ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইনিং, আপনি শুরু করছেন কবে?

Flat design vector illustration of modern creative office workspace workplace of a designer. The office of a creative worker. Flat minimalistic style and color with long shadows for Web & Mobile App
১ম ছবি
২য় ছবি

উপরের দুটি ছবির দিকে তাকান তো। বলুনতো কোনটি আপনার কাছে বেশি ভালো লাগছে? অবশ্যই প্রথম ছবিটি নয়। দ্বিতীয় ছবিটা আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। কিন্তু মানতেই হবে ছবি দুটি আলাদা। আচ্ছা ২য় ছবিটা প্রথম ছবিটা থেকে এতো আলাদা হওয়ার কারণ কী? হ্যাঁ, এখানেই রয়েছে ডিজাইনের তফাৎ, ডিজাইনারের কারিশমা!

চাইলে আপনিও হতে পারেন গ্রাফিক্স ডিজাইনার।করতে পারেন সুন্দর সুন্দর ডিজাইন। শুধু টি-শার্টই নয়। করতে পারেন লোগো, পোস্টার কিংবা ব্যানার ডিজাইন, এমনকি ওয়েবসাইট ডিজাইনিং ও!

গ্রাফিক্স ডিজাইনিং কী

গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে তৈরি

গ্রাফিক্স ডিজাইন এমন একটি বিষয় যার মাধ্যমে আপনার মনের ভাব, কিছু প্রয়োজন, তথ্য ও কালারের সমন্বয়ে আর্ট ও টেকনোলজির সাহায্যে উপস্থাপন করতে পারবেন। আপনার আশেপাশের বস্তুগুলো ভালোভাবে লক্ষ্য করুন দেখুন তাতে একটি ডিজাইন আছে এবং তা একটি অর্থও প্রকাশ করছে এবং তার একটি প্রয়োজনও আছে। মূলত এ বিষয়গুলোর জন্যই গ্রাফিক্স ডিজাইন।

কোথায় শিখবেন প্রাতিষ্ঠানিক শিক্ষা

আপনি যদি প্রাতিষ্ঠানিকভাবে কোনো নামকরা বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাফিক্স ডিজাইনিং শিখতে চান, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। গ্রাফিক্স ডিজাইনিং এই অনুষদের প্রথম সারির একটি ডিপার্টমেন্ট।

চারুকলা অনুষদ

আর হ্যাঁ, ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্যে কিন্তু প্রাতিষ্ঠানিক সনদের চাইতে কাজ জানাটা বেশি জরুরী।

অনলাইনে শিক্ষা

অনলাইনের এই যুগে ইউটিউবে সার্চ দিলেই পাবেন প্রচুর টিউটোরিয়াল। করতে পারেন পছন্দমত কোনো কোর্সও! ইংরেজি টিউটোরিয়াল দেখতে ভালো লাগে না? আপনার জন্যে আছে প্রচুর বাংলা টিউটোরিয়াল। সুতরাং বেসিক শিখার রিসোর্সের কমতি নেই। তবে প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে কাজ করে নিজেকেই নিজের দক্ষতা বাড়াতে হবে। নিজে চেষ্টা না করলে হাজার কোর্স করেও বিশেষ লাভ হবে না। দেখতে পারেন নিচের ভিডিও সিরিজটি –

আর গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য সবচেয়ে জরুরী কিন্তু প্রয়োজনীয় সফটওয়্যার। এর জন্য দেখতে পারেন http://www.creativebloq.com/graphic-design/free-graphic-design-software-8134039

প্রয়োজনীয় কিছু সফটওয়্যার

কেন শিখবেন

১। আপনি যদি কলেজ বা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এখনই অবসর সময়টা কাজে লাগাতে পারেন ফটোশপ বা ইলাস্ট্রেটর এর বেসিক কাজকর্ম শিখে। টুকটাক গ্রাফিক্স ডিজাইনিং আপনার কী কাজে লাগতে পারে-তাই ভাবছেন?
দুদিন পর পর নানা ফেস্ট হয়। এর জন্য ব্যাজ বানাতে হয়, ব্যানার টাঙাতে হয়, আবার একটা টি-শার্ট না হলেই নয়! আর কতো অন্যের ডিজাইন বা সাদামাটা ডিজাইনে চলবে? নিজের সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে আপনিও হতে পারেন ডিজাইনার। এজন্যে আইডিয়ার পাশাপাশি আপনার লাগবে ফটোশপ বা ইলাস্ট্রেটরে কাজ করার দক্ষতা। দেখবেন, ডিজাইনার হিসেবে ক্লাসে আলাদা খ্যাতিও পেয়ে যাবেন। এই দক্ষতা আপনাকে অন্যদের থেকে অনেক আলাদা করবে, যার সুফল পেতে পারেন কর্মজীবনেই!


২। বর্তমান পৃথিবীটা রঙিন এক পৃথিবী। ফটোশপের রঙে আপনিও পৃথিবীটাকে আপনার করে ফেলতে পারেন! আসলে কাজ জানলে কাজের অভাব কি কখনও হবে? পৃথিবীতে অনুষ্ঠানের যেমন শেষ নেই, অনুষ্ঠান উপলক্ষে আয়োজনেরও শেষ নেই। আর আয়োজন মানেই তো টি-শার্ট, ব্যানার, পোস্টার…..

একটি স্যাম্পল টি-শার্ট ডিজাইন

৩। আপনি আপনার কাজ করতে পারবেন ঘরে বসে। অনলাইনেই নিতে পারবেন অর্ডার। বহু ওয়েবসাইট আছে যেখানে ডিজাইন সেল করা যায়। আপনি ভালো ডিজাইন জানলে এটাকে তাই প্রফেশনালি নিতে পারেন।


৪। গ্রাফিক্স ডিজাইনিং কিন্তু আউটসোর্সিং এর চমৎকার ক্ষেত্র। আপনি দেশের বাইরেও ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কাজের মাধ্যমে। সময়মতো কাজ শেষ করা ও সুন্দর কাজের মাধ্যমে নিজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগও আপনি পাচ্ছেন।

তথ্যসূত্রঃ

১।https://www.facebook.com/graphicsdesign24/posts/278250712362837
২।http://www.techtunes.com.bd/web-design/tune-id/264871

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *