উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া স্নাতক ও স্নাতকোত্তরে বৃত্তি দেয়। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেফ ইনস্টিটিউশন এ সুযোগ দিচ্ছে। এ বৃত্তির কেতাবি নাম অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় অস্ট্রেলিয়ার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ার সুযোগ মেলে। এগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, ম্যাককুয়েরি বিশ্ববিদ্যালয় ও সিডনি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
Australia Awards Scholarships
About Australia Awards Scholarships
Australia Awards Scholarships are long-term awards administered by the Department of Foreign Affairs and Trade.
They aim to contribute to the development needs of Australia’s partner countries in line with bilateral and regional agreements.
They provide opportunities for people from developing countries, particularly those countries located in the Indo-Pacific region, to undertake full time undergraduate or postgraduate study at participating Australian universities and Technical and Further Education (TAFE) institutions.
The study and research opportunities provided by Australia Awards Scholarships develop the skills and knowledge of individuals to drive change and contribute to development in their own countries.
Benefits
Australia Awards Scholarships are offered for the minimum period necessary for the individual to complete the academic program specified by the Australian higher education institution, including any preparatory training. The following benefits generally apply:
- full tuition fees
- return air travel–payment of a single return, economy class airfare to and from Australia, via the most direct route
- establishment allowance–a once only payment as a contribution towards accommodation expenses, text books, study materials
- Contribution to Living Expenses (CLE) – a fortnightly contribution to basic living expenses paid at a rate determined by the department.
- Introductory Academic Program (IAP)–a compulsory program prior to the commencement of formal academic studies covering information on living and studying in Australia
- Overseas Student Health Cover (OSHC) for the duration of the award (for award holder only)–provided to cover the scholar’s basic medical costs (with the exception of pre-existing conditions)
- Pre-course English (PCE) fees–if deemed necessary PCE may be available for students for in-country and/or in-Australia training
- supplementary academic support may be available to ensure a scholar’s academic success or enhance their academic experience
- fieldwork (for research awards and Masters by coursework which have a research component where fieldwork is compulsory) may be available for eligible research students for one return economy class airfare via the most direct route to their country of citizenship or within Australia.
Award conditions
Applicants who want to accept an Australia Awards Scholarship will need to sign a contract with the Commonwealth of Australia declaring that they will comply with the conditions of the scholarship.
Scholars are required to leave Australia for a minimum of two years after completing their scholarship. Failure to do so will result in the scholar incurring a debt for the total accrued cost of their scholarship.
How to apply
Information on how to apply for an Australia Awards Scholarship.
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের সুবিধা—
- টিউশন ফি ছাড়াই পড়ার সুযোগ মিলবে;
- নিজ দেশ থেকে যাতায়াতের জন্য বিমানে ইকোনমি ক্লাসের টিকিট;
- বাসস্থানের জন্য এককালীন ভাতা;
- বই ও শিক্ষা উপকরণের ভাতাও মিলবে;
- পড়ার বিষয় ও বিভাগ অনুযায়ী অস্ট্রেলিয়াতে বসবাসের খরচ;
- স্বাস্থ্যসেবা ও চিকিৎসা ব্যয়;
- অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিক্ষা কোর্স, একাডেমিক সহায়তা, মাঠপর্যায়ের কাজ ও পুনর্মিলনীর জন্য বিমান ভাড়ার সুবিধাও আছে।
আবেদনের যোগ্যতাগুলো—
- অংশগ্রহণকারী দেশগুলোর স্থায়ী নাগরিক হতে হবে;
- অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের স্থায়ী নাগরিক হওয়া যাবে না;
- বয়স ১৮ বছরের বেশি হতে হবে;
- ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
- আইইএলটিএসে স্কোর ৬.৫, টোয়েফল–আইবিটিতে স্কোর ৭৮, পিটিই স্কোর ৫৪ থাকতে হবে;
- এ বৃত্তির অধীনের বিশ্ববিদ্যালয়গুলোয় পড়ার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করা;
- অস্ট্রেলিয়ার ভিসার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করতে হবে।
আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।