প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইয়থ কার্নিভালের উদ্যোগ: ক্যারিয়ার কাউন্সেলিং, লিডার শিপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ

14017688_10208892743409453_135346435_n

ইঞ্জিনিয়ারিং অনুষদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের উদ্যোগে গতকাল ক্যারিয়ার কাউন্সেলিং এবং লিডার শিপ ডেভেলাপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের আয়োজক ছিলেন ইয়থ কার্নিভাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।
ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ের মূল বক্তা ছিলেন জনি মো. শাহিনুর আলম, সিনিয়র সলিউশন ম্যানেজার এল এম এরিকসন, আইয়ারল্যান্ড, ইয়থ কার্নিভালের প্রতিষ্ঠাতা এবং লিডারশিপ ডেভেলপমেন্ট বিষয়ে মূল বক্তা ছিলেন মো. জাহাঙ্গির আলম, ই এইচ এস এ্যাডভাইজার, ক্রিস এ্যানার্জি বাংলাদেশ লিমিটেড, অ্যাডভাইজার ইয়থ কার্নিভাল।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

14030593_10208892744929491_1249118017_n
ওয়ার্কসপে শাহিনুর আলম সিভি রাইটিং, ইন্টারভিও স্কিল, লোকাল জব মার্কেট এবং ওয়ার্ল্ড জব মার্কেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা ছাত্র-ছাত্রীদের সাথে শেয়ার করেন। তিনি ভবিষ্যত টেকনোলজি নিয়ে আলোচনা করেন যেখানে বিগ ডাটা, ইন্টারনেট অফ থিঙ্গস (আই ও টি) গুরুত্ব পায়। বক্তব্য শেষে তিনি ছাত্র-ছাত্রীদের সাথে প্রশ্ন -উত্তর সেশনে অংশগ্রহণ করেন।
জাহাঙ্গীর আলম লিডারশিপ এবং কমিউনিকেশন দক্ষতার উপর আলোচনা করেন। তিনি নিজেকে কিভাবে চাকরির বাজারের জন্য যোগ্য করা যায় সেই বিষয়ে আলোকপাত করেন।

14055653_10208892742289425_1959965462_n
অনুষ্ঠানে আরো উপসি’ত ছিলেন প্রিমিয়ার বিম্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর অনিল কান্তি ধর, কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. তৌফিক সাঈদ, তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মো. ইফতেখার মুনীর এবং দুই বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধান ও পরিচালনায় ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক এবং প্রভাষক মো. সাইফুদ্দিন মুন্না।

14081101_10208892744009468_1128196952_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *