জিআরইর ভার্বাল প্রস্তুতি নেয়ার খুঁটিনাটি টিপস (পর্ব-২)

আগের পর্ব পড়ে আসতে পারেন, জিআরইর ভার্বাল প্রস্তুতি নেয়ার খুঁটিনাটি টিপস (পর্ব-১)।  আজকের পর্বে জিআরই ভার্বাল প্রস্তুতির আরো খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো।

৪. ইংরেজিতেই ভাবুন

ছবিসূত্রঃ Magoosh

যারা ইতোমধ্যেই জিআরই দিয়েছেন তাদের অনেকেই একটা কথা বলে থাকেন, ”জিআরইর প্রস্তুতি নিতে হলে স্বপ্নও দেখতে হয় ইংরেজিতে”। আসল কথা হলো ইংরেজি ভাষার সাথে অন্তরঙ্গতা বাড়াতে হলে ইংরেজি ভাষার ব্যবহার ভালোভাবে বুঝতে হবে। আর এর জন্য আপনি যা ভাবছেন, সেটাকে ইংরেজিতে প্রকাশ করার চেষ্টা করুন। মনে মনে যা চিন্তা করছেন, সেগুলো ইংরেজিতেই ভাবুন। এতে আপনার মগজে থাকা ইংরেজি শব্দভাণ্ডারের সঠিক ব্যবহার অনুশীলন করা হবে। তাছাড়া এতে করে আপনি ইংরেজি কম্প্রিহেনশনগুলো  তাড়াতাড়ি বুঝতে পারবেন।

৫. ভোকাবুলারি পড়ার সময় মূল শব্দ (root word) পড়ুন

ছবিসূত্রঃ Gumroad

প্রতিটা ইংরেজি শব্দেরই একটা মূল শব্দ ( root word) আছে। আর এই মূল শব্দগুলোর আগে পরে প্রিফিক্স (prefix), সাফিক্স (suffix) বসে নতুন শব্দ তৈরি হয়। তাই মূলশব্দগুলো শিখলেই দেখবেন, অনেকগুলো শব্দার্থ ও তাদের ব্যবহার শেখা সহজ হয়ে গেছে। এজন্য অনলাইনে অনেক পিডিএফ বা বই পেয়ে যাবেন সহজেই। সেখান থেকেই পছন্দনীয় যে কোনো একটি ডাউনলোড করে পড়া শুরু করতে পারেন।

৬. শব্দার্থ জেনে ইংরেজি আর্টিকেল পড়ুন

যে কোনো ইংরেজি আর্টিকেল, বই ইত্যাদি পড়ার সময় অজানা শব্দগুলোর অর্থ বুঝে নিয়ে পড়ার চেষ্টা করুন। অর্থ না বুঝে কেবল পড়ে গেলে আর্টিকেলের মূলভাব বোঝা সম্ভব হবে না। আর জিআরইতে কেবল কে কত দ্রুত ইংরেজি পড়তে পারেন, সেটাই যাচাই করা হয় না। বরং কে কত দ্রুত এর মূলভাব বুঝতে পারেন, সেটাই পরীক্ষা করা হয়।

ভার্বাল কম্প্রিহেনশনে ভালো ফল করতে হলে কম্প্রিহেনশন পড়ার সময় একটু কৌশল অবলম্বন করতে হয়। প্রতিটি লাইন না পরে মেইন পয়েন্টগুলো মাথায় রেখে বাকি লাইনগুলোতে কেবল চোখ বুলিয়ে যেতে হয়। পরে প্রশ্ন দেখে ওই পয়েন্টটি আরেকবার পড়ে ও বুঝে নিয়ে উত্তরের অপশন খুঁজতে হয়।

৭. প্রস্তুতি নিন শুরু থেকেই

ছবিসূত্রঃ Freiburg – WordPress.com

জিআরই পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য ভার্বাল এবং কোয়ান্ট ২ অংশের প্রস্তুতিই নিতে হবে প্রথম থেকেই। প্রথমদিন থেকেই প্রতিদিন ১০-২০টি নতুন শব্দ, এর অর্থ ও যথাযথ ব্যবহার শেখার অভ্যাস করুন। আপনি খুব অল্প সময়ে বা একমাসে হাজার খানেক শব্দ মনে রাখতে পারবেন না। আবার একেকটি শব্দ অনেকবার রিভিশন দিতে হয়। তাই প্রথম থেকেই প্রতিদিন নতুন শব্দ মনে রাখার অভ্যাস করলে পরবর্তীতে তা কঠিন মনে হবে না। প্রয়োজনে শব্দগুলো কোনো নোটপ্যাড, স্মার্টফোন বা খাতায় লিখে রাখুন ও প্রতিদিন রিভিশন দিন।

৮. বন্ধুদের সাথে আলাপ করুন ইংরেজিতে

ছবিসূত্রঃ Meetup

ফেসবুক বা অনলাইন গণমাধ্যমে বন্ধুদেরকে মেসেজ পাঠানোর সময় তা শুদ্ধভাবে ইংরেজিতে লেখার অভ্যাস করুন। ফেসবুকে এমন অনেক গ্রুপ আছে, যেখানে অনেকে ইংরেজিতে আলাপ বা লেখালিখি অনুশীলনের জন্য সহযোগী খুঁজে থাকেন। আপনিও এমন কোনো বন্ধু জোগাড় করে ইংরেজিতে আলাপ শুরু করতে পারেন। এতে ইংরেজি ভাষা চর্চা, ব্যবহার শেখা ও ভুলত্রুটি বোঝাও সহজ হয়।

৯. ভোকাবুলারি অনুশীলনের জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করুন

অনলাইনে ভোকাবুলারি অনুশীলনের জন্য বিভিন্ন অ্যাপ পাওয়া যায়। এগুলো ওয়ার্ড গেমস নাম পরিচিত। নতুন নতুন শব্দ অনুশীলন ও মনে রাখার জন্য এ পদ্ধতি বেশ কার্যকর। তাছাড়া এগুলো গেমস হওয়ায় আপনি শব্দ মুখস্ত করতে সহজে বিরক্তও হবেন না। ওয়ার্ড গেমস (Word Games), মেরিয়াম ওয়েবস্টার (Merriam Webster) ইত্যাদি ওয়েবসাইটে এ ধরনের গেমস পাবেন। এছাড়া প্লেস্টোরেও এরকম অনেক অ্যাপ পেয়ে যাবেন সহজেই।

১০. নিজের ভুলগুলোও মাথায় রাখুন

শুধু নতুন নতুন শব্দ মুখস্ত করা আর নতুন প্রশ্ন সমাধান করে যথেষ্ট নয়। প্রতিদিন আপনি নতুন শব্দ শিখতে গিয়ে বা প্রশ্ন সমাধান করতে গিয়ে যে ভুলগুলো করছেন সেগুলোও নোট করে রাখুন। পরদিন নতুন পড়া শুরু করার আগে এই নোটগুলোতে একবার চোখ বুলিয়ে নিন, যেন আগের দিন যে ভুলগুলো করেছেন সেগুলো নতুন করে আবার না করতে হয়। এতে করে নতুন অনেক শব্দ, যেগুলো আপনি সহজেই ভুলে যেতেন,  নিজের করা এই নোট দেখে আপনার মগজে গেঁথে যাবে।

১১. বিভিন্ন অনলাইন টুলগুলো ব্যবহার করুন

অনলাইনে জিআরইর অসংখ্য বই, পিডিএফ, প্রশ্নোত্তর, ভিডিও ইত্যাদি আছে। এছাড়া ফেসবুকে জিআরই অনুশীলনের জন্য বিভিন্ন গ্রুপও আছে। এই গ্রুপগুলোতে যোগ দিন। তাদের কাছেই জিআরইর মেটেরিয়ালগুলো পেয়ে যাবেন সহজেই। নিজের দুর্বল অংশগুলো চিহ্নিত করে সেসব বিষয়ে অনলাইনে সার্চ করে বাড়িতেই চর্চা করতে পারবেন।

১২. দলবেঁধে পড়ুন

ছবিসূত্রঃ ECPI University

জিআরই প্রস্তুতি একা একা না নিয়ে কয়েকজন বন্ধু একসাথে পড়া শুরু করুন। এতে সহযোগিতা ও প্রতিযোগিতা দুইই মনে কাজ করে এবং পড়াও হয় দ্রুতগতিতে। সবাই মিলে প্রতিদিন কয়টি শব্দ পড়বেন বা কোন বইয়ের ভার্বাল প্রশ্ন সমাধান করবেন, তার একটা টার্গেট নিয়ে নিন। দিন শেষে প্রত্যেকের খোঁজ নিন এবং নিজেদের ভুল ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করুন। এভাবে প্রতিটি দিন কাজে লাগানোর মাধ্যমে ধীরে ধীরে জিআরইর জন্য নিজেকে যথাযথ প্রস্তুত করে নিন।

১৩. নেমোনিক (Mnemonics) পড়ুন

নেমোনিক হলো শব্দ ও অর্থ মনে রাখার একটি বিশেষ কৌশল। জিআরই পরীক্ষার্থীদের কাছে এই কৌশল অত্যন্ত জনপ্রিয়। এ সংক্রান্ত অসংখ্য অ্যাপ প্লেস্টোরে পেয়ে যাবেন সহজেই। সেখান থেকেই প্রয়োজনীয় শব্দগুলো নেমোনিকসহ জেনে নিন।

Featured Image: Functional Medical Institute

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *