যে ৯ টি সেরা স্মার্ট ফোন হ্যাক আপনাকে আরো স্মার্ট করে তুলবে

নিজেই হয়ে যান জেমস বন্ড

ডিজিটাল টেকনোলজি আমাদের জীবনে এনে দিয়েছে আমূল পরিবর্তন। সেরকম বিশেষ কিছু টেকনোলজির কথা বললে মাথায় আসে কম্পিউটার,স্মার্টফোন কিংবা ইন্টারনেটের নাম। এর মধ্যে স্মার্টফোন আমাদের দিয়েছে বহনযোগ্যের স্বাধীনতা। তবে আপনি কি পুরোপুরি ব্যবহার করছেন আপনার স্মার্টফোনকে? স্মার্টফোনের প্রসেসর, ক্যামেরা, মেমরি শুধু ইন্টারনেট ব্যবহার আর গেম খেলার জন্য নয়। আপনি চাইলে এইসব চিপ বা টেকনোলজি ব্যবহার করে এমন কিছু কাজ করতে পারেন যা শুধু চলচ্চিত্রেই দেখে থাকবেন। শুধু তাই নয় আপনি আপনার দৈনন্দিন অনেক সমস্যার সমাধানে ও ব্যবহার করতে পারেন।

তাই আপনার পকেটের স্মার্টফোনের এই ৯ স্মার্ট ট্রিক্স জেনে রাখুন হয়তো কোন একদিন কাজে লেগে যাবে।

১. নাইট ভিশন

হলিউড মুভির নাইট ভিশন যখন আপনার স্মার্টফোনে! Image Source: Night Eyes/itunes.apple

নাইট ভিশন হচ্ছে রাতের অন্ধকারে দেখতে পাবার টেকনোলজি। মানুষ নিশাচর প্রাণী নয়। তাই নাইট ভিশন টেকনোলজি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর্মিতে সৈন্যরা এই টেকনোলজি ব্যবহার করেন। আপনার আইফোনেও ডাউনলোড করে নিন এই অ্যাপটি। এই অ্যাপটি আপনি রাতের অন্ধকারের চশমা হিসাবে ব্যবহার করতে পারবেন। স্পাই অ্যাপ হিসাবে এই অ্যাপ বেশ কাজের। রাতে লুকিয়ে কারো উপর নজরদারি করতে এই অ্যাপের জুড়ি নেই।

২. হেডফোন দিয়ে ছবি তোলা

নিজেই হয়ে যান জেমস বন্ড; Image Source: pexels

ব্যাপারটা অনেকটা জেমস বন্ড মুভির গ্যাজেটের মতন। আমরা সবাই স্মার্টফোনের ভলিউম বাটন দিয়ে ছবি তুলি, কিন্তু এই সুযোগটা অন্য কিভাবে কাজে লাগানো যায়, জানেন তো? আপনার স্মার্টফোনের হেডফোন দিয়ে সেই কাজ করা যায়। আপনার হেডফোনের সাথে থাকা মাউথ স্পিকার দিয়ে এই ছবি তোলার কাজটা করা যায়। আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হন তবে আপনার হেডফোনের সাথে থাকা মাউথ স্পিকার দিয়ে লুকিয়ে ছবি তুলতে পারেন। এই সুবিধা আইফোন সিক্স পর্যন্ত পাবেন।

৩. ব্যক্তিগত সিসিটিভি সিস্টেম

নিজেই বানিয়ে ফেলুন আপনার সিসিটিভি সিস্টেম; Image Source: trackview

নিজের বাসার জন্য ব্যক্তিগত সিসিটিভি সিস্টেমের কথা হয়তো চিন্তা করেছেন কিন্তু কিভাবে কোথায় অথবা দামের কথা ভেবে শুরু করতে পারছেন না। বানিয়ে ফেলুন, আপনার স্মার্টফোনকে একটি বহনযোগ্য সিসিটিভি ক্যামেরা হিসাবে। নিচের অ্যাপটি ডাউনলোড করে নিন। এই অ্যাপ দিয়ে আপনিও বানাতে পারবেন আপনার নিজের ওয়ারলেস সিসিটিভি সিস্টেম। এর জন্য সাধারণ কমদামী ফোন কিনে ফেলুন আর ফোনটা যুক্ত করুন আপনার ওয়াইফাই এর নেটওয়ার্কে। ফোন চার্জে রেখে দিন সব সময়। এই অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নোটিফিকেশন এবং অডিও এবং ভিডিও সাপোর্ট। আমাদের যাদের ঘরে বাচ্চা আছে কিংবা অসুস্থ মা আছেন তারা এই সাধারণ অ্যাপ দিয়ে সিসিটিভি সিস্টেম বানিয়ে নিন। এই সিস্টেম হয়তো জীবন বাঁচিয়ে দেবে।

৪.ক্রেডিট কার্ডে ছুরি

পকেটে বহনযোগ্য স্মার্টছুরি; Image Source: lazda

ছুরিকে ব্যবহার করা যায় বিভিন্নভাবে তা সবাই জানি। তবে সাধারণ কাজে এর বহনযোগ্যতা প্রশ্নের বিষয়ে। সুইস নাইফের কথা বলা যেতে পারে, এর চেয়ে ভালো সমাধান ইবের এই স্মার্ট কার্ডটি। এই কার্ডটির বড় সুবিধা হচ্ছে এটি বিভিন্ন আকারে হয়। তাই আপনার ফোনের সাইজের সাথে তুলনা করে আজই অর্ডার করে ফেলুন কার্ডটি। কার্ডটি লাগিয়ে ফেলুন আপনার ফোনের বাইরের কভার হিসাবে আর প্রয়োজনে ব্যবহার করুন পাতলা কিন্তু ধারালো ছুরি।

৫.বহনযোগ্য ডেক্সটপ কন্ট্রোল

নিয়ন্তণ করুন অন্যের ডিভাইসকে; Image Source: brightside

নিচের অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। গোয়েন্দাগিরি করার জন্য এই অ্যাপটি বেশ কাজের। এই অ্যাপটি দিয়ে আপনি আপনার আশেপাশে থাকা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে যুক্ত হয়ে তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অ্যাপটি খুব সাধারণ এবং সহজে ব্যবহার যোগ্য। অ্যাপটি সাধারণত ওয়াইফাই বা ব্লুটুথ দিয়ে আপনার ফোনের সাথে কাঙ্ক্ষিত ডিভাইসের সংযোগ ঘটায়।

৬.ওয়েভ কন্ট্রোল স্মার্টফোন

ম্যাজিক দেখান আপনার স্মার্টফোন দিয়ে; Image Source: brightside

এই প্রযুক্তি বেশ কাজের এবং অবাক করার মতো। অনেকটা সায়েন্স ফিকশন ধাঁচের। এই প্রযুক্তি বাচ্চাদের অবাক করতেও বেশ কাজে লাগে। আবার আপনি হয়তো রান্না করছেন কিংবা গোসল, এই সময় ফোন ছুঁতে পারছেন না? এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন। এই অ্যাপটি ইন্সটল করার পর আপনাকে আর ফোন ছুঁতে হবে না। শুধু ওয়েভ বা তরঙ্গের সাহায্যে আপনার ফোন লক বা আনলক করতে পারেন, এমনকি ফোন ধরবার সুবিধাও এতে রয়েছে। আসলে এই অ্যাপ থাকলে আপনি ফোন না ছুঁয়ে শুধু আঙুল নাড়িয়ে ফোনের লক খোলা বা কল ধরার মতো কাজটি করতে পারেন। সাধারণ অ্যান্ডয়েড ডিভাইসেও এই অ্যাপ কাজ করে।

৭.ভিপিএন সাপোর্ট

ভিপিএন সুবিধা এখন আপনার স্মার্টফোনে; Image Source: vpnpick

আমরা যারা মোটামোটি ইন্টারনেট বা টেলিফোন ব্যবহার করি তারা ভিপিএন এর কথা শুনে থাকবেন। আপনার আইপি এড্রেস লুকাতে ভিপিএন কাজে দেয়। অনেক অ্যাপ বা সাইট আছে যেগুলো আপনি হয়তো ব্যবহার করতে পারেন না শুধু আপনার দেশ বা আইপির জন্য। অনেক ভিপিএন এড রয়েছে অ্যান্ডয়েড বা আইওএস এর জন্য। তবে আমাদের সেরা পছন্দ এই অ্যাপটি। অ্যাপটি ফ্রি এবং এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি নিজে থেকে পছন্দের দেশ বা আইপি সিরিজ পছন্দ করতে পারবেন। আজই নামিয়ে নিন অ্যাপটি, দেখা যাবে কালই মেসেঞ্জারে প্রিয় মানুষের সাথে কথা বলতে কাজে লাগবে।

৮.আমার ফোন ধরা নিষেধ!

নিরাপদ আছে কি আপনার স্মার্টফোন? Image Source: pexels

আমরা সবসময় আমাদের ফোনের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকি। এ জন্য নতুন সব টেকনোলজি আসছে আমাদের নিরাপত্তা দিতে। ইমেজ ভেরিফিকেশন, প্যাটার্ন ভেরিফিকেশন, ভয়েস বা ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনের পাশাপাশি আইওসের নতুন সংযোজন ফেইস ভেরিফিকেশন। তবে আপনার স্মার্টফোনে যদি এসব সুবিধা নাও থাকে তবুও আপনি পারবেন আপনার ফোনের নিরাপত্তা আনতে। এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। কেউ যদি আপনার অনুপস্থিতিতে আপনার ফোন ছুঁতে চায় তখন অ্যাপটি অ্যালার্ম বাজিয়ে জানান দিবে যে, কেউ আপনার ফোন ছুঁতে চাইছে। এই অ্যাপের সবচেয়ে মজার সুবিধা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো রিংটোন বা ভয়েসটোন ব্যবহার করতে পারেন অ্যালার্ম টোন হিসাবে। এই অ্যাপ আপনার ফোনকে বাচ্চাদের হাতের নাগালের বাইরে কিংবা ফোনের নিরাপত্তা দিবে অনেক খানি।

৯. দ্বিতীয় নাম্বার

এক সিমে ব্যবহার করুন দূটি নাম্বার; Image Source: getapp

দ্বিতীয় ফোন নাম্বারের দরকার পড়লে আপনারা হয়তো নতুন সিম কিনবেন কিংবা অন্য আরেকজনের ফোন ব্যবহার করবেন। আপনার জন্য রয়েছে এর চেয়ে সহজ সমাধান। এই অ্যাপটি আপনাকে দেবে সেই সুবিধা। এই অ্যাপটি আপনাকে দেবে একের অধিক নাম্বার ব্যবহাররে সুবিধা। এমনকি অতিরিক্ত সিম কিংবা অতিরিক্ত ফোন ব্যবহার না করেই। এই অ্যাপটি থাকলে আপনি একটি স্মার্টফোন দিয়ে একের অধিক নাম্বার ব্যবহার করে মেসেজিং বা ফোন করার কাজ সারতে পারবেন। আপনাকে অযথা সিম বদলানো কিংবা বেশ কিছু ফোন ব্যবহারের ঝামেলা করতে হবে না। গোয়েন্দাগিরির জন্য এর চেয়ে বেশি আর কি লাগে !

যদিও এই অ্যাপের লিস্ট গোয়েন্দাগিরি কিংবা অন্যকে অবাক করে দেবার জন্য যথেষ্ট। তবুও আপনি চাইলেই এসব ব্যবহার করে নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *