীয়ত, শিক্ষার্থীরা এই বৃত্তি ও অনুদান রাষ্ট্রীয় সরকার, রাজ্য সরকার, কোনো বেসরকারী কোম্পানি বা সংস্থা অথবা তাদের অধ্যায়নরত কলেজের কাছ থেকেও পেতে পারে। তাছাড়া এগুলো এমন কোনো কর্পোরেশনের মাধ্যমেও পাওয়া যেতে পারে যা ভবিষ্যত প্রজন্মকে এগিয়ে নিতে সাহায্য করে। সুতরাং বৃত্তি ও অনুদান প্রদানের প্রেক্ষাপট প্রায় একই ধরনের হয়ে থাকে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

তৃতীয়ত, যেহেতু উভয় ধরণের তহবিলই উপহার ও সহায়তাস্বরুপ দেওয়া হয়, সেহেতু সেগুলো প্রায় বিনিময়যোগ্যভাবে ব্যবহৃত হয়। তাই আপনি যে ধরনের তহবিল পাবেন তা চিহ্নিত করতে আপনাকে বৃত্তি ও অনুদানের সম্পূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। কারণ বৃত্তি ও অনুদানের কিছু স্পষ্ট পার্থক্যই এগুলোকে আলাদা করে দেয়।

অনুদান ও বৃত্তির মধ্যে পার্থক্য

বৃত্তি এবং অনুদানের মধ্যে কিছুটা সামঞ্জস্য থাকলেও, এগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য বিদ্যমান। এগুলোর প্রাথমিক পার্থক্য হলো তহবিল পাওয়ার জন্য যোগ্যতার পার্থক্য। অনুদান সাধারণত প্রয়োজন ভিত্তিক হয়। অর্থাৎ অনুদান তারাই পায় যাদের পরিবার পড়াশুনার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ প্রদান করতে অক্ষম অথবা অন্য যেকোনো কারণে যাদের পড়াশোনা প্রতি যথেষ্ট ইচ্ছা থাকার সত্ত্বেও যাবতীয় অর্থ সংগ্রহ করতে পারছে না। এছাড়াও অন্যান্য বিষয় বিবেচনা করে অনুদান দেওয়া হয়, যদি আপনি দেখাতে পারেন যে আপনার অর্থের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনার অর্থের প্রয়োজনীয়তাটি অনুদানের ধরন ও যোগ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

স্কলারশিপ এবং অনুদান গুরুত্বপূর্ণ কিছু বৈসাদৃশ্যের জন্যই আলাদা; Source: studyinbelarus.ws

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

অপরদিকে বৃত্তি বা স্কলারশিপ কখনোই প্রয়োজন ভিত্তিক হয় না। এটি সম্পূর্ণ মেধা ভিত্তিক একটি পুরষ্কার। যোগ্যতা ভিত্তিক বৃত্তি শিক্ষার্থীর ব্যক্তিগত দক্ষতা ও মেধার উপর ভিত্তি করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ আপনি একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ভালো জিপিএ’র জন্য একাডেমিক বৃত্তি পেতে পারেন। আবার আপনি কোথাও ভালো খেলে বা কোনো উল্লেখযোগ্য সম্প্রদায়ে অবদানের মাধ্যমেও বৃত্তি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন। তাছাড়া কবিতা বা প্রবন্ধ রচনা প্রতিযোগিতার মতো একাডেমিক প্রতিযোগিতাগুলোতেও বিজয়ীদের বৃত্তি দেওয়া হয়।

বৃত্তি বা অনুদান প্রাপ্তির প্রক্রিয়াও পৃথক। স্কলারশিপের জন্য যোগ্যতা প্রয়োজন হয়। সুতরাং আপনার অবশ্যই বৃত্তি পাওয়ার জন্য যোগ্যতা অর্জনের উপযুক্ততা প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনাকে ভালো ফলাফল ও একাডেমিক, অ্যাথলেটিক বা শৈল্পিক প্রতিভার মাধ্যমে বৃত্তির জন্য যোগ্যতা অর্জন করে নিতে হবে।

বৃত্তি ও অনুদানের প্রাথমিক পার্থক্য হলো তহবিল পাওয়ার যোগ্যতার পার্থক্য; Source: EveryNurse.org

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

অপরদিকে অনুদানের জন্য প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। যাতে আপনি উল্ল্যেখ করবেন, কেন আপনার তহবিলের প্রয়োজন রয়েছে। একটি অনুদানের জন্য আপনাকে এফ.এ.এফ.এস.এ সংক্রান্ত কাগজপত্র পূরণ করতে হবে এবং তা রাষ্ট্রীয় সরকারের নিকট জমা দিতে হবে। অনুদান সাধারণত পারিবারিক আয়ের উপর ভিত্তি করে দেওয়া হয়।

তাই আপনি কাগজপত্রে পারিবারিক অবস্থার বিবৃতি দিয়ে, কলেজের জন্য আপনার অতিরিক্ত তহবিলের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখবেন। কারণ রাষ্ট্রীয় অনুদানগুলো নিম্ন-আয়ের পরিবারের ব্যক্তিদের সহায়তা করতে এফ.এ.এফ.এস.এ কাগজপত্রে উল্লিখিত তথ্য ব্যবহার করতে পারে। অন্যান্য অনুদানগুলো দেশের সামরিক সদস্যদের সন্তানদের জন্য প্রযোজ্য, যারা দেশকে রক্ষা করতে জীবন দিয়েছেন।

অর্থাৎ অনুদান এবং বৃত্তি মূলত শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অর্থ প্রদানের ক্ষমতাকে সহায়তা করে। এই দুটোর উল্লেখযোগ্য কিছু পার্থক্য থাকলেও এগুলোর মূল উদ্দেশ্য একই।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Featured Image Source: melodicexchange.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *