শাবিতে ক্যারিয়ার ও লিডারশিপ কার্নিভাল অনুষ্ঠিত

0

শাবিতে ক্যারিয়ার ও লিডারশিপ কার্নিভাল অনুষ্ঠিত

লেখক: মুক্তাদিরুল ইসলাম

ইয়ুথ কার্নিভালের সহযোগিতায় ও সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ১৯ আগস্ট শুক্রবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্যারিয়ার ও লিডারশিপ কার্নিভাল’। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে ক্যারিয়ার বিষয়ক সংগঠনসাস্ট ক্যারিয়ার ক্লাব  আজ বিকেলে এ কার্নিভালের আয়োজন করে, যা সকলের জন্য উন্মুক্ত ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সিলেন্স এর ডিরেক্টর প্রফেসর ড. আখতারুল ইসলাম এবং সংগঠনটির উপদেষ্টা  প্রফেসর ড. মোজাম্মেল হকও সেসময় উপস্থিত ছিলেন।

13975370_321707931500650_6739403175905553470_o

উপাচার্য তাঁর প্রধান অতিথির বক্তৃতায় বলেন ”ছাত্ররা নিজেরা এমন উদ্যোগ নিচ্ছে এর জন্য সত্যিই আমি আনন্দিত বোধ করছি। আর এ ধরণের অনুষ্ঠানে সবসময়ই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।”

।

কার্নিভালে ইঞ্জি. জনি মো. শাহীনুর আলম

সংগঠনটির সভাপতি সাকিব হাসানের সভাপতিত্বে বেলা চারটা্র দিকে শুরু হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এরিকসন এর সিনিয়র সলিউশন ম্যানেজার ও ইয়ুথ কার্নিভালের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার জনি মো. শাহীনুর আলম, শাবিপ্রবি সিইপি বিভাগের প্রাক্তন ছাত্র ও ক্রিস এনার্জি বাংলাদেশের ই এইচ এস এডভাইজর ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, বিজ্ঞান বিষয়ক মাসিক সাময়িকী জিরো টু ইনফিনিটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মাহমুদ এবং শাবিপ্রবি পেট্রোলিয়াম ও খনি কৌশল বিভাগের প্রাক্তন ছাত্র ও ক্রিস এনার্জি বাংলাদেশের গ্যাস প্ল্যান্ট স্পেশালিস্ট (প্রোডাকশন) তানজিদ হাসান।

আবদুল্লাহ আল মাহমুদ

আবদুল্লাহ আল মাহমুদ

বক্তারা তাঁদের বক্তৃতায় কিভাবে ভাল ক্যারিয়ার গড়া যায় এবং তার জন্য কখন থেকে ও কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত সে ব্যাপারে বিশেষভাবে পরামর্শ দেন।

আয়ারল্যান্ডে এরিকসনে কর্মরত ইঞ্জি. জনি মো. শাহীনুর আলম তার বক্তৃতায় বলেন, “আপনাকে ভাল টিম ওয়ার্কার হতে হবে, সবার সাথে মিলে কাজ করার যোগ্যতা ও মানসিকতা থাকতে হবে। এখন ব্র্যান্ডিং এর যুগ, তাই ভাল কোম্পানীতে যেতে হলে প্রাতিষ্ঠানিক পড়াশুনার পাশাপাশি নিজেকে আরো কিছু বিষয়ে দক্ষ করে তুলতে হবে; যেন কোম্পানী আপনার কাছে শুধু সার্টিফিকেট ছাড়াও আরো কিছু গুণাবলী পায়। এটা নেতৃত্ব এর ব্যাপারে গুরুত্বপূর্ণ।” এছাড়াও তিনি ভবিষ্যত প্রযুক্তি তথা বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং ও ইন্টারনেট অব থিংস এর ব্যাপারেও বিস্তারিত আলোচনা করেন।

দিকনির্দেশনা দিচ্ছেন তানজিদ হাসান

দিকনির্দেশনা দিচ্ছেন তানজিদ হাসান

এছাড়াও নিজ সেশনে ইঞ্জি. মো. জাহাঙ্গীর আলম মূলত CV লেখার উপর এবং সেই সাথে আত্মমূল্যায়নের ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করে তাঁর মূল্যবান পরামর্শ প্রদান করেন। জিরো টু ইনফিনিটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মাহমুদ তার কথায় এন্টারপ্রেনিওরশীপ ও সোশ্যাল এন্টারপ্রাইজ এর গুরুত্বের উপর আলোকপাত করেন। গ্যাস প্ল্যান্ট স্পেশালিস্ট তানজিদ হাসানের বক্তৃতা ছিল তাঁর বিশ্ববিদ্যালয় জীবন থেকে প্রাপ্ত সাংগঠনিক শিক্ষা ও সহ-শিক্ষা কার্যক্রম এর অভিজ্ঞতাকে কর্মজীবনের সফলতায় কাজে লাগানোকে নিয়ে।

শাবিপ্রবিতে ক্যারিয়ার ও লিডারশীপ কার্নিভাল

শাবিপ্রবিতে ক্যারিয়ার ও লিডারশীপ কার্নিভাল

কার্নিভালটির উপস্থাপনায় ছিলেন কাজী উমামা নাজরা ও শাহবার হাসান

কার্নিভালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, শেষে ফটোসেশনের মাধ্যমে কার্নিভালটি শেষ হয় । আয়োজক এবং সহযোগীরা ভবিষ্যতে আরও বড়পরিসরে এরকম ক্যারিয়ার এন্ড লিডারশিপ কার্নিভ্যাল আবারো অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *