ওয়ানডে ক্রিকেটে ২৪ টি বিশ্ব রেকর্ড!!

ওয়ানডে ক্রিকেটে ২৪ টি বিশ্ব রেকর্ড!!

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

১. এটা প্রায় সবাই জানেন এক দিনের ক্রিকেটে সব থেকে বেশি রানের মালিকের নাম শচীন রমেশ টেন্ডুলকার । ৪৫২ টা ইনিংসে ১৮৪২৬ রান করেছেন শচীন ।

২. একদিনের ক্রিকেটে সব থেকে বেশি উইকেটের মালিক মুথিওয়া মুরালীধরন। ৩৫০ ম্যাচে ৫৩৪টা উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার।

৩. সব থেকে বেশি ক্যাচ শ্রীলঙ্কারই মাহেলা জয়বর্ধনের। ওয়ানডেতে ক্যারিয়ার ২১৮টা ক্যাচ লুফেছেন তিনি।

৪. একদিনের ক্রিকেটে সব থেকে বড় রানের দলগত ইনিংস শ্রীলঙ্কার। ২০০৬ সালে নেদারল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে ৪৪৩ রান করে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

৫. সব থেকে বড় মার্জিনে জয়ের রেকর্ড নিউজিল্যান্ডের। ২০০৮ সালে আয়ারল্যান্ডকে (১১২) রানে অলআউট করে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। ২৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল (৪০২) রান।

৬. একটানা সব থেকে বেশি ২১ ম্যাচে জয়ের বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে এই রেকর্ড হয়। ক্রিকেটে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্টেলিয়া।

৭. একটানা সব থেকে বেশি ম্যাচে হারার রেকর্ড বাংলাদেশের। অক্টোবর ১৯৯৯ থেকে অক্টোবর ২০০২ পর্যন্ত ২৩টা এক দিনের ম্যাচ টানা হেরেছিল বাংলাদেশ।

৮. সব থেকে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড দক্ষিণ আফ্রিকার। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরে ব্যাট করে ৯ উইকেটে ৪৪৩ রান চেজ্ঞ করে জিতেছিল তারা।

৯. এক ইনিংসে সব থেকে কম রানের রেকর্ড জিম্বাবোয়ের। হারারেতে ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৫ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।

১০. এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড রোহিত শর্মার দখলে। ২০১৫ সালে কলকাতায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলেন রোহিত। ওয়ানডেতে একমাত্র ক্রিকেটার হিসাবে তিনি তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মা।

১১.এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড় এবি ডি ভিলিয়ার্সের দখলে। ৫৪.৫৬ গড় নিয়ে এখনও খেলছেন তিনি। ক্রিকেটের ব্যাকরণ বহির্ভূত ক্রিকেট খেলার জন্য তিনি 360 ডিগ্রি ব্যাটসম্যান হিসাবে পরিচিত।

১২. সব থেকে বেশি স্ট্রাইক রেট অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের। ১২৫.৪৫। বিশাল বিশাল ছক্কা মারার জন্য বিখ্যাত অস্ট্রেলিয়ার এই মারকুটে ব্যাটসম্যান।

১৩. ওয়ানডে ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরির মালিক শচীন রমেশ টেন্ডুলকারের । ৪৯ টা ওয়ানডে সেঞ্চুরির মালিক শচীন । এই ছাড়াও শচীন টেন্ডুলকার ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান যিনি ক্রিকেট এর সব ফরম্যাট মিলিয়ে একশটি সেঞ্চুরির মালিক তিনি।

১৪. একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশী (96) টা অর্ধশত এর মালিক রেকর্ডের বরপুএ শচীন টেন্ডুলকার।

১৫. দ্রুততম 50 রানের মালিক সাউথ আফ্রিকার ড্যাশিং ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তিনি মাএ 16 বলে এই অর্ধশত রান করেন।

১৬. দ্রুততম শতরানের এর মালিক ও এবি ডি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ বলে শতরান করেন তিনি।

১৭. ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি ক্রিস গেইলের। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেন গেইল।

১৮. এক দিনের ম্যাচে সব থেকে বেশি ৩৫১টা ওভার বাউন্ডারি মেরেছেন শাহিদ আফ্রিদি। ছক্কা মারার জন্য বিখ্যাত এই ক্রিকেটারকে বুম বুম আফ্রিদি নামে ডাকা হয়।

১৯. ওয়ানডেতে সবচেয়ে বেশী 452 টা বাউন্ডারি মেরেছেন রেকর্ড এর বরপুএ শচীন।

২০.এক ইনিংসে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড এক সঙ্গে তিন জনের দখলে। রোহিত শর্মা, এবি ডি’ভিলিয়ার্স এবং ক্রিস গেইল- এই তিন জনেরই এক ইনিংসে ১৬টা করে ওভার বাউন্ডারির রেকর্ড আছে।

২১. এক ইনিংসে সব থেকে বেশি ৩৩টা বাউন্ডারির রেকর্ড রোহিত শর্মার। ২০১৫ সালে ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি এই রেকর্ড গড়েন ভারতীয় এই ওপেনার।

২২. এক দিনের ম্যাচে সব থেকে বড় পার্টনারশিপের রেকর্ড ক্রিস গেইল আর মার্লন স্যামুয়েলসের।২০১৪ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ৩৭২ রানের জুটি গড়েছিলেন এই দু’জন।

২৩. এক ইনিংসে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড শ্রীলঙ্কার চামিন্ডা বাসের। ২০০১ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৯ রান দিয়ে ৮ উইকেট নেন তিনি।

২৪. এক ইনিংসে সব থেকে বেশি বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। ১৩ বার এই নজির গড়েছেন তিনি।

Written By:

Mohammad Ali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *