আব্রাহাম লিঙ্কন শুধু আমেরিকার নয়, পৃথিবীর ইতিহাসে যে ক’জন মানবতাবাদি গণতন্ত্রকামী মহান রাষ্ট্রনায়ক জন্মগ্রহণ করেছিলেন তিনি তাদের অন্যতম। আব্রাহাম ছিলেন আমেরিকান ১৬তম প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের অখন্ডতা এবং মানুষের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্যই সংগ্রাম করেছেন তাই নয়, অজস্র কাজের মধ্যে মানুষের মর্যাদার দিগন্তকে প্রসারিত করেছেন।
তার বয়স যখন ২১ বছর বয়স তখন তিনি ব্যবসায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
এর পরের বছর আইন সভার নির্বাচনে পরাস্ত হন।
আবারো ব্যবসার কার্যক্রম তিনি শুরু করে ঠিক দু’বছর পর ২৪ বছর বয়সে তিনি পুনরায় ক্ষতিগ্রস্ত হন।
এরপর স্ত্রী মেরীর সমর্থনে রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করলেন।
কংগ্রেসের নির্বাচনে পরাস্ত হন ৩৪ বৎসর বয়সে। ৪৫ বৎৎসর বয়সে হারলেন সাধারণ নির্বাচনেও।
ভাইস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টায় ব্যর্থ হলেন ৪৭ বৎসরে।
সিনেটের নির্বাচনে আবার হারলেন ৪৯ বৎসর বয়সে।
অবশেষে ৫২ বৎসরে এসে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
এত ব্যর্থতার পর তিনি রাজনীতি ছেড়ে দিতে পারতেন। কিন্তু তিনি পরাজয়কে সমাপ্তি না করে সাফল্যকে ধরতে এগিয়ে গিয়েছিলেন এবং সাফল্যকে শুধু ছিনিয়ে আনেননি কালজয়ী ইতিহাস সৃষ্টি করেছেন