রাশিয়ায় শতভাগ স্কলারশিপে নিয়ে বিনা খরচে পড়াশোনার সুযোগ, আবেদন করুন দ্রুত

প্রতিবছরই বেশ কিছু শিক্ষার্থী অনার্স, মাস্টার্স ও পিএইচডি কোর্সে পড়তে যান রাশিয়ায়। রাশিয়ায় পড়াশোনা ও জীবনযাত্রার খরচ পশ্চিমা অপর দেশগুলোর চেয়ে তুলনামূলক কম। তাই বিশ্বের অন্য দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহীদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। যেসব শিক্ষার্থী রাশিয়াকে পড়ার জন্য বেছে নিতে চান, তাঁদের জন্য এ বৃত্তি সুযোগ।

গ্লোবাল ইউনিভার্সিটিজ’ সমিতি ও রাশিয়ান শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে। ওপেন ডোরস রাশিয়ান নামের এই স্কলারশিপ অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য প্রদান করা হবে।
এ স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীদের অনলাইন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। মাস্টার্স ও পিএইচডির জন্য প্রদান করা হয় এই বৃত্তি। এই প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপরা রাশিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। পড়াশোনার জন্য টিউশন ফি দিতে হবে না। টিউশন ফি বহন করবে রাশিয়ার সরকার।

বৈশ্বিক গবেষণা এবং শিক্ষাব্যবস্থায় রাশিয়ার অবস্থান বাড়ানোই এ স্কলারশিপের উদ্দেশ্য। ওপেন ডোরস (উন্মুক্ত দরজা) হলো রাশিয়ার স্কলারশিপ প্রকল্প, যা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন–ফ্রি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিয়ে থাকে। ডক্টরাল ট্র্যাকটিতে একটি অতিরিক্ত রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের সম্ভাব্য গবেষণা উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎকার দিতে হবে। যদি সাক্ষাৎকারটি সফল হয়, তবে অংশগ্রহণকারী যাঁরা তাঁদের মনোনীত করেছেন, তাঁদের মধ্যে থেকে একজন গবেষণা উপদেষ্টা বেছে নিতে পারবেন।

স্কলারশিপে যে যে বিষয়ে পড়তে পারবেন শিক্ষার্থীরা

  • কম্পিউটার ও ডেটা সায়েন্স
  • ব্যবসা ব্যবস্থাপনা
  • শিক্ষা
  • রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক
  • জীববিজ্ঞান এবং জৈব প্রযুক্তি
  • স্নায়ুবিজ্ঞান এবং মনোবিজ্ঞান
  • ভাষাতত্ত্ব এবং আধুনিক ভাষা
  • রসায়ন ও ম্যাটেরিয়াল সায়েন্স
  • অর্থনীতি এবং একনোমেট্রিক্স
  • প্রকৌশলী ও প্রযুক্তি
  • ক্লিনিক্যাল মেডিসিন ও জনস্বাস্থ্য
  • আর্থ সায়েন্স
  • গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা
  • শারীরিক বিজ্ঞান

সুযোগ–সুবিধা

যাঁরা এই স্কলারশিপ পাবেন, তাঁরা রাশিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবেন। সেই সঙ্গে তাঁদের পড়ালেখার যাবতীয় খরচ রাশিয়ার সরকার বহন করবে। অর্থাৎ তাঁরা ১০০ শতাংশ স্কলারশিপ পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র

  • পাসপোর্টের কপি
  • একাডেমিক সব সার্টিফিকেট ও নম্বরপত্র
  • রেফারেন্স লেটার
  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ। আইএলটিএসে ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে। তবে যাঁদের মিডিয়াম অফ ইন্সট্রাকশনের সনদ রয়েছে, তাঁদের আইএলটিএস স্কোরের প্রয়োজন নেই।
  • স্টেটমেন্ট অব পারপাস।

আবেদনের যোগ্যতা

ব্যাচেলর ডিগ্রিধারী (মাস্টার্স ট্র্যাকের জন্য) বা মাস্টার্স ডিগ্রি (ডক্টরাল ট্র্যাকের জন্য) অংশগ্রহণকারীদের রাশিয়ান বা ইংরেজি ভাষায় পড়ালেখা করতে হবে। তাই যেকোনো এক ভাষায় দক্ষ হতে হবে। রাশিয়ান ছাড়া সবাই আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।

আবেদন পদ্ধতি

আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ এ বছরের ১০ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *