ডেডলাইন: জুন ১, ২০১৬
স্থান: গ্রানাডা,ওয়েস্ট ইন্ডিজ
ধরণ: Fullfree Scholarship
গ্রানাডার সেন্ট জর্জ’স বিশ্ববিদ্যালয় ষাটটি পূর্ণ শিক্ষাবৃত্তির ফান্ডিং করছে। যার আওতায় পড়বে গ্রানাডার স্নাতক এবং স্নাতকপূর্ব উভয় পর্যায়ই। কমনওয়েল্থভুক্ত দেশের আবেদনকারীরা এ সকল বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়টির মূল লক্ষ্য হচ্ছে মানসম্মত এবং কার্যকরী শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম নিশ্চিত করা যা কিনা শিক্ষার্থীদের পরিবর্তনশীল চাহিদার সাথে খাপ খাওয়াতে পারে।
♦Study Subject:
যেসকল অনুষদগুলোতে বৃত্তি প্রদান করা হয় :
- স্কুল অব মেডিসিন
- স্কুল অব ভেটেরিনারি মেডিসিন
- বিজ্ঞান এবং কলা
- স্নাতক শিক্ষা
♦List Of Subjects:
- Medical Program (Doctor of Medicine);
- Premedical Program;
- Public Health – Medicine;
- Research – Medicine;
- Veterinary Medical Program (Four-Year Doctor of Veterinary Medicine);
- Preveterinary Medical Program;
- Public Health – Veterinary Medicine;
- Research – Veterinary Medicine;
- Business – Graduate.
♦ Undergraduate Subjects:
-
- Department of Biology, Ecology, and Conservation
- Department of Business and Management Studies
- Department of Computers and Technology
- Department of Humanities and Social Sciences
♦ বৃত্তির মূল্যমান:
গ্রানাডার সেন্ট জর্জ’স বিশ্ববিদ্যালয়ে শিক্ষারত কমনওয়েল্থভুক্ত দেশের নাগরিকদের মধ্য থেকে ষাটজনকে পূর্ণ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। বৃত্তি শুধুমাত্র শিক্ষাক্ষেত্রেই প্রদান করা হবে।
♦ যোগ্যতা:
বৃত্তি লাভ করতে হলে অবশ্যই নিম্নলিখিত মানদন্ডগুলো পূরণ করতে হবে:
- বৃত্তি কেবলমাত্র কমনওয়েল্থভুক্ত দেশে বাসকারী নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।
- বৃত্তি লাভকারী যেন অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত হন।
- আবেদনকারীকে থাকা এবং যাতায়াত সংক্রান্ত ব্যয় ব্যক্তিগতভাবে কিংবা বিকল্প উপায়ে বহন করতে হবে।
♦ জাতীয়তা: উন্নয়নশীল কমনওয়েল্থভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
( অ্যাঙ্গোলা, এন্টিগা এন্ড বারবুডা, বাংলাদেশ, বার্বাডোজ, বে
আবেদনপ্রকিয়া:
সম্পূর্ণ পূরণকৃত এবং স্বাক্ষরিত আবেদনপত্রটি অনুচ্ছেদসহ পোস্টের মাধ্যমে বা Fax. Application Form এর মাধ্যমে প্রদান করতে হবে।
Visit Official Site: sgu.edu/life-at-sgu/index.html