বায়ার্নকে শুভকামনা জানিয়ে অশ্রুসিক্ত বিদায় গুয়ার্দিওলার

0

গত শনিবার রাতে জার্মান কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে বায়ার্ন।

শেষ ম্যাচেও দলকে শিরোপা উপহার দিতে পারায় উচ্ছ্বাস আর আবেগে ছুঁয়ে যায় গুয়ার্দিওলাকে। দগলাস কস্তার শিরোপা নিশ্চিত করা গোলটির পরেই কোচের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। শিষ্যদের সঙ্গে শিরোপা উদযাপনের সময়ও তার চোখে ছিল জল।

বায়ার্নকে শুভকামনা জানিয়ে গুয়ার্দিওলা বলেন, “এখানে আমার সময়টা অসাধারণ কেটেছে। সবকিছু এভাবে শেষ হওয়ায় আমি খুশি-আমরা খুবই সন্তুষ্ট। আমি আমার খেলোয়াড়দের মিস করব।”

২০১৩ সালের জুনে বায়ার্নে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এই নিয়ে সপ্তম শিরোপা জিতলেন গুয়ার্দিওলা। তার অধীনে ২০১৩-১৪ মৌসুমেও জার্মান কাপ জিতেছিল ক্লাবটি। বায়ার্নকে টানা তিন মৌসুমে বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন করানো ছাড়াও একবার করে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জেতান আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাওয়া স্পেনের এই কোচ।

আগামী মৌসুমে পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্নের দায়িত্ব নেবেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনচেলত্তি।

Courtesy: BDNEWS24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *