ম্যাকবুক কেনার আগে আপনার যা যা জানা জরুরী।

একটি নতুন আইফোন কেনা যত সহজ একটি নতুন ম্যাক কেনা ততোটা সহজ নয়।কারন দুয়ের মাঝে বিস্তর তফাৎ রয়েছে। আমরা যখন কোন আইফোন কিনি তখন সাধারনত এর দাম, কালার এবং ধারন ক্ষমতা নিয়েই ভাবি। কিন্ত যখন একটি ম্যাক কিনি তখন অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। যেমন, বহনযোগ্যতা, ক্ষমতা, কাজের গতি, স্টোরেজ, স্ক্রিন সাইজ প্রভৃতি।

ম্যাকের নির্মাতা অ্যাপল এর বিভিন্ন ধরনের ম্যাক রয়েছে। যদি আপনার একটি ডেক্সটপ দরকার হয় সেক্ষেত্রে রয়েছে mak mini, imak, mac pro। আর বহনযোগ্যতা আপনার প্রথম পছন্দ হয় সেক্ষেত্রে রয়েছে, Macbbok Air, Makbook, Macbook Pro।

একটা নতুন ম্যাকবুক কেনা একটি লং- টার্ম ইনভেস্টমেন্ট। আপনি অবশ্যই চাইবেন না একটি ভুল ম্যাক কিনে পরবর্তীতে বছরের পর বছর অনুশোচনা করতে। তাই আপনাদের জন্য নিচে বিভিন্ন রকম ম্যাক তুলে ধরা হলঃ

Mac Mini:

ম্যাক জগতের বর্তমানে সবচেয়ে সাশ্রয়ী কম্পিউটার হলো ম্যাক মিনি। একটি ম্যাক মিনির দাম একটি আইফোনের মতই। কিন্ত এটি আসলে সম্পূর্ণ কম্পিউটার নয়। এককথায় বলতে গেলে এটি একটি C.P.U।

কিন্ত এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটি আকারে অনেক ক্ষুদ্র। ফলে যেকনো ডেস্কেই সহজেই একে রাখা যায়। এটি কোর-আই ৫ দ্বারা পরিচালিত। যারা বেশি হার্ড কাজ করতে চান না তবে ম্যাক এর স্বাদ সহজেই পেতে চান তাদের জন্য এটি একেবারে একটি আদর্শ ম্যাক।

IMak

আইম্যাক কে আমরা অনেকেই কমবেশি চিনি। কারন এটি ম্যাক এর সবচেয়ে প্রচলিত কম্পিউটার। এর বিশেষত্ব হলো এর মনিটর। কারন এর সকলকিছু এর ২১ ইঞ্চি মনিটরের মাঝেই বিদ্যমান। আইম্যাক এর সবচেয়ে বেশি ব্যবহার দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠানে। এছাড়াও অনেকে নিজের পার্সোনাল ব্যবহারের জন্যেও IMak কিনে থাকেন।

Mac Pro:

ম্যাক প্রো বর্তমানের প্রচলিত শক্তিশালী কম্পিউটার গুলোর মাঝে অন্যতম। এর মাঝে শক্তিশালী প্রসেসর ও গ্রাফিক্স ব্যবহার করআ হয়েছে যা একে করে তুলেছে অনন্য। একে একটি আল্টিমেট পাওয়ার হাউজও বলা যায়। গেমারদের জন্য এটি একটি অনন্য কম্পিউটার। এর সবচাইতে বেশি ব্যবহার দেখা যায়, গবেষণা ক্ষেত্রে। এছাড়াও বড় বড় ব্যবসাক্ষেত্রে এর ব্যবহার বিশেষভাবে লক্ষ্যনিয়।

Macbook Air:

ম্যাকবুক এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। ম্যাক ওএস চালিত অ্যাপল এর যে ল্যাপটপ তাই ম্যাকবুক। আর সবচেয়ে ক্ষুদ্র ম্যাকবুক এর নামই হলো ম্যাকবুক এয়ার। এটি দুটি ভার্শনে পাওয়া যায়। ১১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি। ১১ ইঞ্চি আকার এর যেটি সেটি দেখতে অনেকটা নেটবুক এর মতই। এর বিশেষত্ব হলো এর ব্যকআপ টাইম। অর্থাৎ একবার চার্জ দিলে আপনি সারাদিন অনায়াসে পার করে দিতে পারবেন।

Macbook Pro:

ম্যাকবুক প্রো অনেকটা আই ম্যাক প্রো এর মতই। ম্যাকবুক প্রো কে আপনি আপনার ডেস্কটপ এর রিপ্লেসমেন্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। কারন এর হাই কনফিগারেশন। এতে রয়েছে ১৫ ইঞ্চি রেটিনা ডিসপ্লে এবং ৭ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এর সুবিধা। কনফিগারেশন এর সাথে সাথে এর দাম ও আকাশচুম্বি। তবে এর পারফর্মেন্স এর সাথে তুলনা করলে এর দামকে স্বাভাবিকই বলা যায়।

এইত গেল ম্যাকবুক এর বর্ণনা। তবে আর দেরি না করে জলদি সিন্ধান্ত নিয়ে নিন আর কিনে ফেলুন আপনার ম্যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *