নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যাধুনিক সব প্রযুক্তি

প্রযুক্তিগত অগ্রগতির এই সময়ে আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয় এখন নিরাপত্তা। কেননা প্রতিনিয়ত আমরা কোনো না কোনোভাবে প্রযুক্তিগত নিরাপত্তাহীনতায় ভুগছি। কিন্তু প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে উচ্চমানের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রযুক্তি কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত আসছে অসাধারণ সব প্রযুক্তিক ব্যবস্থাপনা যা আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে বিভিন্নভাবে। এরকমই কিছু উন্নতমানের নিরাপত্তাদানকারী প্রযুক্তি নিয়ে কথা বলব আজকের আলোচনায়।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

কম্পিউটারে নিরাপত্তা

আমরা যারা প্রতিনিয়ত কম্পিউটার ব্যবহার করি তারা গুরুত্বপূর্ণ সব ফাইলগুলো বেশিরভাগ সময় কম্পিউটারে রাখতেই বেশি স্বাচ্ছন্দবোধ করি। কিন্তু একবার ভেবে দেখেছেন কি কোনোভাবে যদি আপনার এই কম্পিউটারটি নষ্ট হয়ে যায় বা ফাইলগুলো হারায় যায় তাহলে কী করবেন? এর সমাধান হিসাবে আপনি বেশ কিছু অ্যাপস বা সফটওয়্যার ব্যবহার করতে পারেন যেগুলো একই সাথে আপনাকে দিবে নিরাপত্তা।

Source: pexels.com

এরমধ্যে ফ্রি অ্যাপস যেমন প্রি (Prey) এবং পেইড সফটওয়্যার LoJack অন্যতম। এছাড়াও ডাটা এনক্রিপশন এখন নিরাপত্তার এক অন্যনাম। কেননা এখন বেশ কিছু হার্ডওয়্যার এবং সফটওয়্যার ভিত্তিক ডাটা এনক্রিপশন সিস্টেমের মাধ্যমে আপনি আপনার ডাটাগুলোকে সংরক্ষণ করতে পারবেন যা হ্যাকিং থেকে নানাভাবে আপনাকে সাহায্য করবে।

পাসওয়ার্ডে ফিঙ্গারপ্রিন্ট

সাধারণভাবে আমরা পার্সওয়ার্ড ব্যবহার করি প্রায় সব জায়গায়। যা হ্যাকারদের হ্যাক করা খুবেই সহজ। কিন্তু বর্তমানে প্রায় প্রতিটি ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যুক্ত হওয়ার ফলে হ্যাকারদের আর সেই সুযোগ থাকছে না। কারণ পাসওয়ার্ড হ্যাক করতে পারলেও আপনার ফিঙ্গারপ্রিন্ট নকল করা তো সম্ভব না।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

ফ্যাসিয়াল রিকগনিশন

ফিঙ্গারপ্রিন্টের মতো ফ্যাসিয়াল রিকগনিশনও খুবই নিরাপদ একটি স্মার্ট লক ব্যবস্থা। খুবই সহজ এই নিরাপদ ব্যবস্থা প্রযুক্তিকে সত্যই নিয়ে গেছে আরও কয়েকগুণ উপরে।

মুঠোফোনে নিরাপত্তা

প্রযুক্তির উন্নতির সাথে সাথে মোবাইল ফোনগুলো এতটাই ক্ষমতা সম্পূর্ণ হচ্ছে যে আপনি প্রায় সব ধরনের কাজ করতে পারবেন ছোট এই ডিভাইসটির মাধ্যমে। কিন্তু সব কাজ করতে পারলেও নিরাপত্তার বিষয়টি কিন্তু খুব স্বাভাবিকভাবেই এসে যায়।

Source: images.google.com

কারণ প্রযুক্তিগত উন্নতির এই সময়ে হ্যাকারা ওঁত পেতে বসে আছে আপনার ব্যক্তিগত সকল ডাটা চুরি করার জন্য। কিন্তু ট্রু কি (True key) অ্যাপসটির ফলে আপনি আপনার মোবাইল ফোনের নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করতে পারবেন।

স্মার্ট হোমে সর্তকতা নিশ্চিতকরণ

স্মার্ট হোম সম্পর্কে তো সবার ধারণা আছে যাদের নেই তাদের উদ্দেশ্য বলছি এটি এমন একটি ডিজিটাল সিস্টেম বা ব্যবস্থা যার মাধ্যমে আপনি আপনার মুঠোফোনের মাধ্যমেই ঘরের কম্পিউটারাইজড প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন যেকোনো জায়গা থেকে। তবে আধুনিক এই ব্যবস্থার নিরাপত্তাও অনেক যেমন আপনার ঘরে অপরিচিত কেউ ঢুকতে চাইলে এই স্মার্ট হোমের স্মার্ট লক সিস্টেম আপনাকে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাঠাবে যা আপনার পারিবারের নিরাপত্তা নিশ্চিত করে।

Source: images.google.com

এছাড়াও ঘরের মধ্যে অনাকাঙ্খিত কোনকিছু ঘটলেও বিভিন্নভাবে এটি আপনাকে সতর্কতা পাঠাবে আপনি যেখানেই থাকেন না কেন।

স্মার্ট লকে নিরাপত্তা

উন্নতমানের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য রাখার ফলে স্মার্ট লক এখন কম্পিউটার, ল্যাপটপ, কারসহ অনেক যন্ত্রাংশে যুক্ত হচ্ছে। এছাড়াও এখন স্মার্ট লকে যুক্ত হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, ফ্যাসিয়াল রিকগনিশন সহ আরও অত্যাধুনিক সব প্রযুক্তি যা নানাভাবে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে সদা প্রস্তুত।

ওয়্যারলেস চার্জিং

চার্জিং ডিভাইস বা যন্ত্রাংশ যেমন মোবাইল, ল্যাপটপ ইত্যাদি। এসব যন্ত্রাংশে ওয়্যারলেস চার্জিং যুক্ত হওয়ার ফলে নিরপত্তা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। কারণ সাধারণ চার্জিং এ অদ্ভুত সব চার্জার ব্যবহারের ফলে বিভিন্ন সমস্যাগুলোর মধ্যে বিদ্যুতের ঘাটতি হলেই ঘটতে পারে নানা বিপদ এমনকি আপনার যন্ত্রটি নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে আপনি এই ত্রুটি থেকে থাকতে পারছেন সম্পূর্ণ নিরাপদে।

Source: images.google.com

ওয়্যারলেস চার্জিং মূলত ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরির মাধ্যমে বিদ্যুত প্রদান করে নির্দিষ্ট যন্ত্রাংশে। ফলে কোনো তার লাগে না চার্জিংয়ের ক্ষেত্রে। নিরাপত্তার এই দিকটি বিবেচনা করে এখন প্রায় সব বড় বড় প্রযুক্তিক কোম্পানিগুলো তাদের ডিভাইসে যুক্ত করছে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি।

নিরাপদ ব্যাংকিং ব্যবস্থাপনা

অনলাইন ব্যাংকিং ব্যবস্থাপনায় নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে আগে দেখা হয়। কারণ এখানে হ্যাকারা সুযোগ খুঁজতে থাকে কিভাবে আপনার এই সিস্টেমকে তারা হ্যাক করতে পারে। মূলত ইউজার নেম এবং পাসওয়ার্ড হ্যাক করার মাধ্যমেই হ্যাকার আপনার ব্যাংক একাউন্টটি নিজের করে নেয়। কিন্তু এই সুযোগ আর থাকছে না হ্যাকারদের কারণ অনলাইন ব্যাংকিং ব্যবস্থাপনায় এখন ইউজার নেম ও পাসওয়ার্ডের সাথে যুক্ত হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফ্যাসিয়াল রিকগনিশন।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
Source: images.google.com

ফলে আপনি সম্পূর্ণ নিরাপদে থাকতে পারছেন অনলাইন ব্যাংকিং সিস্টেম নিয়ে। প্রযু্ক্তির আধুনিকায়নের ফলে বেশ কিছু ডিভাইস কিংবা সিস্টেমে নিরাপত্তা নিশ্চিত হলেও এখনো বেশ কিছু জায়গায় প্রযুক্তিগত নিরাপত্তা ধরাছোঁয়ার বাইরে। তবে একমাত্র এবং কেবলমাত্র আপনার সচেতনতাই পারে পরিপূর্ণ প্রযুক্তিক নিরাপত্তা নিশ্চিত করতে। তাই এখনেই উত্তম সময় প্রযুক্তির ব্যবহারে সচেতন হওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *