আইইএলটিএস স্পিকিং সম্পর্কিত প্রথম লেখাটি থেকে আমরা পরীক্ষার ধরণ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছি। ২য় লেখাটিতে কী কী নির্ণায়ক স্পিকিং এর স্কোর নির্ধারণ করতে ব্যবহার হয় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ অংশে তিনটি পর্বের বিষদ আলোচনা করা হবে।
আইইএলটিএস স্পিকিং: ১ম, ২য় ও ৩য় পর্ব (টিপস অ্যান্ড ট্রিক্স)
ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে আইইএলটিএস স্পিকিং এ তিনটি সেকশনে তিন ধরনের প্রশ্নের মাধ্যমে ইংরেজির দক্ষতা যাচাই করা হয়। এ অংশে আমরা বিস্তারিত আলোচনা করবো কী কৌশল অবলম্বন করে ভালো ফলাফল করা সম্ভব।
পর্ব- ১ আইইএলটিএস স্পিকিং এর প্রশ্ন
আপনি যদি এমন কোনো ব্যাক্তির সাথে পরিচিত হয়ে থাকেন যার মাতৃভাষা ইংরেজি, তবে ইতিমধ্যে আপনি জানেন আইইএলটিএস স্পিকিং এর প্রথম পর্বে আপনাকে কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। এ পর্বে সাধারণত আপনার ব্যক্তিগত তথ্য সম্পর্কিত প্রশ্ন করা হয়। যেমন- আপনার স্কুল, জন্মস্থান, পরিবার ইত্যাদি। প্রথম পর্ব পরবর্তী অংশগুলোর প্রস্তুতি পর্ব হিসেবে নিতে পারেন। অপ্রস্তুত মনে হলে এ পর্ব আপনাকে সাহায্য করবে পরবর্তী অংশের জন্য প্রস্তুত হতে।
প্রথম পর্বের প্রশ্নগুলো পরবর্তী অংশের তুলনায় খুবই সহজ। তবে তার মানে এই নয় যে আপনি কোনো প্রস্তুতি নিবেন না। বরং শুরুটা ভালো করে আত্মবিশ্বাসের সাথে করতে পারলে পরীক্ষকের মনে আপনার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে। অনুশীলনের মাধ্যমে নিজেকে এই পর্বের জন্য প্রস্তুত করুন যেন সাবলীলভাবে সব প্রশ্নের উত্তর করতে পারেন। এ ক্ষেত্রে নিন্মোক্ত কৌশল অবলম্বন করতে পারেন।
পর্ব- ১ টিপস ও ট্রিক্স
বিস্তারিত উত্তর করার চেষ্টা করুন
প্রথম পর্বে আপনাকে এমন কিছু প্রশ্ন করতে পারে যার উত্তর এক কথায় দেয়া যায়। এরকম প্রশ্নের ক্ষেত্রে চেষ্টা করুন এক কথায় উত্তর না দিয়ে বিস্তারিত উত্তর করতে। আপনাকে এমন প্রশ্ন করতে পারে যার উত্তর হ্যা কিংবা না। উদাহরণস্বরূপ, আপনার পরিবার কোনো বিশেষ ধরনের উৎসব পালন করে কিনা এ ধরনের প্রশ্নের উত্তর সহজেই হ্যা অথবা না এর মাধ্যমে দেওয়া যায়। এ ক্ষেত্রে শুধু হ্যা অথবা না বলার থেকে বলুন ” হ্যা, প্রতিবছর গ্রীষ্মের ছুটিতে আমরা সবাই দাদার বাড়ি বেড়াতে যাই।”
সমার্থক শব্দ ব্যবহার করুন যতোটা সম্ভব
প্রশ্ন করার সময় যে শব্দ ব্যবহার করা হয়েছে ঐ একই শব্দ ব্যবহার না করে উত্তর করার চেষ্টা করুন।
যেমন আপনাকে যদি প্রশ্ন করা হয়, ” কে আপনাকে বাড়ির কাজ করতে সাহায্য করে?”
তিনভাবে এর উত্তর করতে পারেন।
১। আমার বোন আমাকে বাড়ির কাজ করতে সাহায্য করে।
২। আমার বোন সাহায্য করে যখন প্রয়োজন হয়।
এবং
৩। যখনই আমি বাড়ির কাজ করতে সমস্যায় পরি আমার বোন সবসময় আমাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে।
তৃতীয় উত্তরটি এক্ষেত্রে বেশি উপযুক্ত। এভাবে একটু ভিন্নরূপে আকর্ষণীয় করে উত্তর দেওয়ার চেষ্টা করুন।
প্রাসঙ্গিক কথা বলুন
আপনি অপ্রস্তুত বোধ করছেন। তাই যে কোনো সময়ে খেই হারিয়ে অপ্রাসঙ্গিক কিছু বলে ফেলতে পারেন। চেষ্টা করুন যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে ঐ বিষয়ে থাকতে। আপনাকে বলা হলো নদী সম্পর্কে বলতে আর আপনি সারাক্ষণ গরু সম্পর্কে আলোচনা করে শেষে গিয়ে বললেন গরু নদীতে গোসল করে, এমনটি যেন না হয়।
পর্ব- ২ আইইএলটিএস স্পিকিং
এই পর্বে একটা “টপিক কার্ড” পাবেন, যার মধ্যে যে ফিচারগুলো নিয়ে কথা বলতে হবে তার বিস্তারিত ও কিছু প্রশ্ন দেওয়া থাকবে। ১ মিনিট সময় পাবেন ঐ টপিকের উপর উত্তর তৈরি করার জন্য। উত্তর প্রস্তুত হলে ১ থেকে ২ মিনিট সময় পাবেন উত্তর করার। পার্ট- ২ এর প্রস্তুতির জন্য কিছু টপিক ধরে ধরে উত্তর করার অভ্যাস করতে পারেন। তবে পরীক্ষায় কী টপিক পাবেন, সে সম্পর্কে ধারণা করা সত্যিই দুষ্কর। টপিক কার্ডে যে ফিচারগুলো থাকবে সেগুলো হচ্ছে,
ফিচার ১ > টপিকের সাধারণ বর্ণনা
ফিচার ২ > ৩টি বিস্তারিত পয়েন্ট
ফিচার ৩ > আলোচনা
টপিক কার্ডের ডান দিকের নিচের অংশে পার্ট- ২ সম্পর্কিত কিছু প্রশ্ন থাকে। বাম পাশের অংশে টপিকের মূল ফিচারগুলো সম্পর্কে লেখা থাকবে। টপিক সম্পর্কে বলার সময় এগুলোর সাথে সম্পৃক্ত উত্তর দিতে হবে। উদাহরণ স্বরূপ নিচের অংশ দেখতে পারেন,
পর্ব- ২ টপিক কার্ড
ফিচার -১ > কাউকে উপদেশ দিয়েছেন এমন কোনো ঘটনা সম্পর্কে বলুন।
ফিচার- ২> যে অংশগুলো যোগ করতে হবে
– কাকে উপদেশ দিয়েছেন ?
– উপদেশ কী সম্পর্কিত ছিল ?
– ঐ ব্যক্তি কীভাবে নিয়েছিলেন আপনার উপদেশ?
ফিচার- ৩> এবং এরকম উপদেশ দেওয়ার কারণ ব্যাখ্যা করুন।
উত্তর করার আগে ১ মিনিট সময়ের মধ্যে চিন্তা করে উত্তর প্রস্তুত করতে হবে।
পর্ব- ২ টিপস ও ট্রিক্স
- যে প্রশ্নগুলো করা হবে তার উত্তর করুন।
- কথা প্রসঙ্গে অন্য কোনো টপিকে চলে যাবেন না।
- সময়ের দিকে লক্ষ্য রাখুন।
- নোট করার অভ্যাস করুন। মনে রাখবেন বিস্তারিত লেখার সময় পাবেন না।
- এক শব্দ বারবার ব্যবহার না করে সমার্থক শব্দ ব্যবহার করুন যতোটা সম্ভব।
পর্ব- ৩ আইইএলটিএস স্পিকিং এর প্রশ্ন
২য় পর্ব শেষে ঐ টপিক সম্পর্কিত কিছু প্রশ্ন করবেন পরীক্ষক। যেগুলো সরাসরি টপিক সম্পৃক্ত। এর পরপরই তৃতীয় পর্বে চলে যাবেন। অন্য পর্বগুলোর তুলনায় এটি বেশ জটিল। তবে সবসময়ই ২য় ও ৩য় পর্বের মধ্যে একটা যোগসূত্র থাকে।
এই অংশে ২য় পর্বের মতো কোনো সময় দেওয়া হবে না উত্তর প্রস্তুত করার জন্য। বিস্তারিত ও অপেক্ষাকৃত জটিল প্রশ্নের মুখোমুখি হতে হবে এই অংশে।
এই পর্বে সফল হতে হলে মনোযোগ দিয়ে স্থিরতার সাথে উত্তর করতে হবে। আপনার মূল উদ্দেশ্য ইংরেজির দক্ষতা প্রমাণ। তাই উত্তরের দিকে মনোযোগ তেমন না দিলেও চলবে। কীভাবে শব্দ ব্যবহার করে বাক্য গঠন করলেন, সে দিকে মনোযোগ দিন।
পর্ব- ৩ টিপস ও ট্রিক্স
- যেটা সবচেয়ে সহজ সেটা বলুন। যে ভাবে উত্তর করলে সুবিধা সেভাবে উত্তর করুন। ঠিক ভুল চিন্তা করার প্রয়োজন নেই।
- এমন কিছু বলুন যা আপনার ইংরেজি ভাষায় দক্ষতার ছাপ রাখে।
- যখন প্রয়োজন কয়েক মুহূর্ত সময় নিয়ে উত্তর করুন।
আইইএলটিএস স্পিকিং সম্পর্কিত পরের লেখাটিতে এর সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তর ও সামগ্রিকভাবে কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে আলোচনা করা হবে।
Featured Image: varanasienglish.com