সুইজারল্যান্ডে ফ্রিতে পড়াশোনার সুযোগ, সাথে মাসে এক লক্ষ ২৮ হাজার টাকা

swissflag1

স্কলারশিপ নিয়ে সুইজারল্যান্ডে পড়াশোনার সুযোগ দেয়া হয়েছে। মাসে মাসে দেয়া হবে সোয়া লাখ টাকা। এছাড়া থাকছে আবাসনের সুযোগ। মাস্টার্স করার জন্য আগ্রহী শিক্ষার্থীদের থেকে আবেদন আহবান করা হয়েছে। সেখানকার ইউনিভার্সিটি অব লুসানে মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয়া হবে। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত :

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

বিশ্ববিদ্যালয় পরিচিতি : ইউনিভার্সিটি অব লুসানে সুইজারল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বর্তমানে প্রায় সাড়ে তের হাজার শিক্ষার্থী ও আড়াই হাজার গবেষক নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।

কোর্স লেভেল : মাস্টার্স

যা পাবেন : নির্বাচিত শিক্ষার্থী প্রতিমাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক আর্থিক সহায়তা পাবে। যা বাংলাদেশী টাকায় ১লাখ ২৮হাজার টাকা। এছাড়া আবাসন ও টিউশন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

ভাষাগত যোগ্যতা : শিক্ষার্থীকে অবশ্যই আইএলটিএস অথবা টোফেল এ উল্লেখযোগ্য স্কোর অর্জন করতে হবে।

আবেদনের শেষ সময় : ১৫ ডিসেম্বর ২০১৬ সালের মধ্যে আবেদন করতে হবে।

যেভাবে আবেদন করবেন : আবেদন পত্র ডাউনলোড ও পূরণ করার নির্দেশনার জন্য এখানে ক্লিক করুন

যোগাযোগ করতে পারেন :
Mr Olivier Goumoëns (olivier.goumoens[at]unil.ch)
Social Affairs and Student Mobility Service (SASME)
Université de Lausanne
Unicentre
CH-1015 Lausanne
T.:+41 21 692 2117

One Comment

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *