বাংলাদেশি প্রাথমিক বা মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের স্কলারশিপ

বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বৃত্তির আবেদনের সময় বাড়ল। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স (ফুলব্রাইট ডিএআই) শিরোনামে এ শিক্ষা কার্যক্রমের জন্য আবেদনের সময় বাড়ল ৪ দিন। এটি বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ক্রেডিটবিহীন পেশাগত বিনিময় কার্যক্রম।

ফুলব্রাইট ডিএআইতে আবেদনের শেষ দিন ছিল আজ বৃহস্পতিবার (১১ মে)। আরও চারদিন আবেদন করতে পারবেন শিক্ষকেরা। এখন আবেদন করা যাবে ১৫ মে পর্যন্ত। ওই দিন বাংলাদেশ সময় ৯টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের। মার্কিন দূতাবাসের ফেসবুকে পেজে এসব কথা বলা হয়েছে।  

ফুলব্রাইট ডিএআই ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জের একটি প্রোগ্রাম। এই বৃত্তি পেলে ছয় সপ্তাহের জন্য বাংলাদেশি শিক্ষকেরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেবেন। এটি একটি পেশাদার উন্নয়ন প্রোগ্রাম। এ প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে পেশার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে এবং স্থানীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের দক্ষতা পর্যবেক্ষণ ও শেয়ার করতে পারবেন।

আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।

আবেদনের যোগ্যতা

  • বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে।
  • প্রাইমারি অথবা মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের ইংরেজি, গণিত, সিভিক এডুকেশন, বিজ্ঞান বা সামাজিক অধ্যয়নের শিক্ষক হতে হবে।
  • শিক্ষাদানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজিতে কথা বলা এবং লেখার দক্ষতা থাকতে হবে।
  • মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে পরিচিত হতে হবে।

https://fulbright.irex.org/Account/Login?ReturnUrl=%2F

Inquiry Project:  While studying at a U.S. university, each participant will work on completing an individual or a group project on a topic of their choice.  

University Coursework:  Participants can choose to audit a range of academic courses that align with their professional development goals. The host university will provide coursework on a wide range of topics, including curriculum development, second language instruction, comparative education, educational leadership, and teaching methodologies, among others, from which participants can choose.  

Fulbright Seminar:  Participants will take part in a seminar at their host university featuring discussions led by university staff, faculty members, and invited guests.  The seminar topics will focus on reflecting on the field experience, shaping the inquiry projects, and examining trends and current issues in education, such as curriculum, instruction and learning, assessment, instructional technology, student-centered learning, and teacher leadership, among other topics that are of interest to participants. 

U.S. School Placements:  Participants will be placed at an American elementary or high school to observe classes, co-teach, and share their expertise and information about their home country with their host institution.    

Online Professional Learning Community:  Each participant will gain access to a virtual community of practice where they can collaborate and exchange ideas with like-minded peers and educational professionals working in various countries around the world.   

 Eligibility Requirements: 

  •  Be a Bangladeshi citizen currently residing in Bangladesh.  
  • Be a primary or secondary-level full-time teacher of English, English as a Foreign Language (EFL), Math, Civic Education, Science, or Social Studies. 
  • Have a minimum of five years of professional experience in full-time teaching by the start of the program. 
  • Have excellent oral and written English language skills to engage in postgraduate level coursework. 
  • Have familiarity with using Microsoft Office suite platforms such as Microsoft Word and Excel.  
  • Submit a complete application according to the program guidelines.

যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট টিচিং এক্সিলেন্ট অ্যান্ড অ্যাচিভমেন্টে (ফুলব্রাইট টিইএ) আবেদন সম্পর্কে জানতে অনলাইনে তে ঢুঁ মারতে পারেন আগ্রহীরা। সমস্যা হলে বা ফুলব্রাইট বৃত্তির জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধায় পড়লে ChowdhuryKS@State.gov এ যোগাযোগ করতে পারেন আগ্রহী ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *