যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক ইনমা স্কলারশিপে বিনা মূল্যে মাস্টার্স, আবেদন করেছেন

যুক্তরাষ্ট্রের ডালাসভিত্তিক সংবাদমাধ্যমের বৃহত্তম বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন বা ইনমা। ১৯৩৭ সাল থেকে ইনমা ক্রমবর্ধমান পাঠক-দর্শক-শ্রোতা ও বিশ্বজুড়ে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ব্র্যান্ডের শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। বর্তমানে ৮৩টি দেশের ৯ শতাধিক সংবাদমাধ্যমের ২০ হাজারের বেশি ব্যক্তি ইনমার সদস্য। সংবাদমাধ্যমের ব্যবসা, ব্র্যান্ড ও পাঠকদের নিয়ে কাজ করা বিশ্বের বৃহত্তম সংগঠন এটি। ইনমা ২০২৩ সালের এলিভেট স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়েছে।

আবেদনের যোগ্যতা

  • গুগল নিউজ ইনিশিয়েটিভের এই ইনমা এলিভেট স্কলারশিপে আবেদনের জন্য কিছু যোগ্যতা প্রয়োজন।
  • যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত থাকতে হবে।
  • সংবাদমাধ্যম প্রতিষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্টের নিচের পদের অবস্থানে থাকতে হবে।
  • সংবাদমাধ্যমে ১৫ বছরের কম সময় কাজে যুক্ত থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স ৪৫ বছরের নিচে হতে হবে।
  • সংবাদমাধ্যমে শীর্ষ ব্যবস্থাপক হওয়ার ইচ্ছা থাকতে হবে।
  • নিজ দেশের সুবিধাবঞ্চিতদের অংশ হতে হবে

To be considered for the Elevate Scholarship, you must:

Be a part of an under-represented and disadvantaged group within your country

Be actively involved in, or aspire to be an integral part of, the business side of news media
– subscriptions, data, products, advertising, the business of newsrooms (this is the focus of INMA training)

Be employed by a news media company

Hold a position below senior management at your organization

Be in the business of news media for less than 15 years

Be under age 45

Aspire to become a top manager at a news media company

Fees and deadlines

Fee
There is no application fee

Deadline to apply
October 6, 2023
(application opens September 2023)

https://www.inma.org/Initiatives/Elevate/index.html?_zs=w00WP1&_zl=cPlD7

বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা যে যে সুবিধা পাবেন

  • বিনা মূল্যে ইনমার মাস্টার্স ক্লাস করার সুযোগ। এ কোর্সে অন্যদের খরচ হয় ৩ হাজার ২০০ ডলার
  • এক বছরের জন্য ইনমার সদস্যপদ পাবেন কেউ এ বৃত্তি পেলে। ইনমার এক বছরের সদস্যপদের জন্য ৭৯৫ ডলার ব্যয় করতে হয়।
  • ইনমা এলিভেট স্কলারশিপ পেলে মিলবে সার্টিফিকেটও।

আবেদনের শেষ কবে
আবেদনের শেষ সময় ৬ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *