জীবনের বিভিন্ন পর্যায়ের দক্ষতা নিয়ে আমার একাধিক রচনা আছে। আজও দক্ষতা বিষয়ক আরো একটি নিবন্ধ লিখে চলেছে। কিন্তু এই দক্ষতাগুলো কোনো বিশেষ ক্ষেত্রের জন্য প্রযোজ্য নয়, অথবা কোনো আপদকালীন অবস্থার জন্যও প্রয়োজনীয় নয়। সুস্থ-স্বাভাবিক জীবনে সাফল্যের সাথে টিকে থাকতে হলে এই সাধারণ দক্ষতাগুলো সব মানুষের মধ্যে থাকা চায়। আপনি যদি সফল হতে চান, তবে অবশ্যই আপনার মধ্যে এই দক্ষতাগুলো থাকতেই হবে।

photo: flickr

১. দর-কষাকষি করতে জানা

দর-কষাকষি শব্দটা শুনেই নিশ্চয়ই আপনাদের হাট-বাজারের কথা মনে হয়েছে? আসলে দরকষাকষি শব্দটা হাট বাজারে কেনা বেচার ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়। কিন্তু এই দক্ষতা শুধুমাত্র কেনাকাটায় টাকা বাঁচাতে নয়, জীবনের আরো নানা ক্ষেত্রে কাজে লাগে। দর-কষাকষিকে আরো ভালো বাংলায় বলা যেতে পারে নিজের অধিকার প্রতিষ্ঠায় আলোচনা করা।

photo: empower wealth

এই দক্ষতা সবার মধ্যে থাকে না। যাদের মধ্যে এই দক্ষতা থাকে তারা যে কোনো পরিস্থিতি নিজের অনুকূলে এনে অধিকার আদায় করে নিতে জানে। যে কোনো ব্যবসা বা চাকরি ক্ষেত্রে এই দক্ষতা আপনার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সহযোগিতা করবে। একই সাথে এই দক্ষতা আপনার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয় বহন করে।

সঠিকভাবে যে কোনো বিষয়ে দর-কষাকষি করে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে জানার অর্থ হল, আপনি যেকোন ব্যবসা আলোচনায় অত্যন্ত পটু এবং সাফল্য সব সময় আপনার পক্ষে থাকে। সুতরাং স্বভাবতই চাকরির বাজারেও এমন মানুষের কদর বেশি। কাজেই সাফল্যের জন্য আপনাকে দর-কষাকষি করার এই দক্ষতা অর্জন করতে হবে।

২. মিথ্যা শনাক্ত করতে জানা

মিথ্যা শনাক্ত করতে পারা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি দক্ষতা। আপনার চারপাশের মানুষগুলো চিন্তা-চেতনায় আপনার মত না। বিভিন্ন প্রয়োজনে অথবা নিজেকে জাহির করার তাগিদে মানুষ নানান ধরণের মিথ্যা বলে। যদিও কিছু সাদা মিথ্যা অন্যের জীবনে কোনো বিরূপ প্রভাব ফেলে না। তবে মানুষের এই মিথ্যা বলার প্রবণতা কখনো কখনো অন্যকে বিপদে ফেলে দেয়।

photo: bigthink

সুতরাং যে কোনো পরিস্থিতির জন্য মিথ্যা শনাক্ত করতে পারার দক্ষতা আপনার মধ্যে থাকতে হবে। পারিবারিক, সামাজিক এবং কর্মজীবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বলা মিথ্যা শনাক্ত করতে না পারলে আপনি সব ক্ষেত্রেই ব্যর্থ হবেন। অন্যরা খুব সহজেই আপনাকে বোকা বানাবে অথবা আপনাকে ধোকা দিবে।

তাছাড়া আপনারা হয়তো জেনে অবাক হবেন, গবেষণায় দেখা গেছে প্রায় ৯১ শতাংশ মানুষ দৈনন্দিন নানা প্রয়োজনে কর্মক্ষেত্রে এবং পরিবারে মিথ্যা বলে থাকে! এমনকি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রতি দশ মিনিটের আলোচনায় অন্তত দুই থেকে তিনটি মিথ্যা বলে। মানুষের বলা এই মিথ্যাগুলো সবক্ষেত্রে ক্ষতিকর হয় না। কোনো কোনোটা নিছক নিজেকে জাহির করার প্রয়োজনে মানুষ বলে থাকে। কিন্তু সেই মিথ্যা বুঝতে পারার দক্ষতা যদি আপনার মধ্যে না থাকে তবে আপনি খুব সহজেই এইসব মিথ্যার জালে জড়িয়ে যাবেন এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আধুনিক পৃথিবীর এই জটিল সময়ে বসবাস করতে হলে আপনাকে মিথ্যা শনাক্ত করার দক্ষতা অর্জন করতে হবে।

৩. নীরব থাকা এবং মনোযোগ দিয়ে শোনার দক্ষতা

আমরা নিত্যদিন নানান ধরনের কাজ করি এবং সবাই সাফল্যের পিছে ছুটি। কিন্তু এই সাফল্য অর্জনের জন্য একটি খুব সাধারন দক্ষতা হলো নীরব থেকে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা। অথচ এই কাজটি বেশিরভাগ মানুষ করেন না। আপনি যদি সত্যিই কোনো কাজ ভালভাবে শিখতে চান, অথবা কারো সাথে খুব ভালো যোগাযোগ স্থাপন করতে চান, তবে অবশ্যই আপনাকে নীরব থেকে সবকিছু শেখা এবং অন্যের কথা শোনার দক্ষতা অর্জন করতে হবে।

photo: boundless

অন্য মানুষকে আরো ভালোভাবে বুঝতে শিখতে হবে। এতে আপনি আরো বেশি সামাজিক এবং দায়িত্বশীল মানুষের পরিণত হবেন, যা খুব সহজেই অন্যের সাথে আপনার সম্পর্ক উন্নয়ন এবং একজন ব্যক্তিত্ববান মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করতে সহযোগিতা করবে। সুতরাং সাফল্যের জন্য নিজে নীরব থেকে অন্যের কথায় মনোযোগী হওয়ার দক্ষতা আপনাকে অর্জন করতে হবে।

৪. গল্প বলার দক্ষতা

গল্প শোনার আকাঙ্ক্ষা মানুষের বহু পুরনো। সৃষ্টির আদিম যুগের নানান পৌরাণিক কাহিনী এবং আমাদের মানবজাতির অতীত ইতিহাস এই গল্পের মাধ্যমে মানুষের মুখে মুখে আজকের সময় পর্যন্ত বেঁচে আছে। তাছাড়া আমরা সবাই জানি, শিশুকাল থেকেই মানুষের গল্প শোনার প্রতি কতই না আকাঙ্ক্ষা থাকে।

সুতরাং বুঝতেই পারছেন, সুন্দর করে যারা গল্প বলতে জানে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা কত বেশি! সুন্দর গল্প বলা, তথা উপস্থাপন দক্ষতা সব মানুষের মধ্যে থাকে না। যে মানুষের মধ্যে এই দক্ষতা থাকে সে পরিবার এবং কর্মক্ষেত্রে সবার প্রিয় পাত্রে পরিণত হয়। স্বভাবতই এই বিশেষ দক্ষতা ব্যক্তি এবং কর্ম জীবনে তাকে অন্যদের তুলনায় অনেক বেশি সফল করে তোলে।

photo: buffalo7

তাছাড়া গল্প বলার এই দক্ষতা মানুষের কল্পনা শক্তিকে বিকশিত করে। উপস্থাপন ক্ষমতা আরো বৃদ্ধি করে। সব মিলিয়ে তিনি সবার কাছে একজন আকর্ষণীয় মানুষ হয়ে ওঠেন।

সুতরাং ব্যক্তি এবং কর্ম জীবনে সাফল্যের জন্য আপনার মধ্যেও গল্প বলার এই অসামান্য দক্ষতা থাকতে হবে। আপনাকে জানতে হবে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কর্মক্ষেত্র বা বাড়িতে কিভাবে গল্প করে সবাইকে মোহিত করে রাখতে হয়। আপনাকে জানতে হবে নতুন কোনো প্রকল্প গল্পের ছলে কিভাবে আকর্ষণীয় ভাবে সাধারণ কর্মীদের সামনে উপস্থাপন করতে হয়।