বাংলা উপন্যাস: কী পড়া যায় (১ম অংশ)- সুশান্ত পল

0

ভাল কিছু বাংলা উপন্যাসের নাম জানতে চাইলে বেশিরভাগ পড়ুয়াই ১০-১৫টি’তে এসে থেমে যাবেন। এর কারণ, নাম বলার মত উপন্যাস যেগুলি আছে, সেগুলির সংখ্যা যতই হোক না কেন, সেগুলির মধ্য থেকে কী কী পড়া হয়েছে, তা হয়তো মনেই পড়ে না, কিংবা সময়সুযোগের অভাবে সেগুলি পড়া হয়েই ওঠে না। তাহলে কি না পড়ে উপন্যাসয়ের নাম বলা যাবে না? যাবে, তবে সাবধানে। বিভিন্ন আড্ডায় যে বাংলা উপন্যাসগুলির কথা আমরা বলে যাই সহজেই, সেগুলিকে আমরা মোটামুটি Classic, Popular এবং Essential—এই ৩ ভাগে ভাগ করতে পারি। কিছু বাংলা উপন্যাস থাকেই যেগুলির নাম বলতে অস্বস্তি হয় না। ধরুন, শেষের কবিতা। এই উপন্যাস কেউ কখনো পড়ুক বা না-ই পড়ুক, নাম বলে দিতেই পারে! এতো এতো পড়ুয়া রায় দিয়েছেন, উপন্যাসটি ভাল, সেখানে উপন্যাসটি পড়া হয়নি, সে ব্যর্থতা আমার। আমি চাই, অন্য কেউ একটা ভাল উপন্যাস পড়ুক, সে দায়িত্ববোধ থেকে আমি শেষের কবিতা’র নামটা বলতেই পারি। ইংরেজি কিংবা অন্যান্য বিদেশি ভাষার উপন্যাসের রিকমেন্ডেশন আর দারুণ সব রিভিয়্যু গুগলে যত সহজে মেলে, বাংলা উপন্যাসেরটা তত সহজে মেলে না। তবে এই কাজটি হওয়াটা জরুরি। বাংলা ভাষা ও সাহিত্যসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলি এ কাজে হাত দিলে খুবই ভাল হয় বলে আমি মনে করি। আফসোস, বই পড়াটাকে আমাদের জীবনের একটা অংশ করে দেয়ার মত কোনো উদ্যোগ কোনোকালেই আমরা দেখিনি।

আমার অভিধানে অবশ্যপাঠ্য কিংবা পাঠ্যউপন্যাস বলে কিছু নেই। যা আমাকে আনন্দ দেয়, তা-ই আমার জন্য পাঠ্য। তবে কিছু উপন্যাস আছে, গ্রহণযোগ্যতার বিচারে যেগুলির গায়ে আমরা ‘ভাল উপন্যাস’ ট্যাগ লাগিয়ে দিতে পারি। ফেসবুকে বিভিন্ন রুচির মানুষের বাস। কার কাছে কোন উপন্যাসটি ভাল, সেটি নির্ভর করে ব্যক্তির রুচি এবং প্রজ্ঞার উপর। উপন্যাস পড়ার ইচ্ছেটা ব্যক্তি ও ব্যস্ততাভেদে কমবেশি হয়ে থাকে। কিছুদিন আগে আমার বন্ধুদের কাছ থেকে ‘ভাল বাংলা উপন্যাস’য়ের নাম জানতে চেয়েছিলাম একটা ফেসবুক পোস্টে। সেটার কমেন্টগুলিকে একসাথে জড়ো করে আমাকে ইনবক্সে পাঠিয়েছেন কেউ কেউ। সেখান থেকে আর আমার নিজের জানাশোনাকে কাজে লাগিয়ে একটা তালিকা করেছি। এই তালিকাটি যারা উপন্যাস পড়েন, যারা উপন্যাস কেনেন, যারা উপন্যাস উপহার দিতে পছন্দ করেন, ‘পড়ি কিংবা না পড়ি, কিছু ভাল উপন্যাস থাকুক বাসায়’ এই নীতিতে যারা বিশ্বাস করেন, যারা উপন্যাস ধার করে আবার ফেরত দেন কিংবা আর ফেরত দেন না, যারা অন্যকে উপন্যাস পড়তে উৎসাহিত করেন, যারা কিছু ভাল উপন্যাসের নাম জেনে পড়ে হোক না পড়ে হোক, সবাইকে ভাল উপন্যাসের নাম, কখনো কখনো প্লট বলে হাততালি নিতে পছন্দ করেন, যাদের সবচাইতে প্রিয় ৩টি ঘ্রাণের ১টি হলো বইয়ের ঘ্রাণ, সবারই কাজে লাগবে। আফসোস, আরও অনেক ভাল বাংলা উপন্যাসের নাম বাদ পড়ে গেল। যা-ই হোক, তালিকাটি নিচে দিয়ে দিলাম। দেখুন। আপনার পছন্দের কোনোটি বাদ পড়ে গেলে কমেন্টে লিখুন।

রবীন্দ্রনাথ ঠাকুরের

 

  1. গোরা
  2. ঘরেবাইরে
  3. চতুরঙ্গ
  4. চোখের বালি
  5. নৌকাডুবি
  6. মালঞ্চ
  7. যোগাযোগ
  8. শেষের কবিতা

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের

  1. গৃহদাহ
  2. চন্দ্রনাথ
  3. চরিত্রহীন
  4. দত্তা
  5. দেনাপাওনা
  6. দেবদাস
  7. পথের দাবী
  8. পরিণীতা
  9. পল্লীসমাজ
  10. বড়দিদি
  11. বিন্দুর ছেলে
  12. বিপ্রদাস
  13. বিরাজবৌ
  14. মেজদিদি
  15. শুভদা
  16. শ্রীকান্ত

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

  1. আনন্দমঠ
  2. কপালকুন্ডলা
  3. কৃষ্ণকান্তের উইল
  4. দুর্গেশনন্দিনী
  5. বিষবৃক্ষ
  6. রজনী

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের

  1. অপরাজিত
  2. অপুর সংসার
  3. অশনি সংকেত
  4. আদর্শ হিন্দু হোটেল
  5. আরণ্যক
  6. চাঁদের পাহাড়
  7. দেবযান
  8. পথের পাঁচালি

মানিক বন্দ্যোপাধ্যায়ের

  1. অহিংসা
  2. ইতিকথার পরের কথা
  3. চতুষ্কোণ
  4. চিহ্ন
  5. দিবারাত্রির কাব্য
  6. পদ্মানদীর মাঝি
  7. পুতুলনাচের ইতিকথা

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের

  1. আরোগ্য নিকেতন
  2. একটি কালো মেয়ের কথা
  3. কবি
  4. গণদেবতা
  5. নাগিনীকন্যার কাহিনী
  6. পঞ্চগ্রাম
  7. রাইকমল
  8. সপ্তপদী
  9. হাঁসুলি বাঁকের উপকথা

কাজী নজরুল ইসলামের

  1. বাঁধন হারা
  2. মৃত্যুক্ষুধা

আখতারুজ্জামান ইলিয়াসের

  1. খোয়াবনামা
  2. চিলেকোঠার সেপাই

সৈয়দ মুজতবা আলীর

  1. শবনম
  2. শহরইয়ার

আহমদ ছফার

  1. অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
  2. অলাতচক্র
  3. একজন আলী কেনানের উত্থান-পতন
  4. ওঙ্কার
  5. গাভী বিত্তান্ত
  6. পুষ্প-বৃক্ষ-বিহঙ্গপুরাণ

শওকত ওসমানের

  1. ক্রীতদাসের হাসি
  2. জননী
  3. জলাঙ্গী
  4. জাহান্নাম হইতে বিদায়

শওকত আলীর

  1. নাঢ়াই
  2. প্রদোষে প্রাকৃতজন
  3. বসত

সুনীল গঙ্গোপাধ্যায়ের

  1. একা এবং কয়েকজন
  2. পূর্ব-পশ্চিম
  3. প্রথম আলো
  4. সেই সময়
  5. সোনালি দুঃখ
  6. স্বপ্ন লজ্জাহীন

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের

  1. কালো বেড়াল সাদা বেড়াল
  2. চক্র
  3. ছায়ার শরীর
  4. দূরবীন
  5. দ্বিচারিণী
  6. পারাপার
  7. পার্থিব
  8. ফুলচোর
  9. মানবজমিন
  10. যাও পাখি
  11. শূন্যের উদ্যান
  12. সাঁতারু ও জলকন্যা

সমরেশ মজুমদারের

  1. অগ্নিরথ
  2. আট কুঠুরী নয় দরজা
  3. উত্তরাধিকার
  4. কালপুরুষ
  5. কালবেলা
  6. গর্ভধারিণী
  7. জ্যোৎস্নায় বর্ষার মেঘ
  8. ডানায় রোদের গন্ধ
  9. ত্রিরত্ন
  10. দিন যায় রাত যায়
  11. দৌড়
  12. বৃষ্টিতে ভেজার বয়স
  13. মনের মত মন
  14. মৌষলকাল
  15. সাতকাহন
  16. সিংহবাহিনী
  17. হাসপাতাল কত দূরে
  18. হিরে বসানো সোনার ফুল

শংকরের

  1. ঘরের ভিতর ঘর
  2. চৌরঙ্গী
  3. জনঅরণ্য
  4. নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি
  5. বিত্তবাসনা

বুদ্ধদেব গুহের

  1. একটু উষ্ণতার জন্য
  2. কোয়েলের কাছে
  3. পুজোর সময়ে
  4. বাবলি
  5. মাধুকরী
  6. সবিনয় নিবেদন
  7. হলুদ বসন্ত

বুদ্ধদেব বসুর

  1. তিথিডোর
  2. রাত ভর বৃষ্টি

সমরেশ বসুর

  1. কোথায় পাবো তারে
  2. গঙ্গা
  3. প্রজাপতি
  4. মোক্তার দাদুর কেতু বধ
  5. যুগ যুগ জীয়ে

হুমায়ুন আজাদের

  1. ১০,০০০, এবং আরো একটি ধর্ষণ
  2. ছাপ্পান্নো হাজার বর্গমাইল
  3. পাক সার জমিন সাদ বাদ
  4. শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার
  5. সব কিছু ভেঙে পড়ে

 

 

 

 

 

 

 

JONY MD SHAHINUR ALAM, CCNP&PMP

Senior Solution Architect
IP BB Core & Cloud Network
LM Ericsson Ltd

GSO GPSO GLOBAL CL&IP OPS IRE

Business Unit Global Services
Ericsson House, Beech Hill Road

Clonskeagh
Dublin 4, Ireland
Phone: +35312077686
Mobile: +353879390817
jony.md.shahinur.alam@ericsson.com
www.ericsson.com

 

 

Legal entity: LMI, registered office in LMI. This Communication is Confidential. We only send and receive email on the basis of the terms set out at www.ericsson.com/email_disclaimer

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *