অবসরে যাওয়ার আগে তরুণ উদ্যোক্তাদের জন্য জ্যাক মার দেওয়া তিনটি অনন্য শিক্ষা

photo: vulcanpost

সফল উদ্যোক্তাদের ব্যাপারে আমাদের কিছু সাধারণ ধারণা আছে। আমরা মনে করি সফল উদ্যোক্তারা যেমন স্মার্ট, তেমনি আধুনিক প্রযুক্তি জ্ঞান ও ব্যবস্থাপনা দক্ষতা সম্পন্ন হয়ে থাকে। তাহলে বিশ্বখ্যাত ইকমার্স কম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার গল্পটা ভিন্ন হলো কেন? ১৯৯৫ সালে জ্যাক মা যখন আলিবাবা শুরু করেছিলেন, তখন তার মধ্যে উপরে উল্লেখিত তিনটি বৈশিষ্ট্যের কোনোটিই ছিল না।

photo: wikimedia

জ্যাক মা একজন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এবং বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি আলিবাবার প্রতিষ্ঠাতা নির্বাহী চেয়ারম্যান। বিশ্বের অন্যতম শীর্ষ এই ব্যবসায়ী চীনের তানজিন শহরে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে বলেছিলেন, “আমাকে সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছে একমাত্র আমার শিক্ষকতা পেশা।”

আলিবাবা শুরু করার আগে জ্যাক মা ৩০ বার বিভিন্ন চাকরি থেকে প্রত্যাখ্যাত হয়েছেন এবং শেষমেশ সিদ্ধান্ত নেন ইন্টারনেটভিত্তিক কোনো কোম্পানি শুরু করার। অথচ তখন তিনি ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তি সম্বন্ধে কিছুই জানতেন না। জানতেন না, কীভাবে একটি কোম্পানি পরিচালনা করতে হয়। এমনকি ব্যবসার জন্য তার কাছে কোনো অভিনব আইডিয়াও ছিল না। কিন্তু ইংরেজির শিক্ষক জ্যাক মার প্রতিভাবানদের খুঁজে বের করা এবং তাদের গড়ে তোলার আত্মবিশ্বাস এবং দক্ষতা ছিল। আর এই একটি দক্ষতা তাকে নিয়ে গেছে সাফল্যের সুউচ্চ শিখরে, জন্ম হয়েছে আলিবাবার।

photo: weforum

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ফোর্সের ২০১৮ সালে করা তালিকা অনুযায়ী ৩৭ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের অধিকারী জ্যাক মা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি। ৫৪ বছর বয়সী এই সফল চীনা ব্যবসায়ী সম্প্রতি অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে তরুণ উদ্যোক্তাদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আজকের নিবন্ধে জ্যাক মার সেই গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষা বা পরামর্শ নিয়ে আলোচনা করব।

. আমি অফিসে মরতে চাই না

তানজিন শহরের এই ঐতিহাসিক অর্থনৈতিক ফোরামে দ্রুত অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে জ্যাক মা স্পষ্ট ভাবে বলেন,

আমি অফিসে মরতে চাই না। বরং সমুদ্রসৈকতে মরতে চাই। সমুদ্র সৈকতে মরতে পারলে আমি অনেক খুশি হব।

নিজের শিক্ষকতা জীবনের গল্প বলতে গিয়ে জ্যাক মা বলেন, “আমি একজন শিক্ষক ছিলাম। এটা কোনো ভাবেই একজন উদ্যোক্তা হওয়ার প্রবণতা নয়। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে   একটি ভালো টিম পেয়ে যাই। কিন্তু সব সময় ভাগ্য সুপ্রসন্ন হয় না। আমরা যদি আমাদের ভাগ্যকে প্রসারিত করতে চাই, তবে অন্যদের জন্য বেশি বেশি সুযোগ সৃষ্টি করতে হবে। যার মাধ্যমে আপনি নিজেকেই আসলে বেশি সুযোগ দিতে পারবেন।”

photo: youtube

জীবনের অর্থ এবং উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, “আপনার জন্মই হয়েছে জীবনকে উপভোগ করার জন্য এবং নতুন নতুন জিনিস দেখার এবং স্বাদ নেওয়ার জন্য, শুধুমাত্র কাজের জন্য নয়। গত ২০ বছরে অনেক কিছুর প্রতি আমার আগ্রহ জন্মেছে। কিন্তু সে আগ্রহ এবং আকাঙ্ক্ষা পূরণ করার যথেষ্ট সময় এবং সুযোগ আমার হাতে ছিল না। কিন্তু আজ আমার হাতে নতুন কিছুর স্বাদ নেওয়ার যথেষ্ট সময় এবং সুযোগ আছে।”

জ্যাক মা আশি নব্বই বছর বয়স পর্যন্ত কাজ করতে রাজি না। তিনি বলেন, “অন্যান্য দেশ এবং ব্যবসায়ীদের লক্ষ্য করুন। সেখানে আশি নব্বই বছর বয়সী চুল পাকা ব্যবসায়ী আছেন। কিন্তু বর্তমান সময়ে এই প্রবণতা সেকেলে। নতুন নতুন শখ মেটানোর জন্য আমার হাতে এখন পর্যাপ্ত সময় আছে। আমি চীন এবং এশিয়ার অন্যান্য দেশগুলোতে দেখাতে চাই, ৯০ বছর বয়স পর্যন্ত সাফল্যের জন্য যুদ্ধ করার প্রয়োজন নেই।”

. কেন আপনি নিজের লোকদের জন্য টাকা ব্যয় করবেন?

জ্যাক মার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, মানুষের পেছনে অর্থ ব্যয় করা। সফল ব্যবসায়ীদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো, তারা মানব সম্পদ উন্নয়নে অর্থ ব্যয় করেন। জ্যাক মাও মানব সম্পদ উন্নয়নে অর্থ ব্যয় করার পরামর্শ দেন।

photo: vulcanpost

তিনি বলেন, “একজন ব্যবসায়ী হিসেবে সবসময় আমার প্রধান চিন্তা হল, কোথা থেকে অর্থ আসে এবং তা কোথায় ব্যয় হয়। শিক্ষা গ্রহণের জন্য সবাই হার্ভার্ডে যেতে পারে না। তাই যাদের শিক্ষা গ্রহণের সামর্থ্য নেই, তাদের উন্নয়নে আমাদের অর্থ ব্যয় করা উচিত।”

জ্যাক মা অবকাঠামো উন্নয়নের চেয়ে মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দিয়েছেন। কেননা উন্নত অবকাঠামো নতুন অবকাঠামো সৃষ্টি করতে পারে না। কিন্তু শিক্ষিত এবং দক্ষ মানব সম্পদ ক্রমাগত নতুন নতুন উন্নত অবকাঠামো এবং সুযোগ সৃষ্টি করতে পারে।

. সফল হতে হলে  স্মার্ট হওয়ার প্রয়োজন নেই

আপনি যদি মনে করে থাকেন, সফল হতে হলে আপনাকে স্মার্ট হতে হবে, তবে আপনি ভুল ভাবছেন।

দূরদর্শী চীনা ব্যবসায়ী জ্যাক মা বলেন,

আমি যখন ব্যবসা শুরু করেছিলাম তখন ব্যবসা পরিচালনা এবং প্রযুক্তি সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। সফল হওয়ার জন্য আপনাকে বেশি কিছু জানতে হবে না। আপনাকে শুধু আপনার চেয়ে স্মার্ট মানুষ খুঁজে বের করতে হবে।

“কয়েক বছর ধরে আমি ক্রমাগত আমার চেয়ে  বেশি স্মার্ট কিছু মানুষ খুঁজেছি। যখন আপনি কিছু স্মার্ট মানুষ খুজে বের করতে পারবেন, তখন আপনার দায়িত্ব হলো এই স্মার্ট মানুষগুলোকে একসাথে কাজে লাগানো। যখন এই স্মার্ট মানুষগুলো একসাথে কাজ করবে, তখন আপনার লক্ষ্য খুব সহজেই পূরণ হবে। আপনার প্রধান দায়িত্ব হলো, এই স্মার্ট মানুষগুলোকে একসাথে কাজ করানো। কেননা অনেক বোকা মানুষ একসাথে কাজ করতে পারে, কিন্তু স্মার্ট মানুষেরা সবসময় একসাথে কাজ করতে পারে না।”

photo: weforum

জ্যাক মা তরুণদের জন্য পরামর্শ দিয়ে বলেন, ” ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে আপনি কোনো কোম্পানিতে কাজ করে ভালোভাবে কাজ শেখার চেষ্টা করুন। ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে আপনি যা করতে চান ,তা শুরু করে দিন। এই সময় আপনি ব্যর্থ হতেও পারেন। কিন্তু ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আপনি যে কাজটা সবচেয়ে ভালো পারেন, তাই করুন। সবসময়ই আকর্ষণীয় কাজটি বেছে নিবেন না, বরং নতুন কিছু বেছে নিন। এতে বিপদ থাকলেও সাফল্যের সম্ভাবনা অনেক বেশি।”

৫০ থেকে ৬০ বছর বয়সে আপনি প্রশিক্ষণ এবং পরবর্তী প্রজন্মের উন্নয়নে কাজ করুন, আর ৬০ বছর পার হবার পর আপনি অবসর সময় কাটানো শুরু করুন।

Feature photo: vulcan post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *