স্পিকিং টেস্টের জন্য পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতি সম্পর্কে জানা প্রয়োজন সবার প্রথমে। আইইএলটিএস স্পিকিং প্রস্তুতি সম্পর্কিত লেখাগুলোতে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেগুলো হচ্ছে,
- আইইএলটিএস স্পিকিং এর প্রাথমিক ধারনা।
- আইইএলটিএস স্পিকিং এর বিষদ আলোচনা (পর্ব- ১, পর্ব- ২, পর্ব- ৩)।
- আইইএলটিএস স্পিকিং এর প্র্যাকটিস টেস্ট ও তার বিভিন্ন উৎস।
- আইইএলটিএস স্পিকিং স্কোরিং।
- আইইএলটিএস স্পিকিং অনুশীলনের অন্যান্য উৎস।
আইইএলটিএস স্পিকিং সম্পর্কিত আগের লেখাটিতে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই অংশে আমরা জানতে পারবো কোন বিষয় গুলোর উপর জোর দিলে স্পিকিং এ ভালো স্কোর করা সম্ভব। সেই সাথে প্রস্তুতি নেবার উৎসগুলো সম্পর্কেও জানতে পারবো।
আইইএলটিএস স্পিকিং এর প্র্যাকটিস টেস্ট ও এর বিভিন্ন উৎস
ইংরেজিতে একটা কথা আছে ” Knowing your enemy is winning half of the battle.”। যার অর্থ শত্রুকে জানা অর্ধেক যুদ্ধ জয়ের সমান। আইইএলটিএস স্পিকিং পরীক্ষার ময়দানে জয়ী হতে চাইলে শত্রু সম্পর্কে ধারণা নিন। কী ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে ধারণা পাওয়ার জন্য অনলাইনেই অনেক ওয়েবসাইট পাবেন। যেখানে প্র্যাকটিস টেস্টের মাধ্যমে পরীক্ষা সম্পর্কে ধারণা পাবেন। আবার নিজের দক্ষতা সম্পর্কে জানবেন, দক্ষতা বাড়াতেও পারবেন। এরকম কিছু লিংক নিচে দেওয়া হলো,
আইইএলটিএস স্পিকিং ডায়াগনোস্টিক টেস্ট
আইইএলটিএস স্পিকিং ইন্টারভিউ সিমুলেশন ভিডিও
স্পিকিং টেস্টের প্রস্তুতির জন্য অফিসিয়াল প্র্যাকটিস টেস্ট ও টেক্সবই একটি অন্যতম উৎস। “দি অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু আইইএলটিএস” এ ডিভিডি’র মাধ্যমে স্পিকিং পরীক্ষা সম্পর্কে জানতে পারবেন।
আইইএলটিএস স্পিকিং স্কোরিং
আইইএলটিএস স্পিকিং পরীক্ষায় চারটি প্যারামিটারের উপর নির্ভর করে স্কোর দেওয়া হবে। তবে এর আগে ব্যান্ড নির্ধারণের সাধারণ নিয়ম সম্পর্কে জেনে নিন।
এবার চলুন জেনে নেই স্পিকিং এ ব্যান্ডের হিসাব যে প্যারামিটারগুলোর উপর নির্ভর করে হিসেব করা হয় সে সম্পর্কে।
সচ্ছতা এবং সঙ্গতি (ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্স)
স্বচ্ছতা ও সঙ্গতি বিচার করা হয় পরীক্ষার্থীর ইংরেজিতে যথাযথভাবে যোগাযোগ করাতে পারার দক্ষতার উপর নির্ভর করে। কতোটা যুক্তিসঙ্গত, যথাযথ এবং জটিলতা বর্জন করে সাবলীল ছন্দে পরীক্ষার্থী মনের ভাব প্রকাশ করতে পারেন তার উপর নির্ভর করে স্বচ্ছতা ও সঙ্গতির জন্য মার্ক নির্ধারণ করা হয়। স্পিকিং এ পারফেক্ট ৯ স্কোর মানে হচ্ছে পরীক্ষার্থীকে কথা বলার সময় শব্দ খোঁজার প্রয়োজন পড়ে না, ব্যাকরণের দিকেও মনোযোগ দেবার প্রয়োজন হয় না। এক্ষেত্রে ভালো ফলাফলের জন্য পরীক্ষার্থী যা বলতে চান তার অর্থের দিকে মনোযোগ দিতে পারেন, ইংরেজি ভাষার দিকে মনোযোগ না দিয়ে। সঙ্গতি আর স্বচ্ছতা অনেকটা এক মনে হলেও আসলে আলাদা। আইইএলটিএস স্পিকিং পরীক্ষার্থী কতোটা দ্রুততার সাথে তার চিন্তাকে শব্দে অর্থপূর্ণভাবে প্রকাশ করতে পারে তার উপর নির্ভর করে সঙ্গতি যাচাই করা হয়।
আভিধানিক জ্ঞান (লেক্সিক্যাল রিসোর্স)
পরীক্ষার্থীর শব্দ ভাণ্ডার কতোটা সমৃদ্ধ, তার উপর নির্ভর করে মার্কিং করা হয় এই অংশে। আপনি কতোটা সঠিকভাবে উপযুক্ত শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করতে পারেন তা যাচাই করে স্কোর করা হয়।
পরীক্ষক আপনাকে নিবিড়ভাবে নিরীক্ষণ করবেন, আপনি কী ধরনের শব্দ কিংবা শব্দগুচ্ছ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করছেন। আপনি একই ধরনের শব্দ কিংবা শব্দগুচ্ছ বারবার ব্যবহার করে মনের ভাব প্রকাশ করছেন, নাকি আপনার ইংরেজি শব্দভাণ্ডার যথেষ্ট সমৃদ্ধ তার উপর নির্ভর করে আপনাকে মার্ক দেওয়া হবে আভিধানিক জ্ঞানের এই অংশে।
ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান (গ্রামাটিকাল রেঞ্জ)
কাজ চালানোর জন্য কিংবা মনের ভাব প্রকাশ করার জন্য ব্যাকরণ সম্পর্কে খুব একটা জ্ঞানের প্রয়োজন হয় না। কিন্তু আইইএলটিএস যেহেতু ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের পরীক্ষা তাই এক্ষেত্রে একজন শিক্ষার্থীর ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান কতোটুকু সেটাও যাচাই করা হয়। চেষ্টা করবেন যতোটা সম্ভব কম ভুল করে উত্তর দেওয়ার। জটিল কিংবা মিশ্র বাক্য ব্যবহারের সময় বাক্যের গঠন ঠিক আছে কিনা, অতীত বা ভবিষ্যৎ সম্পর্কিত বাক্য ব্যবহারের ক্ষেত্রে ক্রিয়া পদ সঠিকভাবে ব্যবহার করেছেন কিনা এবং ব্যাকরণের অন্যান্য নিয়মগুলো মেনে বাক্য গঠন করছেন কিনা, তা লক্ষ্য রাখুন।
যদি আপনার ব্যাকরণ সম্পর্কিত জ্ঞান খুবই সীমিত হয় এবং কথা বলার সময় অনেক বেশি ভুল করেন তবে প্র্যাকটিস টেস্টের প্রশ্নগুলো উত্তর করার সময় রেকর্ড করে নিন। প্র্যাকটিস শেষে বারবার শুনে ভুলগুলো খুঁজে বের করে শোধরানোর চেষ্টা করুন। চিন্তা করে ঠিক করুন, কোন পদ্ধতি ব্যবহার করে ঐ ভুলগুলো এড়াতে পারেন আপনি। যদি সম্ভব হয় এমন কারো থেকে ফিডব্যাক নিন, যার ইংরেজির দক্ষতা নেটিভ লেভেলের। যদি হাতে বেশ কিছু দিনের সময় থাকে তবে ইংরেজি স্পিকিং ক্লাসেও ভর্তি হয়ে যেতে পারেন।
উচ্চারণ (প্রোনানসিয়েশন)
কীভাবে উচ্চারণ করছেন তার উপরও খেয়াল রাখতে হবে। যেমন আপনি চাইলেই আরবি ভাষা এরাবিয়ানদের মতো বলতে পারবেন না। কিন্তু স্পষ্ট করে মনের ভাব প্রকাশের জন্য উচ্চারণ ঠিক থাকা জরুরি। আমাদের ভোকালকর্ড এমনভাবে তৈরি যে এশিয়ানদের ইংরেজি বলার স্টাইলে ভিন্নতা থেকে যায়। তাই আপনার চেষ্টা যদি এমন পর্যায়ের হয় যে আপনি ব্রিটিশ বা অ্যামেরিকানদের অ্যাকসেন্টের কাছাকাছি কিছু করতে পারেন তবে তার জন্য আপনার ঝুলিতে কিছু বাড়তি পয়েন্ট যোগ হবে উচ্চারণের প্যারামিটারের ভিত্তিতে। শুধু শাব্দিক উচ্চারণের দিকে মনোযোগ না দিয়ে নেটিভ লেভেলের দক্ষতা অর্জনের জন্য ব্রিটিশ কিংবা অ্যামেরিকান উচ্চারণের অডিও ক্লিপ শুনুন। মুভি দেখতে পারেন, তবে উচ্চারণের দিকে মনোযোগ দিন।
এই অংশে কোন কোন প্যারামিটারের উপর ভিত্তি করে স্পিকিং অংশে ভালো করতে পারেন সে সম্পর্কে জানলাম। পরবর্তী অংশে স্পিকিং পরীক্ষার ধাপগুলো সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো।
Featured Image: nextopusa.com