ইতিহাসপ্রেমীদের জন্য ১৭টি উচ্চবেতনের চাকুরী

প্রত্নতত্ববিদ ; Image Source: heritagedaily.com

ইতিহাস অর্থ হলো ঐতিহাসিক বিষয় নিয়ে লেখাপড়া করা। পুরনো সংস্কৃতি, ঐতিহ্য, কোনো দেশের ঘটনাবহুল দিনক্ষণ, পরিবেশের উপাদান, ভূতত্ত্ব বা নৃতত্ত্ব নিয়ে গবেষণা করাকে অনেকেই কিছুটা বিরক্তকর এবং অপছন্দের বিষয় মনে করেন। কিন্তু ইতিহাসকে গুরুত্ব দেয়া এসব বিষয় যারা অগ্রাধিকার দিয়ে থাকেন তাদেরও আয় কিন্তু কম নয়।

অকুপেশনাল ইনফরমেশন নেটওয়ার্ক (ও’নেট) এর মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক ডাটাবেস শত শত চাকুরী সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অফ লেবারের স্ট্যাটিসটিক্স ওয়েবসাইট অনুযায়ী যারা ইতিহাসের ব্যাপক জ্ঞান রাখেন তারা প্রায় ৬০,০০০ ডলারের বেশি উপার্জন করে থাকেন।
ও’নেট যারা ঐতিহাসিক ঘটনাসমূহের জ্ঞান, সংস্কৃতি এবং সভ্যতা অথবা এর প্রভাব নিয়ে বিভিন্ন গবেষণা বা চাকুরী করে থাকেন তাদের কাজের ঐতিহাসিক গুরুত্ব থেকে ১-১০০ মধ্যে পরিমাপ করে থাকেন।

ইতিহাস কেন্দ্রিক এ সকল চাকুরীর বেতন অনেক বেশি হয়ে থাকে। হিস্ট্রি-ইমপোর্টেন্সে এসকল চাকুরীর লেভেল সাধারণত ৪৮ এর উপরে থাকে।এ সকল চাকুরীর বাৎসরিক বেতন ৫৫,৮০০$ এর বেশি।

এই তালিকার শীর্ষে অবস্থান করছে এমন ১৭টি চাকুরী নিয়েই আমাদের আজকের লেখাটি।

১. পার্ক ন্যাচারিলিস্ট

এদের প্রধান কাজ হলো জনগণকে কোনো একটি নির্দিষ্ট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জানানোর জন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা। ঐ নির্দিষ্ট এলাকার পরিবেশ, ইতিহাস এবং বৈজ্ঞানিক যেকোনো বিষয়ে সেই অনুষ্ঠানে আলোচনা করা হয়। এদের বাৎসরিক আয় ৬১,১১০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৭৪।

২. প্রত্নতত্ববিদ

মানুষের ইতিহাস নিয়ে প্রত্নতত্ববিদরা গবেষণা করেন। প্রাগৈতিহাসিক যুগে মানুষের সংস্কৃতি, দৈহিক গড়ন, পোশাক, বাসস্থান, সভ্যতা এগুলো তাদের গবেষণার প্রধান ক্ষেত্র। গড় আয় ৬১,২২০$ এবং ঐতিহাসিক গুরুত্ব  ৯৮।

প্রত্নতত্ববিদ ; Image Source: heritagedaily.com

৩. নৃতত্ববিদ

নৃ-তত্ব বলতে আমরা শাব্দিকভাবে ‘সায়েন্স অব ম্যান’ বললেও মূলত প্রায়োগিক ক্ষেত্রে নৃতত্ব বলতে পুরনো দিনের মানুষের কথা ধরা হয়। অর্থাৎ নৃ-তত্ব আদিম মানুষের নানা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। এদের বার্ষিক আয় সাধারণত ৬১,২২০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৮২।

নৃতত্ববিদ; Image Source: unl.edu

৪. বিদেশী ভাষা এবং সাহিত্যের অধ্যাপক

ইংরেজী ভাষা ব্যতীত অন্য যেকোনো ভাষা এবং সাহিত্য অধ্যক্ষরা বিভিন্ন লেকচার দিয়ে থাকেন। অধ্যক্ষদের বাৎসরিক আয় ৬১,৩৮০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৫৭।

৫. ইংরেজি ভাষা এবং সাহিত্যের অধ্যাপক

সারা বিশ্বে অনেক ছাত্রছাত্রী আছে যারা তাদের রাষ্ট্রভাষায় পড়াশোনা করে। কিন্তু উচ্চশিক্ষার জন্য ইংরেজি ভাষা জানা আবশ্যক। তাই ইংরেজি ভাষা এবং সাহিত্যিকেরা ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষা, সাহিত্য এবং বিভিন্ন ভাষার সাথে ইংরেজির তুলনামূলক আলোচনা করে থাকেন। তাদের বাৎসরিক আয় ৬৩,৭৩০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৪৮।

৬. চিত্রকলা, নাট্যকলা এবং সঙ্গীতের অধ্যাপক

চিত্রকলা, নাটক, সঙ্গীত, ভাস্কর্য, নকশা ইত্যাদি বিষয়ে তারা ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন। বার্ষিক আয় ৬৫,৩৪০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৬৪।

চিত্রকলা, নাট্যকলা এবং সঙ্গীতের অধ্যাপক ; Image Source: washington.edu

৭. দর্শন এবং ধর্মবিষয়ক অধ্যাপক

দর্শন, ধর্ম অথবা ব্রাহ্মবিদ্যায় তারা পারদর্শী। বাৎসরিক আয় ৬৬,৩৮০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৫৫।

৮. সমাজবিজ্ঞানের অধ্যাপক

সমাজবিজ্ঞানের অধ্যাপকেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের বিভিন্ন কোর্স নিয়ে থাকেন। বার্ষিক আয় ৬৯,২৩০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৫৯।

৯. ইতিহাসবেত্তা

ইতিহাসবেত্তাগণ ইতিহাসের লিখিত উপাদানের মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেন, যদিও কেবল লিখিত উপাদান হতে ইতিহাসে সকল তত্ত্ব উদ্ধার করা সম্ভব নয়। ইতিহাস চর্চার ক্ষেত্রে যে উৎসগুলো বিবেচনা করা হয়, সেগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়: লিখিত, মৌখিক এবং শারীরিক বা প্রত্যক্ষ করণ। ইতিহাসবেত্তারা সাধারণত তিনটি উৎসই পরখ করে দেখেন। তবে সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হিসেবে লিখিত উপাদান সর্বজন স্বীকৃত। ইতিহাসবেত্তারা মানুষের আদিম ইতিহাস এবং বিভিন্ন ঘটনার সঠিক ইতিহাস ছাত্রমহলে তুলে ধরেন। বাৎসরিক আয় ৬৯,৪০০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ১০০।

ইতিহাসবেত্তা ; Image Source: news.providence.edu

১০. অঞ্চল, জাতিগত এবং সংস্কৃতি বিষয়ক অধ্যাপক

এদের বার্ষিক আয় ৭২,৩০০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৭১। অধ্যাপকেরা কোনো একটি এলাকা অথবা জাতির সংস্কৃতি নিয়ে চর্চা করেন। যেমন: ল্যাটিন আমেরিকা বিষয়ক পড়াশোনা, নারীদের নিয়ে লেখাপড়া অথবা নগর সংক্রান্ত আলোচনা।

১১. সমাজবিজ্ঞানী

এরা মানব সমাজ এবং একটি গোষ্ঠীর মধ্যে মানুষের আচরণ ইত্যাদি পর্যালাচনা করেন। এছাড়া বিভিন্ন সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক , বাণিজ্যিক সংস্থা নিয়ে গবেষণা করেন। বাৎসরিক আয় ৭৩,৭৬০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৫০।

১২. স্থাপত্যবিভাগের অধ্যাপক

স্থাপত্যবিদ্যা, ইনটেরিওর ডিজাইন সহ পরিবেশ, নকশা এবং বিভিন্ন ধরনের স্থাপত্যবিদ্যা বিষয়ক জ্ঞান ছাত্রদের দিয়ে থাকেন। এছাড়া তারা গবেষণাতেও অংশগ্রহণ করে। বার্ষিক আয় ৭৩,৯২০$। ঐতিহাসিক গুরুত্ব ৬৮।

স্থাপত্যবিভাগের অধ্যাপক ; Image Source: renoaddict.com

১৩. ভূগোলবিদ

তারা পৃথিবীর ভূখন্ড এবং সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে গবেষণা করেন। ভূখন্ড ভেদে মানুষের আচার-আচরণ, সংস্কৃতিগত অথবা শারীরিক গঠনে যে তারতম্য দেখা দেয় এগুলো নিয়ে তারা গবেষণা করে থাকেন। বাৎসরিক আয় ৭৪,২৬০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৬১।

১৪. রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক

তারা রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক আলোচনার চর্চা করেন এবং ছাত্রদের জ্ঞান দিয়ে থাকেন। বার্ষিক আয় ৭৬,৩৭০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৮৩।

১৫. রাজনৈতিক বিজ্ঞানী

রাজনীতির উৎপত্তি, উন্নতি এবং বিভিন্ন ধাপ নিয়ে তারা চর্চা করেন বার্ষিক আয় ৯৯,৭৩০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৬৯।

রাজনৈতিক বিজ্ঞানী ; Image Source: brocku.ca

১৬. ভূগোলের অধ্যাপক

বার্ষিক আয় ৭৫,৪০০$ এবং ঐতিহাসিক গুরুত্ব ৫০। তারা মূলত গবেষণাধর্মী কাজ করে থাকেন এবং পোস্ট সেকেন্ডারিতে ভূগোল বিষয়ক বিভিন্ন ক্লাস অথবা কোর্স নিয়ে থাকেন।

১৭. প্রত্নতত্ব এবং নৃতত্ত্ব বিষয়ক অধ্যাপক

ঐতিহাসিক গুরুত্ব ৮৯ এবং বাৎসরিক আয় ৭৭,৬৫০$। তারা মূলত ছাত্রদের প্রত্নতত্ব এবং নৃতত্ত্ব বিষয়ক ক্লাস অথবা কোর্স নিয়ে থাকেন এবং গবেষণায় আত্মনিয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *