৫৯০ পদে পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রু লেভেল-১ পদে চুক্তি ভিত্তিতে ৫৯০ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্ধারিত আবেদন ফরমে প্রার্থীদের আবেদন করতে হবে।

  • পদের নাম: লাইন ক্রু লেভেল-১
    পদসংখ্যা: ৫৯০
    শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস, জিপিএ–৫.০০ স্কেলে ৩.০০ থাকতে হবে।
    শারীরিক যোগ্যতা: প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি। ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পরপর কমপক্ষে পাঁচবার বুক পর্যন্ত ওঠানামায় সক্ষম হতে হবে।বেতন: ২৫,০০০ টাকা

বয়স
২০২৩ সালের ৩ জুন তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২১ বছর। তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরতদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ২৫ বছর।

যেভাবে আবেদন
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এ ওয়েবসাইট থেকে আবেদন করার জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম ছাড়া অন্য কোনো ফরমে আবেদন করা যাবে না। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার মূল সনদ, নাগরিকত্ব সনদের ফটোকপি ও সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন করতে হবে।

আবেদন ফি
১০০ টাকা মূল্যের ক্রুসড পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার বরাবর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

পরীক্ষার তারিখ
আবেদনপত্রসহ শারীরিক পরীক্ষার জন্য ৩ জুন সকাল ৯টায় প্রার্থীদের নিজ নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে উপস্থিত হতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী সময়ে প্রার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জাপানে টিউশন ফি ছাড়াই স্নাতক, মাস্টার্স ও পিএইচডির সুযোগ

বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে জাপান। মেক্সট বৃত্তির মাধ্যমে টিউশন ফি ছাড়াই জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ আছে। জাপানে পড়াশোনার জন্য অন্যতম একটি বৃত্তি হলো ‘মেক্সট’/ MEXT। এটি আসলে MECSST। শব্দটি প্রকৃতপক্ষে Ministry of Education, Culture, Sports, Science and Technology। বড়সড় শব্দটির সংক্ষিপ্ত রূপ হলো ‘মেক্সট’।

বৃত্তিপ্রাপ্তদের নিজ নিজ দেশ থেকে জাপানে আসার জন্য ও ঠিক সময়ে ডিগ্রি শেষে দেশে ফিরে যাওয়ার জন্য বিমান ভাড়া ‘মেক্সট’ বহন করে থাকে। অন্যান্য অনেক বৃত্তিতেই এই সুবিধাটা সচরাচর থাকে না। বিশ্ববিদ্যালয়ে কোনোরকম টিউশন ফি, পরীক্ষা ফি বা অন্যান্য কোনো ফি দিতে হয় না। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যাবতীয় ফি মওকুফ আর পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি আর অন্যান্য ব্যয়ভার বহন করে দেশটির শিক্ষা, প্রযুক্তি মন্ত্রণালয়।

স্নাতকোত্তরের সময়সীমা দুই বছর আর পিএইচডির জন্য তিন বছর। আবেদন ও ভর্তির সময় শিক্ষার্থীদের কোনো ফি দিতে হয় না। মাসিক উপবৃত্তি, বিমানে যাতায়াত খরচসহ নানা সুযোগ-সুবিধা আছে এ বৃত্তির আওতায়। ইংরেজি দক্ষতার সনদ আইইএলটিএস বা জাপানি ভাষা দক্ষতার সনদ প্রার্থী নির্বাচনের সময় গুরুত্ব দেওয়া হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জাপানে আসার ও ডিগ্রি শেষ করে দেশে ফেরার বিমানভাড়া মেক্সট বহন করে।

কতজন পাবেন বৃত্তি

গবেষণা (মাস্টার্স ও পিএইচডি) পর্যায়ে ৪০ জন, আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে ২৫ জন, কলেজ অব টেকনোলজি পর্যায়ে ১৫ এবং স্পেশালাইজড ট্রেনিং কলেজ পর্যায়ে ৫ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করবে জাপান দূতাবাস

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা http://202.72.235.210/scholarship/mext/ ঢুঁ মারতে পারেন। এই লিংকটিতে ঢুঁ মেরে ১৬ মে ২০২৩ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।

হার্ড কপি জমাদানের ঠিকানা

বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর ২ নম্বর গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষের ৯ নম্বর কাউন্টারে রক্ষিত নির্ধারিত বাক্সে জমা দিতে হবে।

মেক্সট বৃত্তির বিস্তারিত জানা যাবে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে

https://www.studyinjapan.go.jp/en/planning/scholarship/