২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ১০০০ এর বেশি স্কলারশিপ দিবে, বেছে নিন আপনারটি

ছবিসূত্রঃ paperlief.com

ব্রেকিং নিউজ : বিনা খরচে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া যাত্রা, বেছে নিন আপনারটি

কীভাবে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসা পাবেন

অস্ট্রেলিয়ার স্টাডি ভিসার নতুন নিয়ম

উচ্চশিক্ষার জন্য যে যে দেশে শিক্ষার্থীদের কাছে পছন্দের তার মধ্য অন্যতম অস্ট্রেলিয়া। পড়াশোনার মধ্য কাজের সুযোগসহ নানা সুবিধার কারণে দেশটিতে বৃত্তি নিয়ে অনেকেই পড়তে যেতে চান। দিন দিন এ সংখ্যা বাড়ছে। যারা পড়তে অস্ট্রেলিয়ায় যেতে চান তাঁদের স্বপ্নপূরণে সহায়তা করতে পারে দেশটির ১০টি বৃত্তি। আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই ১০ বৃত্তির বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো ১০০০ এর বেশি বৃত্তি দেবে বিদেশি শিক্ষার্থীদের। এসব বৃত্তিতে টিউশন ফি, বাসস্থানের জন্য অর্থ, স্বাস্থ্য বিমা, ভ্রমণ ভাতা ও মাসিক ভাতাও মেলে। স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডির জন্য আবেদন করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা।

সিডনি ইন্টারন্যাশনাল স্কলারশিপ

দ্যা ইউনিভার্সিটি অব সিডনি ইন্টারন্যাশনাল প্রতিবছর স্নাতকোত্তর এবং পিএইচডির জন্য বৃত্তি দেয়। ২০২৪ সালে শুরু হবে কোর্স। এ বৃত্তির আবেদন শেষ ১৫ সেপ্টেম্বরে। টিউশন ফি ও আবাসন সুবিধার সঙ্গে বছরে শিক্ষার্থীরা পাবেন ৩৭ হাজার ২০৭ ডলার করে। এ বৃত্তির আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখান

মেলবোর্ন ইউনিভার্সিটি স্কলারশিপ

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ইউনিভার্সিটি অব মেলবোর্ন। প্রতিবছর ৬০০ শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়া হয়। এ বছরের ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। প্রথম বছর ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার টিউশন ফি রিমিশন দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে পঠিত যেকোনো বিষয়েই শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে আলাদাভাবে কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ার মধ্যেই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন

মোনাশ বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ

বিশ্বের অন্যতম বিশ্ববিদ্যালয় হলো মোনাশ ইউনিভার্সিটি। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে মেরিট স্কলারশিপ দেয় এ বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতামূলক এ স্কলারশিপটির জন্য আবেদন করা যাবে এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত। বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন

ডেকিন ইউনিভার্সিটি স্কলারশিপ

ডেকিন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু ১৯৭৪ সালে। দেশটির ভিক্টোরিয়া শহরে এই বিশ্ববিদ্যালয়টি স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন  কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ পান।

৪০০টি বৃত্তি দেবে এ বিশ্ববিদ্যালয়। উপবৃত্তি, সম্পূর্ণ টিউশন মুক্ত, চিকিৎসা তহবিল (অসুস্থ ছুটির বেতন দেওয়া), বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা ও বিমান ভাড়া মিলবে এ বৃত্তি পেলে। বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বৃত্তি

দেশটির অন্যতম একটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে স্কলারশিপ দেয় বিশ্ববিদ্যালয়টি। ৩১ অক্টোবরের মধ্য আবেদন করতে হবে। প্রতি বছরে ৩৪ হাজার ডলার করে দেওয়া হবে এ বৃত্তির প্রাইজমানি। সাড়ে তিন বছর দেওয়া হবে এ বৃত্তি। তবে কতজনকে এ বৃত্তি দেওয়া হবে তা ওয়েবসাইটে উল্লেখ নেই। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন

তাসমানিয়া ইউনিভার্সিটির বৃত্তি

তাসমানিয়া ইউনিভার্সিটি প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তি দেয়। ১৫০টি বৃত্তি পাবেন বিদেশি শিক্ষার্থীরা। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন

বন্ড ইউনিভার্সিটি স্কলারশিপ

বন্ড বিশ্ববিদ্যালয় পিএইচডি পর্যায়ে গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। বছরের দুইবার এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা। এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এ স্কলারশিপের জন্য। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন

ফ্লিনন্ডার্স ইউনিভার্সিটির আরটিপি স্কলারশিপ

রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি নামে পরিচিত) অস্ট্রেলিয়ান সরকারের একটি উদ্যোগ। প্রতিবছর স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিভিন্ন ডিগ্রির জন্য এ স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। সাধারণত মাস্টার্সের জন্য তিন বছর ও পিএইচডির জন্য ২ বছরের আরটিপি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, থাকার খরচ, মাসিক হাতখরচ, গবেষণামূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচ-সব মিলিয়ে বছরে প্রায় ৩৩ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হয়। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন

কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া স্কলারশিপ

কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তি দেবে। মাস্টার্স ও পিএইচডির জন্য দেওয়া হবে এ বৃত্তি। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি

অস্ট্রেলিয়া সরকারের ডেস্টিনেশন অস্ট্রেলিয়া বৃত্তি পাবেন ৫৫১ জন। প্রতি বছরে একজন শিক্ষার্থী পাবেন ১৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। এ বৃত্তির বিস্তারিত তথ্যর জন্য এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *