১৫০ পদে আনসারে চাকরি, দ্রুত আবেদন করুন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগে আবেদন শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এ বাহিনীতে ২৯ ক্যাটাগরির পদে ১৩ থেকে ২০তম গ্রেডে ১৫০ জনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপির গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দসহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটমুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দসহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
  • ৩. পদের নাম: পেস্টিং সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ৪. পদের নাম: প্রুফ রিডার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ৫. পদের নাম: অফিস সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দসহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ৬. পদের নাম: সিইউইং, নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ৭. পদের নাম: আউট বোর্ড মোটর ড্রাইভার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ স্পিডবোট চালনায় অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ৮. পদের নাম: ইলেকট্রিশিয়ান
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্স সনদপত্র এবং ‘সি’ লাইসেন্সধারী হতে হবে।
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • ৯. পদের নাম: বুট মেকার
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
  • ১০. পদের নাম: মহিলা আনসার
    পদসংখ্যা: ৩০
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
  • ১১. পদের নাম: সিগন্যাল অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতারযন্ত্র চালনার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
  • ১২. পদের নাম: মেসন
    পদসংখ্যা:
    যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

বয়সসীমা
প্রার্থীর বয়স ২০২৩ সালের ১ সেপ্টেম্বর ন্যূনতম ১৮ বছর ও অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে গিয়ে গুরুত্বপূর্ণ লিংকের আওতায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ লিংকে ক্লিক করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণসংক্রান্ত যেকোনো জটিলতায় ০৯৬৪৩২০৭০০৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি
অনলাইনে রেজিস্ট্রেশনের সময় আবেদন ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ২০০ টাকা ও ৯ থেকে ২৯ নম্বর পদের জন্য ১০০ টাকা আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতির (নগদ) মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৩ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *