Courtsy : Akm Wahiduzzaman
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের মত ক্ষুদ্র একটা দ্বীপরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ চীন ও উত্তর-পূর্ব এশিয়া দখল করে ভারতে পৌছে গিয়েছিল, পুরো প্রশান্ত মহাসাগর জুড়ে জাপানী নৌবাহিনী মার্কিন নৌবাহিনীকে দাবড়ে বেড়িয়েছে। তাদের এই শক্তির উৎস ছিল এডমিরাল ইয়ামামোতোর আগ্রাসী ও কৌশলী রণনীতি। ১৯৪৩ সালে যুক্তরাষ্ট্র এডমিরাল ইয়ামামোতোকে বহনকারী বিমান আক্রমণ করে তাকে হত্যার পর শুরু হয় জাপানের পতন।
সেনাবাহিনী কাদের নিয়ে গঠিত, কত সৈন্য আছে সেটা কোন বিষয় না। বিষয় হচ্ছে- সেনাপতি কে? মহাবীর Alexander the Great বলে গেছেন, “ভেড়ার সেনাপতিত্বে সিংহবাহিনীকে আমি ভয় পাই না, আমি বরং ভয় পাই সিংহের সেনাপতিত্বে ভেড়ার বাহিনীকে।I am not afraid of an army of lions led by a sheep; I am afraid of an army of sheep led by a lion.”
স্পার্টাকাস থেকে শুরু করে যোখার দুদায়েভ পযর্ন্ত এমন অনেক সিংহের নেতৃত্বে ভেড়ার পালের বীরত্বগাঁথা ইতিহাসে রয়েছে।