কিভাবে ক্যারিয়ার গড়ার পদক্ষেপগুলো সাফল্যের দিকে ধাবিত হয়?

0

14470900_10154600727993910_399753435_n

ক্যারিয়ার গড়ার শর্টকার্ট : সাফল্যের দিকে প্রয়োজনীয় কিছু পদক্ষেপ

আমরা যারা ক্যারিয়ার নিয়ে খুবই বিভ্রান্ত, বুঝতে পারছিনা কি করা উচিত, কিভাবে এগিয়ে যেতে হবে কিভাবে সফল হওয়া যায়……..

question

 

ক্যারিয়ার ডেভেলপমেন্টের প্রথম ধাপ হচ্ছে সেলফ এনালাইসিস বা নিজেকে জানা।  প্রকৃতপক্ষেআমি নিজে কি করতে চাই সেটা জানতে হবে।

উদাহরণ স্বরূপ :
আমি হাইআর স্টাডি করতে চাই?
না আমি বিসিএস করতে চাই?
না আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে চাই?
না আমি উদ্যোক্তা হতে চাই?

এটার উত্তর আমাকে জানতে হবে শুরুতেই। আরো জানতে হবে:
আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি?
আমার কোন দক্ষতা কিসে?
পার্সোনাল ব্র্যান্ডিং করতে আমি প্রস্তুত?
হিউমান নেটওয়ার্কিং ঠিকমতো করছি? (Create Likedin profile)

14182684_10154528019983910_67017872_n
আমার লক্ষ্য কি সঠিক ও ফিউচার প্রুফ?

দ্বিতীয় ধাপ : ক্যারিয়ার সিদ্ধান্তে SWOT এনালাইসিস বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Strength & Weakness = ইন্টারনাল ফ্যাক্টর্স : যেটাতে নিজের কন্ট্রোল আছে,  সঠিক পথে কালচার করতে পারলে সফলতা আসবেই!!!

Opportunity & Threat = এক্সটার্নাল ফ্যাক্টর্স : যেটাতে নিজের কন্ট্রোল নেই, কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল ও ম্যানেজ করা সম্ভব!!!

S = Strength : আমাকে জানতে হবে আমার শক্তি কোথায় এবং কিসে কিসে? আমার শক্তিতে জোর দিতে হবে এবং কালচার করতে হবে। যেটা কিনা আমাকে সফল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শচীন টেন্ডুলকারের শক্তি ক্রিকেটে, মেসির শক্তি ফুটবলে, স্টিভ জবস শক্তি টেকনোলজিতে, তারা তাদের নিজস্ব শক্তিকে কালচার করেছেন বলেই তারা সফল!!!

W = Weakness : কোনো মানুষই পৃথিবীতে পারফেক্ট না। সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। আর আমি যদি নিজের দুর্বলতাকে বড় করে দেখি আর ভাবি এটা আমাকে দিয়ে সম্ভব না তাহলে কখনোই সফল হতে পারবেন না। নিজের দুর্বলতাকে নিজের শক্তি বানান সুষ্ঠ ডেভেলপমেন্ট প্ল্যান দিয়ে । সহজেই সফলতা ধরা দেবে!!!

O = Opportunity : আমাকে এক্সটার্নাল ফ্যাক্টর্স থেকে অপর্চুনিটিগুলোকে জানতে হবে এবং সেই অপর্চুনিটিগুলোকে কাজে লাগাইতে হবে ।

T = Threat : আমাকে এক্সটার্নাল ফ্যাক্টর্স থেকে থ্রেটগুলোকে জানতে হবে এবং সেই থ্রেটগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটার একটা প্ল্যান থাকতে হবে।

14191855_10154527638348910_618223572_o
তৃতীয় ধাপ : ক্যারিয়ার উন্নতিশীল করার আদর্শ উপায় হচ্ছে GROW model

G = Goal : আমি কি চাই ?
R = Reality : আমি এখন কোথায় আছি ?
O = Option : আমাকে কি করতে হবে?
W = will : আমি রিয়েলি কি করবো?

14171966_10154527832083910_1740849780_n

আমরা একটু সময় বের করে এই ধাপগুলো ফলো করে নিজের জন্য কিছু সিদ্ধান্ত নিতে পারি যেটা হবে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড়ো ইনভেস্টমেন্ট !!! যেটার আউটকাম আসবেই………………!!!!

ক্যারিয়ার গোড়ার শর্টকার্ট বলে কিছু নাই, মাত্র কয়েকটি প্রয়োজনীয় পদক্ষেপ অনুসরণ করতে হবে ……………..!!!

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *