ক্যারিয়ার ডেভলপমেন্ট, লিডারশীপ, অন্ট্রাপ্রেনেউরশিপ এবং Technology for Tomorrows World নিয়ে Khulna University of Engineering & Technology (KUET) a অনুষ্ঠিত হলো ইয়ুথ এন্ড ক্যারিয়ার কার্নিভাল ২০১৬ । ECE Association, কুয়েটের আয়োজনে এবং ইয়ুথ কার্নিভালের সহযোগিতায় 4th অগাস্ট বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় । এছাড়া সেমিনারে সহযোগীতা করেছে ফ্যাকাল্টি অফ EEE কুয়েট, এবং ইউরোপিয়ান কনসালটেন্সি ফার্ম লেন (লিডারশিপ & এমপাওয়ারমেন্ট)। গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন Prof. Dr. Md. Osman Goni, Dean faculty of EEE, Prof. Dr. Md. Faruque Hossain, Head Dept. of ECE, Dr. Monir Hossen, President of ECE Association. Presided by Prof. Dr. Ashraful Ghani Bhuiyan, Head Dept. of EEE.
সেমিনারে ক্যারিয়ার & মোটিভেশন এবং Tomorrow’s ওয়ার্ল্ড : বিগ ডাটা, IOT , ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা করেন এরিকসনের সিনিয়র সলিশন ম্যানেজার শাহিনুর আলম জনি। তিনি আগামী দিনে জব মার্কেট কেমন হতে পারে এবং এর জন্য বাংলাদেশের তরুনরা নিজেদেরকে কিভাবে তৈরি করতে পারে তার একটা সুস্পষ্ট গাইডলাইন তুলে ধরেন এবং নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করেন।। বিসনেস কমিউনিকেশন & লিডারশিপ নিয়ে আলোচনা করেন মুহাম্মদ আরিফুল হক , Key Account Manager, Nokia । তিনি ছেলেমেয়েদেরকে কোন অবস্থাতেই হতাশ না হবার জন্য উদ্বুদ্ধ করেন। একই সাথে তিনি লক্ষ্য স্থির করে সে অনুযায়ী কাজ করতে বলেন এবং নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করেন।
সেমিনারে কুয়েটের বিভিন্ন ডিপ্টেরমেন্টের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং সেমিনার শেষে ফটোসেশনের মাধ্যমে সেমিনারটি শেষ হয় । আয়োজক এবং সহযোগীদের আশাবাদ, ভবিষ্যতে কুয়েটে আরও বড় পরিসরে ইয়ুথ কার্নিভালের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে