গুগল যেভাবে পৃথিবীকে বদলে দিল

গুগল সম্পর্কে আমরা সবাই কমবেশি যানি। এটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর নির্মাতা। গুগল কিন্ত প্রথম থেকেই এমন নয়। এর জন্ম হয়েছিল ইউনিভার্সিটি তে পড়ুয়া দুই বন্ধুর হাতে যারা কিনা প্রোগ্রামিং খুব একটা দক্ষ ছিল না। কিন্ত তাদের এই অদক্ষতাই তাদের ভাগ্যের চাকা খুলে দিল। তাদের তৈরি সার্চ ইঞ্জিন অন্যতম হয়ে উঠল।পৃথিবীর বুকে সূত্রপাত হলো প্রযুক্তির এক নতুন অধ্যায় এর।

গুগল কিন্ত শুধুমাত্র তাদের সার্চ ইঞ্জিন নিয়েই বসে থাকেনি। তারা নিত্যনতুন চমক এনে হাজির করছে আমাদের সামনে, যেগুলোর দ্বারা আমাদের অজান্তেই পৃথিবীতে ঘটে চলেছে বড় ধরনের পরিবর্তন।

নিচে এমনই কিছু পরিবর্তনের চিত্র তুলে ধরা হলোঃ

১। আমাদের ব্রেন এর পরিবর্তনঃ শুনতে খানিকটা অবাক লাগলেও কথাটি সত্যি। আমরা জানি যে, আমাদের ব্রেনের দক্ষতা এর ব্যবহারের উপর নির্ভর করে। গুগল এর সার্চ ইঞ্জিনে প্রচুর পরিমানে ডাটা বিদ্যমান। এখন আমাদের কোনও কিছু জানার প্রয়োজন হলে আমরা সেটার উত্তর খোজার জন্য চিন্তা না করে সরাসরি গুগলে সার্চ করি। অর্থাৎ একদিকে যেমন আমাদের ব্রেনের চিন্তাশক্তি কমে যাচ্ছে অন্যদিকে আমরা গুগলকে ভার্চুয়াল ব্রেন হিসেবে ব্যবহার করছি। আমাদের ব্রেনের উপর গুগল এর কতড়িত্ব ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে।     

২। মোবাইল মার্কেট দখলঃ আমরা সকলেই জানি যে, এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর প্রতিষ্ঠাতা গুগল। ২০০৮ সালে যখন প্রথম এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম সংবলিত প্রথম স্মার্ট ফোন বাজারে নিয়ে আসে তখন থেকেই স্মার্ট ফোন বাজারে এর প্রতিযোগীতা শুরু হয়ে যায়। আর বর্তমানে স্মার্ট ফোন বাজারের ৮৫ ভাগই এই এন্ড্রয়েডের দখলে।

৩। ঘরের মাঝে পৃথিবীঃ গুগল এর অন্যতম উপহার হলো Google Earth (গুগল আর্থ) এটি আমাদের জীবনকে অনেকটাই সহজতর করে তুলেছে। গুগল আর্থ এর মাধ্যমে আপনি ঘরের মাঝে থেকেই আপনার পিসি বা মোবাইল এর মাধ্যমে সমগ্র পৃথিবীর যেকোনো স্থানের সরাসরি ভিউ দেখতে পারেন। ফলে কোনও স্থান সম্পর্কে যানার জন্য খুব একটা কষ্ট করার প্রয়োজন পড়ে না।

৪। রাস্তাঘাটে গুগলঃ আমরা যারা বিশেষ করে স্মার্ট ফোন ইউজার রা গুগলম্যাপ সম্পর্কে কম বেশি সবাই জানি। এটি আমাদের কাছে অতি পরিচিত এবং রাস্তাঘাটে অন্যতম সহায়ক। আপনি চাইলে এটি আপনাকে পথ দেখিয়ে আপনার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিতে পারে। অনেকটা ট্রাফিক পুলেশের মতই। এছাড়াও এটি অচেনা স্থানে আপনার অবস্থান ডিটেক্ট করতে পারে। অর্থাৎ গুগল আমাদের দৈনন্দিন চলাচল অনেকটাই সহজ করে তুলেছে।

৫। ডাক পরিবহনে গুগলঃ বর্তমানে আমরা যারা ইন্টারনেট ব্যবহারকারী তাদের অধিকাংশই জিমেইল ব্যবহার করে থাকি। এটি কিন্ত গুগলেরই অবদান। জিমেইল প্রচলিত মেইলিং সিস্টেম কে অন্যমাত্রায় পৌঁছে দিয়েছে।

৬। সার্চ ইঞ্জিনঃ গুগল এর সূত্রপাত হয় এই গুগল সার্চ ইঞ্জিন থেকেই। এটি দিন দিন আরও সমড়িধ্বশালী হচ্ছে। এতে আরও নতুন নতুন সুবিধা যোগ করা হচ্ছে। যেমন, ইমেজ সারচ,ভিডিও সার্চ প্রভৃতি। এমনকি এতে ভয়েজ কমান্ড সিস্টেম চালু করা হয়েছে যার ফলে আপনি আপনার আওয়াজ দ্বারাই একে কন্ট্রোল করতে পারবেন।

উপরে গুগল এর কয়েকটি দিকমাত্র তুলে ধরা হলো। এছাড়াও গুগল আমাদের আরও নানাভাবে সাহায্য করে আসছে। আর একটি কথা আমাদের জনপ্রিয় YOUTUBE এর মালিক কিন্ত এই গুগলই।        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *