এনড্রয়েড ফোনের কয়েকটি কমন সমস্যা ও তার সমাধান

আমাদের সকলের এওন্ড্রয়েড ফোনে কিছু না কিছু সমস্যা দেখা দেয় মাঝে মাঝে। হোক তা ব্যাটারির বা ইন্টারনেট সংযোগে ধীরভাবে কর্ম দক্ষতা প্রকাশের ক্ষেত্রে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

. মুমূর্ষ ব্যাটারি

এই সমস্যাটি প্রায় সকল এন্ড্রয়েডধারীদেরই মোটামোটি সম্মুখীন হতে হয়। এর সমধানে আপনি আপনি আপনার লোকেশন ও ব্রাইটনেস পরিবর্তন করে ব্যাটারির আয়ু বাড়তে পারেন।

সেটিংস মেনুতে যান। লোকেশনে ক্লিক করুন ও ব্যাটারি সেইভিং মুড নির্বাচন করুন। আর ব্রাইটনেসের সমস্যা সমাধানে আপনি অটো ব্রাইটনেস অপশনটি পরিহার করুন। কিছু কিছু ফোনে আপনি আবার এক্সট্রা ব্যাটারি সেইভ লাইফ অপশনটি পেতে পারেন।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

. কর্ম দক্ষতা যখন কমে যায়

ফোন অস্বাভাবিক ভাবে অনেক সময় ধীরে কাজ করা শুরু করে যখন আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়। এক্ষেত্রে অব্যবহৃত অ্যাপস, ছবি ডিলিট করুন কিংবা সে গুলোকে সরিয়ে ফেলতে পারেন cloud কিংবা microSD card এ। যে অ্যাপসটি আপনি ব্যবহার করছেন না তা শুধু শুধু চালু রাখা উচিত না। তাছাড়া apps cache ডিলিটের ব্যাপারেও লক্ষ্য দিতে হবে। এ জন্য আপনি সেটিংসে গিয়ে apps অপশনে যাবে। সেখানে ১ টি নির্দিষ্ট অ্যাপস নির্বাচন করে ঐটার apps cache অপশনটিতে ক্লিক করুন।

 

আরো সুবিধা পেতে চাইলে গুগল প্লে স্টোর হতে  App Cache Cleaner and Clean Master অ্যাপস গুলো নামিয়ে ফেলতে পারেন তারাই নিজ দায়িত্বে cache ডিলিটের কাজ করে দিবে।

.Connectivity সমস্যা

আপনি যদি দেখছেন যে আপনি ব্লু-টুথ, Wi-Fi বা যে কোনো নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনে ব্যররথ হচ্ছেন তবে airplane মুডটি চালু করেন ৩০ সেকেন্ডের জন্য। পরে আবার সংযোসগ স্থাপনের জন্য চেষ্ঠা করুন।

এর পরও যদি সমস্যার সমাধান না হয় তবে সেটিংসে গিয়ে ব্লু-টুথ বা Wi-FiDevice এর রিপেয়ার করাতে পারেন।

.Syncing error

আপনার ফোনে অনেক সময় একাধিক অ্যাপস এক সাথে কাজ চালিয়ে যেতে পারে। যেটাকে মূলত sync বলে। এক্ষেত্রেয়াপনি যদি কোনো প্রকার সমস্যার সমুখীন হোন, হতে পারে আপনি বিফল হচ্ছেন বার বার কোনো একাউন্টে প্রবেশ করতে। তখন প্রথমে চেক করে নিন যে আপনার ইন্টারনেট সংযোগ দেয়া আছে কিনা। পরে বার বার চেক করে নিন যে আপনার পাসওয়ার্ড ঠিক আছে কি না।

এর পরেও সমস্যা? তাহলে উত্তম পন্থা হল নতুন আরেকটি একাউন্ট খুলে ফেলা।

.Apps দের মধ্যে যখন সংঘর্ষ বাঁধে

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Apps crash এর ঘটনা প্রায়শই ঘটে থাকে। আপনার ফোনে কি এমন কোনো অ্যাপস আছে যা আপনারকে আপনার ফোনের আপডেট জানাবে নিয়মিত? যদি না থাকে তবে এখুনি নামিয়ে ফেলুন।

Multitask মেনুতে আপনি running অ্যাপস সরিয়ে নিতে তা পুনরায় অন করুন। দেখুন পদ্ধতি কাজে দেয় কিনা।

. ঝুলন্ত(hang) স্ক্রিন

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

আপনার এমনকি আমারও মনে হয় ফোনটাকে ছুঁড়ে ফেলে দেই যখন এর স্ক্রিন ঝুলে থাকে তথা hang বা unresponsive স্ক্রিনে পরিণত হয়। আসুন ধৈর্য ধরি। কারণ এ ক্ষেত্রে আতঙ্কিত হয়ে কোনো লাভ নি। অনেক সময় restart এ ই কাজ হয়ে যায়। এখন আপনি যদি আপনার প্রিয় ফোনটিকে রাগের বশে আছাড় মারেন কিংবা পানিতে ফেলে দেন তো আপনাকে আরো প্যাঁড়া সহ্য করতে হবে। এর চেয়ে Restart দেয়া নিশ্চয় সহজ কাজ!

ফোন অফ করে পুনরায় চালু করার জন্য ১ বা ২ মিনিট একটু অপেক্ষা করুন।ধন্যবাদ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *