শেষ ষোলোর লড়াই : কে কার মুখোমুখি

0

Image result for messi neymar ronaldo suarez fifa world cup 2018

গ্রুপপর্বের লড়াই শেষ। মোট ৩২ দলের মধ্যে থেকে বাড়ি ফিরেছে ১৬ দল। টিকে রইল বাকি শেষ ১৬। এই ষোলোটি দল মুখোমুখি হবে শেষ ষোলোর মঞ্চে।

সেখান থেকে টিকে থাকবে শেষ ৮। তারপর শেষ চার, শেষ দুই…এক। এই তো বিশ্বকাপ! কল্পনার ঘুড়িটা আপাতত এই ‘এক’ পর্যন্ত না ওড়ানোই ভালো। কারণ সবে তো গ্রুপপর্ব শেষ। এখন নকআউট পর্ব শুরুর অপেক্ষা। হারলেই বিদায়।

নকআউট পর্বের প্রথম ধাপ অর্থাৎ শেষ ষোলোর সেই লড়াই শুরু হবে শুরু হবে ৩০ জুন থেকে। মানে আগামীকাল। প্রথম দিনেই মাঠে নামছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

অর্থাৎ ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং পর্তুগালের মুখোমুখি হবে উরুগুয়ে। ২ জুলাই মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল। ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত শেষ ষোলোর মঞ্চে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। আসুন দেখে নেই কে কার মুখোমুখি হচ্ছে—

           ম্যাচ     তারিখ সময় (বাংলাদেশ) ভেনু
ফ্রান্স বনাম আর্জেন্টিনা    ৩০ জুন রাত ৮টা  কাজান
উরুগুয়ে বনাম পর্তুগাল   ৩০ জুন রাত ১২টা সোচি
স্পেন বনাম রাশিয়া   ১ জুলাই রাত ৮টা  মস্কো
ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক   ১ জুলাই রাত ১২টা  নোভগোরাদ
ব্রাজিল বনাম মেক্সিকো   ২ জুলাই রাত ৮টা  সামারা
বেলজিয়াম বনাম জাপান   ২ জুলাই রাত ১২টা  রোস্তভ
সুইডেন বনাম সুইজারল্যান্ড  ৩ জুলাই রাত ৮টা  পিটার্সবার্গ
কলম্বিয়া বনাম ইংল্যান্ড   ৩ জুলাই রাত ১২টা  মস্কো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *