কার্বন XPRIZE প্রতিযোগিতায় ফাইনালে এক্স কুয়েটিয়ান ডঃ কিবরিয়ার টিম CERT

Image result for CERT team advances to finals of Carbon XPRIZE

টরেন্টো ইউনিভার্সিটির CERT ইঞ্জিনিয়ারিং টীম (লীড করছেন আলেক্স আইপি, ECE Phd 1T5)। এবারের আন্তর্জাতিক “NRG COSIA Carbon XPRIZE”  প্রতিযোগিতায় একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি থেকে সেরা পাঁচটি টিমের মধ্যে অন্যতম টিম CERT . XPRIZE প্রতিযোগিতা থেকে টিম CERT $৭.৫ মিলিয়ন ডলার ঘরে আনার আশা করছে , তাদের কার্বন- ক্যাপচার এবং কনভার্সন টেকনোলজি এর জন্য।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

এই টিমের অন্যতম মেম্বার বাংলাদেশের গর্ব এক্স কুয়েটিয়ান ডঃ কিবরিয়া

Image may contain: 2 people, people standing, sunglasses, ocean, sky and outdoor

 

ইউ অফ টি (U of T) এর টিমটি কাজ করছে গ্রীন হাউস গ্যাসকে ক্যাপচার করে এবং  রিসাইকেল করে গুরুত্বপূর্ণ কেমিক্যালে রূপান্তরিত করা নিয়ে , তাদের এই অনবদ্য কাজের জন্য তারা  “NRG COSIA Carbon XPRIZE”  প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে সেরা ৫ এ জায়গা করে নিয়েছেন।প্রতিযোগিতাটির উপপাদ্য হলো, পাওয়ার প্লান্ট থেকে নিঃসরিত কার্বন ক্যাপচার করে  সহজভাবে গুরুত্বপূর্ণ কেমিক্যাল প্রোডাক্টে পরিণত করা। নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত ফিউচার অফ এনার্জি সামিট, ব্লুম্বার্গ নিউ এনার্জি ফিন্যান্স এ ফাইনালিস্টদের নাম প্রকাশ হয়েছে।

CERT, একটি টিম। ২ ডজন বিভিন্ন ডিসিপ্লিন এর রিসার্চাররা কাজ করছেন প্রফেসর টেড সার্জেন্ট (ECE) এবং ডেভিড সিন্টোন (MIE) এর সাথে।  ওয়ার্ল্ডের মধ্যে টপ ফাইভ এর মধ্যে থার্ড CERT এবং ফাইনাল রাউন্ডে রয়েছেন যারা ন্যাচারাল গ্যাস প্লান্ট স্ট্রিম নিয়ে কাজ করছেন।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

৫টি দেশ থেকে ৩৮ টি টিম  যারা এসেছেন একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি থেকে প্রতিযোগিতার  ২৭টি ফিল্ডে অংশগ্রহণ এবং দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই হতে। প্রতিযোগীরা বাদ পরে এখন আছে ৫টি টিম। এবং ফাইনালিস্ট ৫টি টিম কয়লাভিত্তিক প্লান্টের নিঃস্বরণকে ক্যাপচার এবং রূপান্তরিত করা নিয়ে ফিউচার এ কাজ করবে।

বর্তমানে বাৎসরিক, পাওয়ার প্লান্ট থেকে ৩২ গিগা টন জলবায়ুর জন্য ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। নৰায়ণযোগ্য এনার্জি যেমন সোলার, উইন্ড এগুলো কার্বন নিঃস্বরণ অনেক অংশেই কমিয়ে নিয়ে আসিতেছে। ২০২২ সালের মধ্যে নৰায়ণযোগ্য এনার্জি প্লান্ট থেকে ৮০০০ টেরাওয়াটস বিদ্যুৎ প্রতি ঘন্টায় উৎপাদন হবে।  CERT ও এই ট্রেন্ডকে ফলো করে গ্রীন হাউস গ্যাসকে কনভার্ট করে গুরুত্বপূর্ণ কেমিক্যাল রূপান্তরিত করছে। “সার্জেন্ট” কার্বন XPRIZE সম্পর্কে বলেন, বর্তমানের চ্যালেঞ্জকে ডেভেলপমেন্ট পর্যায়ে বাস্তব সল্যুশন হিসাবে আনতে অনুঘটক হিসাবে কাজ করছে। টীম CERT তাদের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যে পৌঁছাতে এবং সাফল্যের দ্বারপ্রান্তে CO^২ কে মূল্যবান প্রোডাক্টে রূপান্তরিত করার সমর্থনের জন্য  সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে।

Related image

CERT টিম বিশেষজ্ঞ ইলেক্ট্রক্যাটালিসিসকে  ডেভেলপ করে ন্যানোপার্টিকেল-বেসড-ক্যাটালিস্টস  তৈরী করতে। যাতে পরিস্কার বিদ্যুৎ ব্যবহার করা হয় CO^২ কে রিসাইকেল করে মূল্যবান প্রোডাক্ট করার জন্য। টিমটি তাদের কাজের এভাবেই করেন, তারা যখন কিলোগ্রাম  CO^২ কে রূপান্তরিত করে তখন ঐ পরিমান  কার্বন মনোক্সাইড পান। যা ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

রাউন্ড ২ তে আমাদের লক্ষ্য ছিল আমাদের টেকনোলজি থেকে মাল্টি- কিলোগ্রাম প্রোডাক্ট  উৎপাদন করা।  এটা ছিল আমাদের জন্য অনেক বড় পদক্ষেপ , কেননা আমরা ল্যাবে গ্রাম পরিমান প্রোডাক্ট নিয়ে কাজ করতাম , বলেন  আলেক্সান্ডার আইপি (পরিচালক, রিসার্চ এবং পার্টনারশীপ, সার্জেন্ট গ্রুপ)। আমাদের টিমটি একটি ব্রিলিয়ান্ট মাইন্ডের কম্বিনেশন যারা ম্যাটেরিয়ালস, মডেলিং এবং সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ দক্ষ। আমরা ক্যাটালিসিস্ট সিলেকশনে আশানুরূপ উন্নতি করেছি।

এই লেভেল পর্যন্ত আসতে গিয়ে CERT গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস এবং ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জকে উৎরাতে ১ বছর সময় লেগেছে।  যেকোনো গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং সমস্যা বয়ে আনে কিছু অনাকাঙ্খিত চ্যালেঞ্জ এবং ক্রিয়েটিভ সল্যুশন বলেন, সিন্টোন।

XPRIZE প্রতিযোগিতা আসলেই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ , CO^২ চ্যালেঞ্জকে সমাধান করার জন্য এই প্রতিযোগিতায় পুরুষ্কার দেওয়া হয়। ২০১৭ সালের ডিসেম্বরে টরন্টোতে XPRIZE জাজ টিম আসেন CERT রাউন্ড ৩ এর জন্য উপযোগী কিনা যাচাই করতে।  তাদের পরিচালনায় রাউন্ড ২জন্য এর  $৮৩৩৩৩৩   সাথে TargetGHG স্ট্রিম ৩ গ্রান্ট এবং $৭৪ মিলিয়ন (অন্টারিও) গ্রীন ইনভেস্টমেন্ট ফান্ড। এগুলা দেখাশুনা করছেন অন্টারিও সেন্টার অফ এক্সিলেন্স(OCE)। কাজটি আরও দেখাশুনা করছেন কুইবেক-বেসড কোম্পানি CO২ সল্যুশন ইনকরপোরেশন। তারা কার্বন ক্যাপচার টেকনোলজি সরবরাহ করে থাকে।

OCE এর সবাই CERT টিমকে নিয়ে খুবই উচ্ছসিত তাদের ফাইনালে যাওয়ার জন্য। পরবর্তীতে, CERT টিম আলবার্টাতে কার্বন ক্যাপচার এন্ড কনভার্সন প্লান্ট করবে। পাঁচটি টিমই দ্বিতীয় রাউন্ডে $২.৫ মিলিয়ন ফান্ডিং পেয়েছে। $৫০০০০০ অ্যাডভান্সড পেয়েছে তাদের সল্যুশনের জন্য। রাউন্ড ৩ বিজয়ী $৭.৫ মিলিয়ন ডলার পাবে। “NRG COSIA Carbon XPRIZE”  তাদের প্রাইজ মানি কিকস্টার্টার এর মাধ্যমে সংগ্রহ করেছে। IP বলেন, তারা একটি রোবাস্ট ইনোভেশন ইকো-সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছেন CO২ কনভার্সনকে ঘিরে।

Image result for CERT carbon conversion

পরিশেষে, IP এই প্রতিযোগিতাকে শুরুর প্রথম ধাপ মনে করেন এবং তিনি মনে করেন ইন্ডাস্ট্রির জন্য তাদের সল্যুশন অনেক পোটেনশিয়াল হবে।

Written By

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Raju Ahmed Rony

Manager, Idea & Innovation, Youth Carnival

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *