[vc_row][vc_column width=”1/1″][contact-form-7 id=”6370″][/vc_column][/vc_row]

2 Comments

Leave a Reply
  1. স্যার
    আসসালামু আলাইকুম।আমি নোয়াখালী জেলার সন্তান।আমার বয়স ২০ বছর ৮ মাস।জন্ম তারিখ ১০ ই মে ১৯৯৫।মা-বাবা সহ আমার চার বোন।বড় কোন ভাই নেই।আমার বাবা পূর্বে বিদেশ থাকলে ও বছর দু’য়েক যাবত বাড়িতেই বেকার।আমি আর আমার মেঝো বোন প্রাইভেট পড়াই সংসার চালাতাম।আপুর বিয়ে হওয়ায় এখন নিজেই সংসার চালাতে হয়।প্রাইভেট এর টাকা মাসে মাস পাই না।অভাব অনটনে মা দুই বার স্টোক করেছে।আমি যখন শুনেছি বাংলাদেশ সেনাবাহিনী তে সৈনিক পদে আবেদন করা যাবে কখন মন ভালো হয়ে যায় যে আমি টিকবো। কিন্তু বয়স ৮ মাস বেশি হওয়ায় মনটা খুব ভেঙ্গে যায়। স্যার আমি জানিনা আপনারা আমাকে এ ব্যাতিক্রমধর্মী আবেদনে ডাক দিবেন কিনা।তবে আমার সেনাবাহিনী তে চাকুরী করার খুব সখ। গত ১৩ ই জানুয়ারি কুমিল্লা সেনানিবাসে এসে মনে করেছি লোক নিলে লাইনে দাড়াঁবো।কিন্তু পারবোনা বলে মন খুব খারাপ হয়ে যায়। অতঃপর ‘রূপসাগর’পার্কে ঘন্টা দুয়েক ঘুরে গেলাম। আমার এক আল্লাহ্ ছাড়া আর কেউ ই নেই সাহায্য করার।দয়া করে আমাকে চাকুরী করার সুযোগ দিন।আমি এস এস সি তে-৪.৬৩ পাইছি। এইচ এস সি তে ৩.৫০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *