যেসব কাজের মাধ্যমে বাড়তি আয়ের পাশাপাশি সেলিব্রেটি হিসেবে খ্যাতি পাওয়া যায়

photo: tectops

মানুষের আয়ের নানান উৎস হতে পারে। চাকরি, ব্যবসা, সেবা বা কোনো সৃজনশীল কাজ। এর যেকোন উপায়েই আয় করা সম্ভব। কিন্তু এমন কিছু আয়ের উৎস আছে যা সাধারণ মানুষ কখনোই আয়ের উৎস হিসেবে বিবেচনা করে না। অথচ এই জাতীয় কাজে কোনো শারীরিক শ্রম নেই।

photo: the mortgage advisors

আজকের নিবন্ধ এমন কয়েকটি আয়ের উৎসের সন্ধান দিব, যা ব্যবহার করে আপনার খুব সহজেই বাড়তি অর্থ রোজগার করতে পারবেন, একই সাথে হয়ে উঠতে পারবেন সেলিব্রেটি।

১. মতামত

দৈনন্দিন জীবনে ঘটে চলা সব ঘটনা, আমাদের চারপাশে ঘিরে থাকা সব পরিবেশ-প্রতিবেশ নিয়ে আমাদের প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে। অনেক সময় ব্যক্তিবিশেষের মতামত সুনির্দিষ্ট বিষয়ে অন্যদের সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। আপনি চাইলে নিজের মতামত বিক্রি করে অর্থ উপার্জন করতে পারেন। ভাবছেন মতামত আবার কিভাবে বিক্রি করা যায়? মতামত বিক্রির কোনো হাট আছে কি?

আছে! বিশ্বব্যাপী মতামত বিক্রি করার সবচেয়ে বড় হাট আছে অনলাইনে। বিশ্বব্যাপী অসংখ্য ওয়েবসাইট আছে, যারা বিভিন্ন বিষয়, স্থান, জিনিসপত্র, খাবার ইত্যাদির রিভিউ প্রকাশ করে থাকে। আপনি চাইলে নিজের চাকরি বা ব্যবসার পাশাপাশি দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয়ের রিভিউ লিখতে পারেন আর আয় করতে পারেন।

photo: gqrr

যেমন ফুডট্রিপস নামে বাংলাদেশী একটি ওয়েবসাইট আছে। যেখানে আপনি বিভিন্ন রেস্টুরেন্টের খাবার খেয়ে তার রিভিউ লিখতে পারেন। নিজের প্রয়োজনে আপনজন, আত্মীয়-স্বজন বা পরিবারের লোকদের নিয়ে রেস্টুরেন্টে খাবেন। তারপর সেই খাবার নিয়ে আপনার মতামত ফুডট্রিপসে লিখবেন। এমনভাবে লিখবেন যেন ওই খাবার সম্বন্ধে জানতে অন্যদের সহজ হয়। এই সাইটে প্রকাশিত প্রতিটি আটিকেলের জন্য সম্মানী দেওয়া হয়।

বাংলাদেশী আরো একটি ওয়েবসাইটে আছে, যার নাম ট্রিপ জোন। নিজের কাজের প্রয়োজনে, অথবা অবকাশ যাপন করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে নিশ্চয়ই আপনি ভ্রমণ করেন? এই ভ্রমণ আপনার চাকরি নয়। শুধুমাত্র ভালো মুহূর্ত পার করার জন্য এবং অবকাশ যাপনের জন্য মানুষ ভ্রমণ করে থাকে। কিন্তু আপনি চাইলে ভ্রমণ থেকে ফিরে সেই অভিজ্ঞতা লিখেও অর্থ উপার্জন করতে পারেন।

সুতরাং যে কোনো বিষয়ে যদি আপনার গভীর অন্তর্দৃষ্টি থাকে তবে আজই সেসব বিষয় নিয়ে পত্রপত্রিকায় রিভিউ লেখা শুরু করে দিন, আর চাকরি বা ব্যবসার পাশাপাশি বাড়তি কিছু অর্থ উপার্জন করুন।

২. পণ্য রিভিউ

প্রযুক্তির উৎকর্ষ সাধনের সাথে সাথে কেনাকাটা এখন অনেকটাই অনলাইন নির্ভর হয়ে পড়েছে। তাছাড়া বিশ্বব্যাপী সহজে কেনা বেচার বাজার উন্মুক্ত হয়েছে। সাধারনত অনলাইন থেকে কোনো পণ্য কেনার আগে ক্রেতারা উক্ত পণ্য সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চায়। পণ্য বিক্রয় প্রতিষ্ঠানের পক্ষে সব সময় সব পণ্যের বিস্তারিত তথ্য দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই তারা ফ্রিল্যান্সার পণ্য রিভিউকারীদের উপর নির্ভর করে।

photo: thought for your penny

আপনি যদি এ ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তবে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের রিভিউ লিখে বাড়তি রোজগার করতে পারেন। এ কাজের জন্য আপনাকে কোনো বাঁধাধরা নিয়ম অনুসরণ করতে হবে না, অর্থাৎ আপনাকে পণ্যের রিভিউ দেয়ার সংখ্যা নির্ধারণ করে দেওয়া হবে না। আপনি মন চাইলে লিখবেন, না চাইলে লিখবেন না। নিজের কাজের পাশাপাশি অবসরে বাড়িতে বসেই আপনি এই কাজ করে বাড়তি অর্থ রোজগার করতে পারেন। সুতরাং আপনার পছন্দের পণ্য সম্বন্ধে আজই রিভিউ লিখতে শুরু করুন আর বাড়তি অর্থ রোজগার করুন।

৩. কেনাকাটার দক্ষতা

ইন্টারনেটে বিক্রি করার দক্ষতাগুলোর মধ্যে কেনাকাটার দক্ষতা অন্যতম। অনলাইনে পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের অভিজ্ঞতা জানতে চায় এবং এই অভিজ্ঞতা শেয়ার করার কারণে তারা মূল্য দিয়ে থাকে।

photo: amombourquette

সুতরাং আপনি কেন এই সুযোগটি নিবেন না? বিশেষ করে বাড়িতে থাকা মায়েরা কেনাকাটার দক্ষতা, অভিজ্ঞতা শেয়ার করে অর্থ উপার্জন করতে পারেন। এর জন্য বিশেষ কোনো সময় সূচি মেনটেন করার দরকার নেই।

কোনো পণ্য কেনার এবং ব্যবহার করার অভিজ্ঞতা লিখে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি খুব সহজেই রোজগার করতে পারেন। এর জন্য ইন্টারনেটে বিভিন্ন সাইট অনুসন্ধান করতে পারেন। তাছাড়া বিশেষ কিছু প্রতিষ্ঠান অভিজ্ঞতা শেয়ার করার জন্য অ্যাপসও সরবরাহ করে থাকে।

৪. অনলাইনে আলোচনা

অনলাইনে বিভিন্ন ধরনের পরামর্শ এবং আলোচনার মাধ্যমে আপনি রোজগার করতে পারেন। এক্ষেত্রে ইউটিউব হতে পারে একটি চমৎকার প্ল্যাটফর্ম। রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, ক্যারিয়ার এবং এ সম্পর্কিত বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ, বই ও চলচ্চিত্র রিভিউ, এবং সফল মানুষের সাক্ষাৎকার নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। যা ইউটিউবে প্রচারের মাধ্যমে ইউটিউব মনিটাইজেশন থেকে আপনি প্রচুর অর্থ রোজগার করতে পারেন। আমি নিজেও ইউটিউবে MustafizAuthor চ্যানেলে এমন আলোচনা করি।

photo: tectops

আপনার ব্যবসা বা চাকরির পাশাপাশি এই কাজ আপনাকে অধিক সম্মান এবং অর্থ এনে দিবে। এমন কি একবার তৈরি করা ভিডিও থেকে আপনি সারা জীবন আয় করতে পারবেন। সুতরাং আপনার যদি বিভিন্ন বিষয়ে গভীর দক্ষতা থাকে তবে আজই ইউটিউবে একটি চ্যানেল খুলে সেসব বিষয়ে আলোচনা শুরু করতে পারেন এবং অনায়াসে বাড়তি অর্থ রোজগার করতে পারেন।

৫. সম্পাদনা

আপনি কোনো পেশাদার লেখক নন, কিন্তু আপনি জানেন কিভাবে একটি লেখা চমৎকার করে তুলতে হয়। অন্য কারো লেখা পড়তে গিয়ে যদি আপনার মনে হয়, এই বাক্যটি যেমন লেখা হয়েছে তা না হয়ে এমন হলে বেশি ভালো হতো। তবে জেনে রাখুন আপনি একজন ফ্রিল্যান্স সম্পাদক হওয়ার সব যোগ্যতা রাখেন।

photo: cemalifeline

অনেক লেখক এবং প্রতিষ্ঠান এমন ফ্রিল্যান্স সম্পাদক খোঁজেন, যারা অর্থের বিনিময়ে তাদের লেখা সম্পাদনা করে দিবে। দক্ষতা থাকলে আপনি এই কাজ করে বাড়িতে বসেই প্রচুর অর্থ রোজগার করতে পারেন। লেখালেখি, সম্পাদনা বিষয়ে আগ্রহ থাকলে আজই এই কাজ শুরু করে অর্থ রোজগার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *