কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি, আইটি সিকিউরিটি, ইনসিডেন্ট হ্যান্ডেলিং, ক্রাইম ইনভেস্টিগেশন অথবা ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ক্যারিয়ার গড়াটা অনেকটা সহজ হয়ে যাবে, যদি আপনি বিভিন্ন আইটি সার্টিফিকেশন কোর্স গ্রহণ করেন। চলুন জেনে আসি, কোন আইটি সার্টিফিকেশন কোর্সগুলো আপনার ক্যারিয়ার গড়ার জন্য উপযুক্ত হবে।
আইটি ও প্রযুক্তি খাতের বিভিন্ন পদে ক্যারিয়ার গড়ার জন্য বিভিন্ন অরগানাইজেশন ও কোম্পানিতে, টেকনিক্যাল ও সফটওয়্যারের উপর দক্ষতার প্রয়োজন হয়। আর সেসব দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন খাতে সার্টিফিকেট অর্জন করা উচিৎ। কম্পিউটার খাতের বিভিন্ন বিষয়ে সার্টিফিকেশন অর্জন করতে পারলে আপনার প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্র্যাকটিক্যাল দক্ষতাও বৃদ্ধি পাবে।
সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ)
হ্যাকারের হাত থেকে যেকোন কোম্পানি বা অরগানাইজেশনের সিস্টেম, নেটওয়ার্ক ও সার্ভারকে রক্ষা করতে হলে, অবশ্যই আপনাকে একজন হ্যাকারের মতো চিন্তাভাবনা করতে হবে। সাইবার ক্রাইমের প্রতিকার ও প্রতিরোধের পদ্ধতি এবং কীভাবে সাইবার রিলেটেড সমস্যা থেকে একটি কোম্পানিকে রক্ষা করা যায়, সে সম্পর্কিত তথ্য দিয়েই এই কোর্স করানো হয়।
কোর্সটি তৈরি করেছেন ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ ইকমার্স কনসালটেন্টস (ইসি কাউন্সিল)। এই কোর্সের ফি ৩৫০০ থেকে ৪০০০ ডলারের মধ্যে হয়ে থাকে। কোর্স করার জন্য কমপক্ষে দুই বছরের আইটি সিকিউরিটি অভিজ্ঞতা ও টিসিপি/আইপি এবং নেটওয়ার্কিংয়ের উপর পূর্ব অভিজ্ঞতা থাকতে হয়।
কোর্সে যেসব বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়,
- ফুটপ্রিন্ট্রিং
- নেটওয়ার্ক স্ক্যানিং
- এনুমারেশন
- প্যাকেট স্নিফিং
- সোশ্যাল ইঞ্জিনিয়ারিং
- ডস/ডিডস
- সেশন হাইজ্যাকিং
- এসকিউএল ইঞ্জেকশন অ্যাটাক
- ওয়েবসার্ভার ও ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাক ও কাউন্টারমেজারমেন্টস
- ওয়্যারলেস এনক্রিপশন
- ক্লাউড কম্পিউটিং থ্রেটস
- ক্রিপ্টোগ্রাফি সাইফার
- পেনিট্রেশন টেস্টিং
কোর্সটি কাদের জন্য,
- সিকিউরিটি অফিসার
- অডিটর
- সিকিউরিটি প্রফেশনাল
- সাইট অ্যাডমিনিস্ট্রেটর
- পেনিট্রেশন টেস্টার
- নেটওয়ার্ক ইনফস্ট্রাকচারার
সাইর্টিফাইড ইন দ্যা গভর্ন্যান্স অফ এন্টারপ্রাইজ আইটি (সিজিইআইটি)
ননপ্রফিট অরগানাইজেশন ইনফরমেশন সিস্টেমস অডিট এন্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন (আইএসএসিএ) দ্বারা এই সার্টিফিকেশন কোর্সের আয়োজন করা হয়। ২০০৭ সাল থেকে এই সার্টিফিকেশন কোর্স, নেটওয়ার্ক ও সিকিউরিটি প্রফেশনালদের এন্ট্রারপ্রাইজ আইটি সম্পর্কে ধারণা দিয়ে আসছে। গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক, বিজনেস এন্ড আইটি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও আইটি ইনভেস্টমেন্ট সম্পর্কে এই কোর্সে আলোচনা করা হয়।
এই কোর্সের ফি ২০০০ থেকে ২৫০০ ডলারের মধ্যে হয়ে থাকে। কোর্স করার জন্য সিস্টেম ডিস্ট্রিবিউশন, জেনারেল নেটওয়ার্কিং, মাল্টি টায়ার আর্কিটেকচার এবং ক্লাউড কম্পিউটিংয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
কোর্সে যেসব বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়,
- নেটওয়ার্ক স্ক্যানিং
- এডব্লিউএস আর্কিটেকচার
- আর্কিটেকচারাল প্রিন্সিপ্যাল
- সোশ্যাল ইঞ্জিনিয়ারিং
- ওয়্যারলেস এনক্রিপশন
- ক্লাউড কম্পিউটিং থ্রেটস
- ইনফস্ট্রাকচার স্কেলিং
- এডব্লিউএস সার্ভিস
- আর্কিটেকচারাল ফ্রেমওয়ার্কস
- পেনিট্রেশন টেস্টিং
- টেকনোলজি ইনভেস্টমেন্ট
- স্ট্র্যাটেজিক বিজনেস ম্যানেজমেন্ট
- ম্যানেজমেন্ট প্ল্যানিং
- গভর্ন্যান্স ফ্রেমওয়ার্ক
কোর্সটি কাদের জন্য,
- ক্লাউড ডিজাইনার
- ইনফস্ট্রাকচার ডিজাইনার
- আর্কিটেকচার
- সিস্টেম ইঞ্জিনিয়ার
- সিস্টেম ডেভেলপার
প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি)
প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (পিএমআই) দ্বারা এই সার্টিফিকেশন কোর্সটি তৈরি করা হয়েছে। বর্তমানে প্রায় ২১০ টি দেশে প্রায় ৭ লক্ষের অধিক পিএমপি কোর্সের অবস্থান রয়েছে। এই কোর্সের ফি ১৪০০ থেকে ৩০০০ ডলারের মধ্যে হয়ে থাকে। কোর্স করার জন্য পিএমপি এক্সাম প্রিপারেশন বুট ক্যাম্পে অংশ নিতে হবে। সেখানে সাইকোমেট্রিক বেইজড পরীক্ষা নেয়া হবে। সেই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করবে, আপনি কোর্সটি করতে পারবেন কি না।
কোর্সে যেসব বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়,
- সিএপিএম
- পিএমবোক গাইড টার্মস এন্ড কন্ডিশনস
- মাস্টার টেস্ট টেকিং টেকনিকস
- প্রজেক্ট কোঅর্ডিনেশন
- প্রজেক্ট অ্যানালাইসিস
- লিডারশীপ ম্যানেজমেন্ট
- প্রোডাক্ট ম্যানেজমেন্ট
- প্রোগ্রাম ম্যানেজমেন্ট
- প্রজেক্ট স্পন্সরশিপ ও ইনভেস্টমেন্ট
কোর্সটি কাদের জন্য,
- অ্যাসোসিয়েট প্রজেক্ট ম্যানেজার
- প্রজেক্ট ম্যানেজার
- আইটি প্রজেক্ট ম্যানেজার
- প্রজেক্ট কোঅর্ডিনেটর
- প্রজেক্ট অ্যানালিস্ট
- প্রজেক্ট লিডার
- সিনিয়র প্রজেক্ট ম্যানেজার
- টিম লিডার
- প্রোডাক্ট ম্যানেজার
- প্রোগ্রাম ম্যানেজার
- প্রজেক্ট স্পন্সর
- প্রজেক্ট টিম মেম্বার
সাটিফাইড ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি প্রফেশনাল (সিআইএসএসপি)
ইটারন্যাশনাল ইনফরমেশন সিস্টেমস সিকিউরিটি সার্টিফিকেশন কনসোর্টিয়াম (আইএসসি স্কোয়ার) দ্বারা এই সার্টিফিকেশন কোর্সটি তৈরি করা হয়েছে। সিকিউরিটি রিলেটেড সার্টিকিফেশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত কোর্স হচ্ছে এটি। এই কোর্সের ফি ৩০০০ থেকে ৪০০০ ডলারের মধ্যে হয়ে থাকে। কোর্স করার জন্য ইনফরমেশন সিকিউরিটি বা সাইবার আর্কিটেকচার ও সিকিউরিটির উপর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
কোর্সে যেসব বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়,
- সিকিউরিটি এন্ড রিস্ক ম্যানেজমেন্ট
- অ্যাসেট সিকিউরিটি
- সিকিউরিটি আর্কিটেকচার এন্ড ইঞ্জিনিয়ারিং
- কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি
- আইডেন্টিফাই এন্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট
- সিকিউরিটি অ্যাসেসমেন্ট এন্ড টেস্টিং
- সিকিউরিটি অপারেশন
- সফটওয়্যার ডেভেলপমেন্ট সিকিউরিটি
কোর্সটি কাদের জন্য,
- সিকিউরিটি ইঞ্জিনিয়ার
- কম্পিউটার ইঞ্জিনিয়ার
- সাইবার ইঞ্জিনিয়ার
- ইনফরমেশন আর্কিটেকচার
- ইথিক্যাল হ্যাকার
- সফটওয়্যার ডেভেলপার
- সিকিউরিটি অপারেটর
- ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার
- সিকিউরিটি ম্যানেজার
সার্টিফাইড স্ক্রাম মাস্টার (সিএসএম)
আইল মেথডোলজির উপর ভিত্তি করে স্ক্রাম মাস্টার সার্টিফিকেশন কোর্সের নামকরণ করা হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে তৈরি সার্টিফাইড স্ক্রাম মাস্টার সার্টিফিকেশন কোর্সটি মূলত প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর গুরুত্ব দিয়ে থাকে। এই কোর্সের ফি ১৪০০ থেকে ২০০০ ডলারের মধ্যে হয়ে থাকে। স্ক্রাম অ্যালায়েন্সের অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে যে আপনি এই কোর্সটি করতে পারবেন কি না।
কোর্সে যেসব বিষয়ের উপর গুরুত্ব দেয়া হয়,
- স্ক্রাম রোলস, টিম মেম্বার, প্রোডাক্ট, স্ক্রাম মাস্টার।
- স্ক্রামের ফাউন্ডেশনাল ও ক্রিটিক্যাল কন্সেপ্ট।
- স্ক্রাম ট্রেইনার ইন্সট্রাকশনাল প্রোগ্রাম।
- প্রজেক্ট ওয়ার্কের অ্যাম্পিরিক্যাল থিংকিং।
- টিমের প্রোডাকটিভিটি কম্পোজিশন।
- অরগানাইজেশনাল ও সফটওয়্যার এগ্রিমেন্ট।
- প্রজেক্ট মাস্টারিং।
- ক্রিটিক্যাল রোলের কনফ্লিক্ট রেজ্যুলেশন।
- স্ক্রাম ফ্রেমওয়ার্ক।
- স্ক্রাম সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার।
- ক্রিটিক্যাল স্ক্রাম ক্যারেক্টারস্টিকস।
- স্ক্রাম কোচিং ও টিম প্রোডাক্টিভিটি।
- ট্র্যাডিশনাল এন্ড আইল প্রজেক্ট প্ল্যানিং।
- স্ক্রাম প্রজেক্ট ডিকম্পোজিশন।
- স্ক্রাম মিটিং, স্প্রিন্ট প্ল্যানিং, ডেইলি স্ক্রাম, বার্নডাউন, স্প্রিন্ট রিভিউ এবং স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ।
কোর্সটি কাদের জন্য,
- ম্যানেজার
- টিম মেম্বার
- প্রোডাক্ট ম্যানেজার
- বিজনেস কাস্টোমার
- বিজনেস পার্টনার
- প্রোডাক্ট ডেভেলপার
- লিডার
- স্পন্সর
- আইটি ম্যানেজার
- আইটি ডিরেক্টর
- বিজনেস অ্যানালিস্ট
- ডেভেলপার
- প্রোগ্রামার
যদি আপনি কর্মদক্ষতার পাশাপাশি বেতনও বৃদ্ধি করতে চান তাহলে যেকোন সার্টিফিকেশন কোর্স করতে পারেন। কম্পিউটার রিলেটেড, ম্যানেজেমেন্ট, সাইবার সিকিউরিটি কিংবা লিডারশীপের দক্ষতা বৃদ্ধির জন্য সার্টিফিকেশন কোর্স করাটা খুবই গুরুত্বপূর্ণ।