কোনো ডিগ্রি ছাড়া ইভেন্ট ইন্ড্রাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে ৫টি পরামর্শ

স্বল্পশিক্ষিত হওয়ার জন্য আপনি কি ক্যারিয়ার নিয়ে চিন্তিত? এবার চিন্তা ঝেড়ে ফেলে ইভেন্ট ইন্ডাস্ট্রির প্রতি মনোনিবেশ করুন।  বর্তমানে কোনো উচ্চতর ডিগ্রি ছাড়াই অনেকে তাদের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি গভীর আত্মনিবেদনের মাধ্যমে নিজেদের  ক্যারিয়ারকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করছে। ক্যাট গৌলবৌর্ন হচ্ছে তেমনি একজন সফল মানুষ যিনি কোন প্রকার ডিগ্রি ছাড়াই যুক্তরাজ্যের বিখ্যাত ইভেন্ট কোম্পানি ইভান্টার অনলাইন এডিটর ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। একটি সাক্ষাতকারে   গৌলবৌর্ন তার নিজের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন, কীভাবে ডিগ্রি ছাড়াই ইভেন্ট ইন্ডাস্ট্রিতে ভালো ক্যারিয়ার গড়া যেতে পারে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
Source: asiancorrespondent.com

ক্যাট গৌলবৌর্ন বলেন, আমি যখন প্রথম আমার বন্ধুদের কাছে বলি যে আমি ইভেন্ট ইন্ড্রাস্ট্রিতে কাজ পেয়েছি, তখন তারা সবাই আমার দিকে অনেকটা অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলো। আবার অপরিচিত কাউকে যদি বলি যে, আমি কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই এ পর্যায়ে এসেছি, তারাও বিস্ময় প্রকাশ করে। তবে আমার জীবনের এটাই চরম সত্য। আমি কোনো ডিগ্রির সাহায্য ছাড়া শুধু কঠোর পরিশ্রম ও বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে বর্তমান পর্যায়ে এসেছি। ডিগ্রি ছাড়া একজন মানুষ কিভাবে ইভেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ পেতে পারে তার জন্য গৌলবৌর্ন নিচের ৫ টি টিপস শেয়ার করেন।

১. ব্যক্তিগত উদ্যোগে গবেষণা করুন

ইভেন্ট ইন্ড্রাস্ট্রি হলো এমন একধরনের জব সেক্টর যেখানে বৈচিত্র্যময় গুণের অধিকারীদের চাহিদা বেশী। তারা আপনাকে যাচাই বাছাই করে দেখবে আপনার এমন কি বৈশিষ্ট্য আছে যা তাদের কোম্পানির উন্নতিতে অবদান রাখতে পারে। তাই ইভেন্ট ইন্ড্রাস্ট্রি নিয়ে কিছুটা পড়াশোনা করুন। এতে আপনার মধ্যে ইভেন্ট কোম্পানির কাজ সম্পর্কে ধারণা সৃষ্টি হবে। আপনি নিজের সুপ্ত প্রতিভাকে বের করে আনার সুযোগ পাবেন। আপনার কোনো একটি গুণ যদি কোন কোম্পানির পছন্দ হয়ে যায়, তবে তারা আপনার শিক্ষাগত সার্টিফিকেটের দিকে আর না তাকিয়ে নিজেদের কোম্পানিতে নিয়োগ দিয়ে দিতে পারে।

Source: www.bloomberg.com  

আর নিয়োগ পেলেই আপনার ক্যারিয়ার ক্রমান্বয়ে উজ্জ্বল হতে থাকবে। নিজের চিন্তার জগতকে বিস্তৃত করার জন্য ইভেন্ট কোম্পানির ম্যাগাজিনগুলো পড়তে পারেন, আবার ইভেন্ট ইন্ড্রাস্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন লেখকের বইও পড়বেন। ইন্টারভিউতে আপনি যদি নিজের জানাশোনা ও বিশেষ গুণাবলীর কথা জানান দিতে পারেন, তাহলে আপনার প্রতি তাদের ইতিবাচক ধারণা জন্ম নেবে।  এতে আপনার নিয়োগ পাওয়ার সম্ভাবনাও ত্বরান্বিত হবে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

২. পছন্দমত ইভেন্ট কোম্পানি নির্বাচন করে লক্ষ্য নির্ধারণ করুন

বিবাহ অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী, মিউজিক ফ্যাস্টিভাল, লাঞ্চ, ডিনার, কনফারেন্সে, বিজনেস প্রোগ্রাম ইত্যাদি বিভিন্ন ধরণের ইভেন্ট রয়েছে। সব কোম্পানি সব ইভেন্ট নিয়ে কাজ করে না, আবার একজন মানুষও সব ইভেন্টে পারদর্শী হয় না। এজন্য আপনাকে খুঁজে বের করতে হবে কোন ইভেন্টে কাজ করতে আপনি আগ্রহী। এটা ঠিক করার পর খোঁজ করতে হবে কোন কোম্পানির কার্যক্রমের সাথে আপনার আগ্রহের বিষয়ের সাদৃশ্য আছে।

এজন্য আপনি কোম্পানিগুলোর ওয়েবসাইট ও নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন। এতে আপনি সহজেই পছন্দের ইভেন্ট ইন্ড্রাস্ট্রির খোঁজ পেয়ে যাবেন। আপনার পছন্দের ইভেন্ট ও কোম্পানি নির্ধারণ করা হয়ে গেলো, এবার নির্ধারিত কোম্পানিতে নিয়োগ পাওয়ার জন্য  চেষ্টা চালিয়ে যান। বিভিন্ন বিষয়ে অল্প অল্প জানার পরিবর্তে যে কোন একটি ইভেন্টে নিজেকে পারদর্শী করে তুলুন।

৩. সামাজিক যোগাযোগ মাধ্যমকে যথাযথভাবে ব্যবহার করুন

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে নিজেকে দূরে রাখা বোকামি ছাড়া আর কিছু না। বলতে গেলে প্রায় সব ইভেন্ট কোম্পানিগুলোই তাদের কার্যক্রম অনলাইন ও সামাজিক যোগাযোগের সাইটগুলোর মাধ্যমে পরিচালনা করে। এজন্য কোম্পানির খোঁজখবর রাখার জন্য আপনাকে ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হবে। কোম্পানির ব্লগে গিয়ে তাদের পোস্টগুলো নিয়মিত পড়তে হবে ও  কমেন্ট করতে হবে। এভাবে একটা সময় আপনি কোম্পানির সাথে পরিচিত হয়ে উঠবেন, যা আপনার নিয়োগ পাওয়াকে সহজতর করে  তুলবে।

Source: www.bosch.com

৪. স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করুন

সময় সুযোগ বুঝে আপনি বিভিন্ন ইভেন্ট আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন। এতে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, যা কোনো ইন্ড্রাস্ট্রিতে নিয়োগের সময় অন্যদের থেকে আপনাকে অনেক গুণ এগিয়ে রাখবে। আবার অনেক কোম্পানি তাদের বিজ্ঞপ্তিতে  অভিজ্ঞতাসম্পন্ন লোকের চাহিদার কথা স্পষ্টভাবে উল্লেখ করে।  এসব কোম্পানিতে আপনি আগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে আবেদন করলে নিয়োগ পেয়েও যেতে পারেন। আর এর জন্য হয়তো কোনো উচ্চতর ডিগ্রির প্রয়োজন পড়বে না।

Source: 350.org

৫. চূড়ান্ত পরামর্শ

এসব কাজের পাশাপাশি আপনাকে আরও কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই একটা জীবনবৃত্তান্ত প্রস্তুত করে রাখতে হবে। আবার ইন্টারভিউতে যাওয়ার আগে একটি সাজানো গোছানো লেটার লিখে নিয়ে যেতে পারেন। আর ইন্টারভিউ বোর্ডে নিজেকে যথাসম্ভব  ভদ্র ও আত্মবিশ্বাসী হিসেবে তুলে ধরতে হবে। ভাইভার সময় আপনি আপনার আইডিয়াগুলোও তাদের সাথে শেয়ার করতে পারেন । কীভাবে আপনি তাদের কোম্পানিতে অবদান রাখতে পারবেন সে বিষয়েও যুক্তি উপস্থাপন করতে পারেন। এভাবে ভাইভা বোর্ডকে যদি ইমপ্রেস করতে পারেন, তাহলে তারা আপনার কম  শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে না। এভাবেই আপনি কোনো ডিগ্রি ছাড়াই ইভেন্ট ইন্ড্রাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে পারেন।

Source: fhsu.edu

ক্যাট গৌলবৌর্ন কোন ডিগ্রি ছাড়াই এতো সাফল্য অর্জন করতে পেরেছেন, তাহলে আপনিও পারবেন! তাই আপনি যদি সত্যিই ইভেন্ট ইন্ড্রাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চান, তবে সার্টিফিকেট নিয়ে না ভেবে গৌলবৌর্নের পরামর্শ অনুযায়ী কাজ শুরু করে দিন। হয়তো একদিন আপনিই শোনাবেন আপনার সাফল্যময় ক্যারিয়ারের গল্প।

Featured Image:  postfunnel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *