ক্যারিয়ার ডেভলপমেন্ট, লিডারশীপ এন্ড বিজনেস স্ট্রাটেজি এবং সামাজিক অন্ট্রাপ্রেনেউরশিপ নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ইয়ুথ কার্নিভাল ২০১৬ । Startup RU এর আয়োজনে এবং ইয়ুথদের মাঝে খুবই জনপ্রিয় সংঘটন Youth Carnival এর সহযোগিতায় ৩১ জুলাই বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের অধ্যাপক ড. মোশাররফ হোসেন গ্যালারী রুমে কনফারেন্সটি অনুষ্ঠিত হয় । এছাড়া সেমিনারে সহযোগীতা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি এবং ইউরোপিয়ান কনসালটেন্সি ফার্ম LANE ।
সেমিনারে Career & Motivation এবং Tomorrow’s World নিয়ে আলোচনা করেন এরিকসনের কর্মকর্তা ও ইয়ুথ কার্নিভালের প্রতিষ্ঠাতা শাহিনুর আলম জনি। তিনি আগামী দিনে জব মার্কেট কেমন হতে পারে এবং এর জন্য বাংলাদেশের তরুনরা নিজেদেরকে কিভাবে তৈরি করতে পারে তার একটা সুস্পষ্ট গাইডলাইন তুলে ধরেন এবং নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করেন। Entrepreneurship for Good নিয়ে আলোচনা করেন জনপ্রিয় সায়েন্স ম্যাগাজিন জিরো টু ইনফিনিটি’র প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মাহমুদ। তিনি সোশ্যাল বিজনেস এবং অন্ট্রেপ্রেনেউরশিপ নিয়ে নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করেন এবং তাঁর সায়েন্স ম্যাগাজিনের দর্শন তুলে ধরেন। ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে আলোচনা ছিল অনেকটা ইনফরমাল এবং প্রাণবন্ত। প্রাইম ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ ফজলে রাব্বি ছিলেন স্পিকার। তিনি ছেলেমেয়েদেরকে কোন অবস্থাতেই হতাশ না হবার জন্য উদ্বুদ্ধ করেন। একই সাথে তিনি লক্ষ্য স্থির করে সে অনুযায়ী কাজ করতে বলেন এবং নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
সেমিনারে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং সেমিনার শেষে ফটোসেশনের মাধ্যমে সেমিনারটি শেষ হয় । আয়োজক এবং সহযোগীদের আশাবাদ, ভবিষ্যতে রাজশাহীতে আরও বড় পরিসরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত হবে।