আমেরিকায় ICSP স্কলারশিপের সুযোগ- সর্বোচ্চ ২২ লাখ টাকার বৃত্তি

আমেরিকার ইউনিভার্সিটি অব ওরিগনে পড়াশোনার জন্য স্কলারশিপ আহবান করেছে। আর্থিকভাবে সচ্ছল নয় এমন শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য অগ্রাধিকার পাবেন।

ইন্টারন্যাশনাল কালচারাল সার্ভিস প্রোগ্রাম (আইসিএসপি) এই স্কলারশিপের ব্যবস্থা করেছে। আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা শিক্ষার্থী এবং বিভিন্ন কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের কাজ করে সংস্থাটি। যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্যান্য দেশ থেকে ইউনিভার্সিটি অব ওরিগনে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে আইসিএসপি।

যোগ্যতা :
১. ইউনিভার্সিটি অব ওরিগনে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।
২. যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে এমন কেউ অযোগ্য বলে বিবেচিত হবেন।
৩. আর্থিক অসচ্ছলতার বিবরণ দিতে হবে।
৪. সর্বনিম্ন জিপিএ ৩.০ থাকতে হবে।
৫. অধ্যয়নরত অবস্থায় বছরে সর্বনিম্ন ৮০ ঘণ্টা সাংস্কৃতিক কাজে ব্যয় করার মানসিকতা থাকতে হবে।

ডেডলাইন : ১৫ জানুয়ারি ২০১৬।

অর্থের পরিমাণ : মোট টিউশন ফির একটি অংশ দেওয়া হবে। টাকার পরিমাণ ৯ হাজার থেকে ২৭ হাজার ডলার পর্যন্ত। যা বাংলাদেশী টাকায় ৭ থেকে ২২ লাখ টাকা।

ICSP SCHOLARSHIPS

 INSTRUCTIONS FOR APPLYING TO THE INTERNATIONAL CULTURAL SERVICE PROGRAM 2016-17

International students who demonstrate financial need and exceptional merit may apply for the International Cultural Service Program (ICSP). Selected ICSP students receive a tuition-waiver scholarship ranging from $9,000 – $27,000. ICSP students agree to complete 80 hours per year of cultural service as required by the program. Cultural service can include speaking or giving demonstrations to schools or community groups about the heritage and culture of your country or participating in international events on campus.

SELECTION
The following criteria are used to select the successful candidate:

  1. Demonstrated financial need
  2. Experience participating in cultural activities
  3. Demonstrated performance and presentation skills
  4. Strong academic records
  5. Strong communication skills

DEADLINE
Applications and supporting materials must be submitted to International Affairs on or before January 15, 2016.  Documents sent to the Admissions Office will not be accepted for your ICSP application.

ELIGIBILITY

  1. Applicants must be admissible or fully admitted to the University of Oregon. New students must apply for admission to the UO for 2016-17 by January 15, 2016. To apply for admission go to http://admissions.uoregon.edu/international/index.html.
  2. Applicants cannot be U.S. citizens, U.S. permanent residents, or eligible to receive U.S. federal financial assistance.
  3. Applicants must demonstrate financial need and meet the minimum 3.0 cumulative GPA requirement.

APPLICATION
Late or incomplete applications will not be considered. Completed ICSP application materials must submitted on or before January 15, 2016.

Completed applications must include ALL of the following and be submitted to the office of International Affairs:

  1. Click here to submit an Application for 2016-17. (This form is best viewed using Firefox internet browser) We recommend that before starting you read through all of the questions carefully. The form cannot be saved for future use and there are several required attachments. Please be sure you have all attachments and answers ready before beginning. Including…
    • Presentation materials The selection committee is very interested in the types of presentations you are able to make. Describe topics you are prepared to address as you represent your country and cultural background. Include a list of the materials you need to illustrate your talk (ie. slides, photographs, instruments, national dress, artifacts, etc.).
    • Two-page personal biography The biography should be in the form of an essay and not a listing of facts. It should include information concerning your background, future goals, education, influential experiences and special interests.
  2. Two recommendation forms. You are responsible for making sure that your recommendations are submitted in English on or before January 15, 2016. Please be sure that your recommender uses the same name that is on your ICSP application. Recommendation letters submitted to the office of Admissions can NOT be used for your ICSP Application.

• PROBLEMS SUBMITTING YOUR APPLICATION ONLINE?
If you are unable to submit this form online please contact us at [email protected], or call us at 541.346.3206.

 

16 Comments

Leave a Reply
  1. এটি কি অনার্সে অধ্যয়নরত দের ক্ষেত্রে প্রযোজ্য হবে? নাকি অনার্স পাশ লাগবে।

    • যোগ্যতা :
      ১. ইউনিভার্সিটি অব ওরিগনে ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।
      ২. যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে এমন কেউ অযোগ্য বলে বিবেচিত হবেন।
      ৩. আর্থিক অসচ্ছলতার বিবরণ দিতে হবে।
      ৪. সর্বনিম্ন জিপিএ ৩.০ থাকতে হবে।
      ৫. অধ্যয়নরত অবস্থায় বছরে সর্বনিম্ন ৮০ ঘণ্টা সাংস্কৃতিক কাজে ব্যয় করার মানসিকতা থাকতে হবে।

  2. আমি HSC 2nd year এ পরছি. আমিও কি apply করতে পারব? কিভাবে? OU no. কিভাবে পাব?

  3. মাদ্রাসা বোর্ডের ছাত্ররা আবেদন করতে পারবে কি,,? আমি বর্তমানে কলজে অনার্স ১ম বর্ষের আছি, বয়স ২০+,,, বয়সের সিমাব্ধতা আছে কি,,,?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *