বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ দিচ্ছে ভারতের জনপ্রিয় স্কলারশিপ আইসিসিআর

ভারতে উচ্চশিক্ষার জন্য অন্যতম জনপ্রিয় বৃত্তি আইসিসিআর বৃত্তি। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বাংলাদেশি শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষেও বৃত্তির জন্য আবেদন গ্রহণ চলছে। আবেদন করা যাবে ১৫ মে পর্যন্ত।

মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন, আইন, ইত্যাদি সংক্রান্ত কোর্স বাদে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোয় বৃত্তির জন্য আবেদন করা যাবে। স্নাতক ও মাস্টার্সে পড়ার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পিএইচডি করতে চাইলে সর্বনিম্ন বয়সসীমা ৪৫।

প্রত্যেক শিক্ষার্থীকে ইংরেজির দক্ষতা প্রমাণের জন্য ৫০০ শব্দে একটি প্রবন্ধ লিখতে হবে। টোফেল, আইইএলটিএসের স্কোরও জমা দিতে পারেন। যদিও তা বাধ্যতামূলক নয়।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নম্বরপত্র ওয়েবসাইটে আপলোড করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে ইংরেজিতে অনুবাদ করে জমা দেওয়া যাবে। অনুবাদ করা ছাড়া কাগজপত্র গ্রহণ করা হবে না। আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপি বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।



High Commission of India, Dhaka is pleased to announce the Suborno Jayanti Scholarship Scheme (SJS) and Lata Mangeshkar Dance and Music Scholarship Scheme to Study in India (2023-24)!

Detailed instructions for the ICCR Scholarship can be found at https://www.sjsdhaka.gov.in

https://www.sjsdhaka.gov.in/ICCR_ITEC_Registration

স্টাডি ইন ইন্ডিয়া (২০২৩-২৪)-র জন্য সুবর্ণ জয়ন্তী স্কলারশিপ স্কিম (এসজেএস) ও লতা মঙ্গেশকর ড্যান্স অ্যান্ড মিউজিক স্কলারশিপ স্কিম ঘোষণা করে ভারতীয় হাই কমিশন, ঢাকা আনন্দিত!

আইসিসিআর স্কলারশিপের বিস্তারিত নির্দেশাবলি পাওয়া যাবে https://www.sjsdhaka.gov.xn--in–euh/

Ministry of External Affairs, Government of India

Dr S. Jaishankar

Press Information Bureau – PIB, Government of India

Indian Council For Cultural Relations

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *