একটা CV আপনি এবং আপনার ক্যারিয়ারের প্রতিফলন কিংবা নিজেকে উপস্থাপনও বলতে পারেন। আপনি কি মনে করেন একটা CV তৈরী করা অত্যন্ত সহজ একটি কাজ? মনে রাখবেন একটা CV আপনার কাজের এবং আপনার যোগ্যতার সারসংক্ষেপ। আমরা বিভিন্নভাবে CV লিখতে অভ্যস্ত কিন্তু কোন CV কোন ক্ষেত্রের জন্য সেটা বুঝতে ভুল করি। আসুন,আজ আমরা ৩ টি সাধারণ CV Format শিখব।
Chronological CV
Chronology বলতে সময়ানুক্রমিক কোন কিছু বুঝায়। এই CV এর ক্ষেত্রে আপনি শুরু করবেন আপনার বর্তমান জব স্ট্যাটাস দিয়ে এবং ধীরে ধীরে অতিতের স্ট্যাটাস লিখবেন। এটা যেকোন চাকুরীর CV এর ক্ষেত্রে প্রযোজ্য। এই ধরণের CV ই চাকুরীদাতারা দেখতে চান। তবে এই ধরণের CV শুধুমাত্র তাদের জন্য যাদের Work History যথেষ্ট বড়। Chronological CV র work history তে বছর এবং মাসগুলো হাতের বামপাশে স্থান দিবেন তারপর আপনার পূর্বের কাজের কোম্পানির নামধাম, আপনার পদমর্যাদা একটা বক্সে টাইটেল দিয়ে লিখবেন।
Functional CV
যেসব কাজ আপনি আগে করেন নি অথচ আপনি করতে পারবেন কিংবা ঐ ব্যাপারে আপনার যথেষ্ট দক্ষতা আছে সেসব কিছুকে তুলে ধরা হয় Functional CV তে। আপনি সবচেয়ে ভাল কী পারেন কিংবা কোন কাজে আপনার দখতা চুড়ান্ত তা ভেবে বের করুন এবং তা এমনভাবে CV তে লিখুন যেন সেটা আপনার কাঙ্ক্ষিত চাকুরীটিতে apply করতে পারেন। যেমন আপনি ভাল প্রোগ্রামিং করতে পারেন, কোন একটা ভাষায় আপনি খুব সহজে বলতে ও লিখতে পারেন, আপনি কোন একটা যন্ত্র ভাল বাজাতে পারেন ইত্যাদি।
যারা গ্র্যাজুয়াশন করেছেন মাত্র এবং কোন একটা বিশেষ প্ল্যাটফর্মে দক্ষতা, আপনার ক্যারিয়ারকে নিয়ে যাবে অন্য উচ্চতায়।
Combination CV
যেকোন চাকুরীদাতাই আবেদনকারীর CV তে একটা জিনিস সবার আগে দেখতে চান তা হল- তাদের কোম্পানি সম্পর্কে আবেদনকারী কতটুকু জানেন। একটি Combination CV তে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কী কী অ্যাওয়ার্ড জিতেছেন তাও লিখেন। যেহেতু একজন চাকুরীদাতা আশা করেন সেহেতু আপনি অবশ্যই আপনার CV তে ঐ কোম্পানী সম্পর্কে যা জানেন তা লিখবেন। যারা Recent graduate তারা যদি কোন কাজের solid evidence দেখাতে পারেন তবে তা আরো বেশি গ্রহণযোগ্য হবে চাকুরীদাতার কাছে।
যত্ন করে CV লিখুন এবং ক্যারিয়ার সাজান মনমত করে।
Ami Abar Honours pass korlam. Akta cv lekha joruri. Akta cv likhe dile Valo hoi.
wants be a good carirear
Amr Ekta cv kore diben.
Fazil(BA)complete
thanks
Very informative article. thanks for sharing………..
উদাহরণ দিয়ে পোস্ট করলে ভাল হত
We will do…. keep in touch
Thanks! We will do……..!!! Stay tuned