আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ নিয়ে বিনা খরচে লেখাপড়া, আবেদনে নেই বয়সের সীমা

২০২৪ সালের ইয়েল ওয়ার্ল্ড ফেলো প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। ‘ওয়ার্ল্ড ফেলোস প্রোগ্রাম’-এ ভর্তির সুযোগ পেতে বেশ প্রতিযোগিতায় পড়তে হয়। কয়েকটি ফেলোশিপের জন্য বিশ্বের হাজারো আবেদন জমা পড়ে। প্রতিভা, অভিজ্ঞতা, সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যের মিশ্রণে প্রতিনিধিত্ব করার জন্য সারা বিশ্ব থেকে ফেলোদের নির্বাচন করা হয়। এ ফেলোশিপের কেতাবি নাম ‘মরিস আর গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোস প্রোগ্রাম’।

ইয়েল বিশ্ববিদ্যালয় বৈচিত্র্য ও বৈষম্যহীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে যোগ্য ব্যক্তিদের ফেলোর জন্য সুযোগ দেয়। লিঙ্গ, জাতি, ধর্ম, বয়স, অক্ষমতা ভিত্তিতে বৈষম্য করে না ইয়েল।

কারা আবেদন করতে পারবেন

  • কারও পেশাগত কর্মজীবন ৫ থেকে ২৫ বছরের মধ্যে হলে তিনি আবেদনের যোগ্য হবেন। এ সময়ের মধ্য আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে থাকলে এ ফেলো প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সুযোগ পেতে পারেন আপনি;
  • ‘ওয়ার্ল্ড ফেলোস প্রোগ্রাম’-এর অংশগ্রহণকারীদের গড় বয়স ৩৯ বছর। তবে এ ফেলোশিপে আবেদনের জন্য বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই;
  • আবেদনকারীদের অবশ্যই যুক্তরাষ্ট্র ছাড়া অন্য দেশের নাগরিক হতে হবে;
‘ওয়ার্ল্ড ফেলোস প্রোগ্রাম’ ফেলোশিপে আবেদনের জন্য বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই

‘ওয়ার্ল্ড ফেলোস প্রোগ্রাম’ ফেলোশিপে আবেদনের জন্য বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেইছবি: ইয়েল

কত দিনের ফেলোশিপ

ওয়ার্ল্ড ফেলো প্রোগ্রামে ইয়েল বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর আগস্টের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত থাকতে হবে।

ফেলো নির্বাচনে অসাধারণ কৃতিত্ব, স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক প্রভাব তৈরির প্রতিশ্রুতি, সমালোচনামূলক, সৃজনশীল, উদ্যোক্তা, কৌশলগত চিন্তার অনন্য ক্ষমতা, ইয়েলে পূর্ণ সময়ের বাসস্থান এবং শিক্ষার্থীদের পরামর্শ দানের প্রতিশ্রুতিসহ নানা প্রক্রিয়া অনুসরণ করা হবে।

প্রয়োজনীয় নথি

আবেদনের জন্য একটি জীবনবৃত্তান্ত, একটি ব্যক্তিগত বিবৃতি, সুপারিশের তিনটি চিঠি এবং একটি ভিডিও বিবৃতি দিতে হবে। বিস্তারিত নির্দেশাবলি অনলাইন আবেদন পোর্টালে পাওয়া যাবে।

সুবিধাগুলো

  • ফেলোরা পাবেন নিউ হ্যাভেনে জীবনযাত্রার ব্যয় কাভার করার জন্য একটি করযোগ্য বৃত্তি;
  • প্রোগ্রামের সময়ে একটি বসবাসের স্থান;
  • চিকিৎসা বিমা;
  • নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতের টিকিট।

প্রোগ্রামের বিশদ বিবরণ

মরিস আর গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোস প্রোগ্রাম চার মাসের। প্রোগ্রামে সাপ্তাহিক সেমিনার, বিশিষ্ট অতিথিদের সঙ্গে আলোচনা, প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন এবং আলোচনা ও প্যানেলে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে।

Admission to the World Fellows program is highly competitive. We receive thousands of applications from around the globe for an extremely limited number of fellowships. Each cohort of Fellows is geographically balanced and represents a wide range of professions, talents, experience, cultures, people, and perspectives.

Apply Now for the 2024 Program

Application deadline: Wednesday, December 6, 2023 at 1:00 PM EST.

APPLICATION REQUIREMENTS
Applicants should be between five and twenty-five years into their professional careers, with demonstrated and significant accomplishments at a regional, national, or international level. The average age of a World Fellow is 39, though there is no minimum or maximum age limit.
Applicants must be citizens of a country other than the United States. While applicants who hold dual citizenship with the United States are eligible, strong preference is given to candidates whose work is focused outside the United States.
Applicants must be fluent in English. An excellent command of the English language is essential to successfully participating in the program.
World Fellows are required to be in residence at Yale University in New Haven for the entirety of the program which runs from mid-August through mid-December.
SELECTION CRITERIA: Applicants Must Have
An established record of extraordinary achievement and integrity.
A commitment to the good society and to making a positive impact at the local, national, or international level.
A promise of a future career in leadership and notable global impact.
A special capacity for critical, creative, entrepreneurial, and strategic thinking.
A likelihood to benefit from participation in the program and to contribute to the global perspective on Yale’s campus.
A commitment to a rigorous program of activities, to full-time residence at Yale for the entire duration of the program, and to mentoring students and speaking frequently on campus.
APPLICATION PROCESS OVERVIEW:
The application process for admission to the World Fellows Program is done entirely online. There are no paper forms to complete or mail.
There is no application fee or other cost to apply.
Prior to the deadline, you may work on your application at any time and submit it when you are ready. After creating an account and accessing the online application, you can upload materials and request your letters of recommendation.
Applicants are required to submit a résumé/curriculum vitae (maximum 3 pages), a personal statement (maximum 1000 words), and three letters of recommendation. Applicants also have the option of submitting a brief video statement. Comprehensive instructions can be found within the online application once you create an account.
Most questions about the program and the application process can be answered by reviewing this website and the common questions page. If your question is unanswered, you may contact staff at applicant.worldfellows@yale.edu. Please do not send multiple emails regarding one issue, and please do not email staff individually. We thank you for your patience in allowing staff adequate time to thoughtfully process your inquiries.
COMPENSATION PACKAGE:
A taxable stipend to cover the costs of living in New Haven
A modest, furnished one, or two-bedroom apartment for the duration of the program
Medical insurance
Round-trip travel from home country

আবেদন শেষ কবে

আবেদনের শেষ তারিখ ৬ ডিসেম্বর ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *