অনলাইন কেনাকাটায় অর্থ সাশ্রয় করবেন যেভাবে

photo: pymnts

অনলাইনে কেনাকাটা এখন সময়ের দাবি। মানুষ এখন কর্মক্ষেত্রে এত বেশি ব্যস্ত যে, কেনাকাটার জন্য আলাদা করে সময় বের করা অনেকের জন্য দুঃসাধ্য। এমন বাস্তবতায় সৃষ্টি হয়েছে অসংখ্য অনলাইন দোকান। সেসব দোকানে বাড়িতে বসে যে কোনো পণ্য অর্ডার করলে নির্দিষ্ট সময় পর পণ্যটি বাড়িতে পৌঁছে যায়। তাই অনলাইনে কেনাকাটা করলে যেমন সময় বাঁচে তেমন কেনাকাটার জন্য পোহাতে হয় না বাড়তি ধকল। কাজেই ক্রেতারা আরামে অধিকতর সুবিধাজনক উপায়ে কেনাকাটার জন্য অনলাইন দোকানই বেছে নেন।

photo: upr

তবে অনেক মানুষ এই অনলাইনে কেনাকাটা করতে গিয়ে অধিক অর্থ খরচ করে বসে, অন্য কথায় অনলাইন কেনাকাটায় অর্থ বাঁচানোর কৌশল তারা জানেন না। এর কারণ হলো, অনলাইন বাজার সম্বন্ধে তাদের ভাল ধারণা থাকে না। অনলাইন কেনাকাটায় টাকা বাঁচাতে হলে আপনাকে আরো বেশি স্মার্ট হতে হবে। আপনাকে জানতে হবে অনলাইনে কখন কি কিনতে হবে। এই নিবন্ধে এমন কিছু কৌশল নিয়ে আলোচনা করব, যা অনলাইনে কেনাকাটায় আপনাদের অর্থ বাঁচাতে সহযোগিতা করবে।

অবশ্য এ বিষয়ে আপনি অনলাইনে প্রচুর নিবন্ধ পাবেন। কিন্তু অনলাইন ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার বড় অভাব! তাই ভালো পরামর্শ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার বিশ্বাস এই পরামর্শগুলো কাজে লাগালে আপনি সত্যিই অনলাইন কেনাকাটায় অর্থ বাঁচাতে সক্ষম হবেন।

১. সকল অনলাইন কেনাকাটার জন্য একটি আলাদা ইমেইল ব্যবহার করুন

সকল অনলাইন কেনাকাটার জন্য একটি আলাদা ইমেইল ব্যবহার করা কেনাকাটায় টাকা বাঁচানোর জন্য খুবই সহায়ক। আপনি অনলাইনে সকল কেনাকাটার জন্য একটি আলাদা ইমেইল ব্যবহার করবেন, যে ইমেইলটি অন্য কোনো কাজে ব্যবহার করবেন না।

photo: youthinc mag

এর অনেকগুলো সুবিধাজনক দিক আছে। যেমন অনলাইনে খুচরা বিক্রেতারা বিভিন্ন ধরনের অফার ক্রেতাদের ইমেইল করে পাঠায়। আবার মাঝেমধ্যে তারা বিশেষ কুপন দিয়ে থাকে, যা ব্যবহার করে কেনাকাটা করলে বিশেষ মূল্যছাড় পাওয়া যায়। আপনি এই ইমেইল চেক করবেন শুধুমাত্র কেনাকাটার প্রয়োজনে এবং খুব সহজেই বিশেষ মূল্যছাড় এবং কুপনের খবর জানতে পারবেন।

আপনি চাইলে এমন বিশেষ মূল্যছাড় বা কুপন পেলে তাৎক্ষণিক অনলাইন দোকানের সাথে যোগাযোগ করতে পারেন, যা আপনার কেনাকাটায় অর্থ বাঁচাতে খুবই সহায়ক হবে।

২. পণ্য কেনার আগে গবেষণা করুন

আপনার কাঙ্খিত পণ্য যথার্থ মূল্যে অনলাইন থেকে কিনতে পণ্যটি নিয়ে গবেষণা করুন। এই গবেষণা আপনার মূল্যবান অর্থ বাঁচাতে সাহায্য করবে। একই পণ্য কয়েকটি অনলাইন দোকানে খোঁজ করুন এবং পছন্দ হবার পর পণ্য সরবরাহকারী বা উৎপাদক প্রতিষ্ঠান সম্বন্ধে জানার চেষ্টা করুন।

photo: letus publish

সাথে সাথে পণ্যের মানের উপর ভিত্তি করে প্রাসঙ্গিক মূল্য পেলে তবেই পণ্যটি কিনুন। এতে অযথা বেশি অর্থ খরচ থেকে রক্ষা পাবেন।

৩. বিক্রয় মূল্য যাচাই করুন

অনলাইন কেনাকাটায় অর্থ বাঁচানোর আরেকটি চমৎকার উপায় হলো পণ্যের স্বাভাবিক দামের সাথে কোনো বিশেষ মূল্যছাড় আছে কিনা তা ভালোভাবে যাচাই করা। অনেক মানুষ একটি পণ্য পছন্দ হবার পর সরাসরি তা চেক আউট করে কিনে নেন। অনেক সময় হাতের কাছে আরও দু-একটি অপশন থাকে যেখানে বিশেষ মূল্যছাড় বা কুপন ব্যবহারের সুযোগ থাকে। সুতরাং চেকআউট করার আগে এই সুযোগগুলো কাজে লাগান।

photo: pixelmedia

তাছাড়া যে অনলাইন দোকান থেকে কেনাকাটা করছেন কোনো পণ্য চেকআউট করার পূর্বে ওই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। প্রতিবার কেনাকাটার সময় এই একই অ্যাকাউন্ট থেকে লগ-ইন করুন। এতে অনলাইন কেনাকাটায় অর্থ বাঁচানোর নতুন নতুন উপায়ে আপনার সামনে অনলাইন দোকানটি নিজেই উপস্থাপন করবে।

৪. সঠিক সময়ে কেনাকাটা করুন

অনলাইন কেনাকাটায় মানুষ আরো একটি ভুল করে থাকে, তা হল সঠিক সময়ে কেনাকাটা না করে। সঠিক সময়ে কেনাকাটা করা অর্থ বাঁচানোর আরেকটি মোক্ষম উপায়। বাস্তবের দোকানগুলোতে যেমন সপ্তাহ শেষে বা কোনো একটি উৎসব সামনে নিয়ে শেষ সময়ে পণ্যের দাম বেড়ে যায় বা পণ্যের সংখ্যা কমে যায়, অনলাইন দোকানেও একই ব্যাপার ঘটে।

photo: pymnts

সুতরাং শেষ সময়ে কেনাকাটা করা বন্ধ করুন। কোনো একটি অনুষ্ঠান বা উৎসবকে সামনে রেখে যতটা সম্ভব হাতে সময় রেখেই কেনাকাটা করুন। হাতে যথেষ্ট সময় রেখে কেনাকাটা করলে ব্যাপারটা হয় এমন যে, এই পণ্যটি আপনার কাছে বিক্রি করতে পেরে দোকানী খুশি, আর শেষ সময় কেনাকাটা করলে ব্যাপারটি এমন হয় যে, আপনি পণ্যটি কিনতে পেরে খুশি! কারণ আরও দেরি করলে হয়তো পণ্যটি আপনার কেনা হত না!

৫. এক দোকান থেকে কেনাকাটা করুন

অনলাইন কেনাকাটায় টাকা বাঁচানোর আরো একটি চমৎকার উপায় হলো একই দোকান থেকে কেনাকাটা করা। এক্ষেত্রে কোনো একটি অনলাইন দোকান পছন্দ করার পূর্বে ভালোভাবে যাচাই করুন। অনেকগুলো অনলাইন দোকান দেখুন, জানুন এবং তাদের সার্ভিস সম্বন্ধে খোঁজ খবর নিই।

তারপর সবচেয়ে ভালো একটি অনলাইন দোকান সাথে সর্বাধিক লেনদেন করার চেষ্টা করুন। একই দোকান থেকে নিয়মিত এবং অধিক পণ্য কিনলে কেনাকাটায় আপনার অর্থ সাশ্রয়ের পথ সুগম হবে। আপনি যদি একই বিক্রয় প্রতিষ্ঠান থেকে একাধিক পণ্য কেনেন তাহলে বিক্রয় প্রতিষ্ঠানেই আপনার জন্য বিশেষ মূল্যছাড়ের বা কুপনের ব্যবস্থা করে দেবে, যা আপনার অনেক অর্থ সাশ্রয় করবে।

photo: warranteer

সুতরাং আপনার সকল পণ্য একটি অনলাইন দোকান থেকে কেনার চেষ্টা করুন এবং তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তাতে কেনাকাটার পরিমাণ বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট হারে আপনি মূল্য ছাড় পেতে শুরু করবেন, যা নিঃসন্দেহে আপনার অর্থ সাশ্রয় করবে।

এই নিবন্ধ এখানে শেষ নয়। আমি এ বিষয়ে আরও একটি নিবন্ধে অনলাইন কেনাকাটায় অর্থ বাঁচানোর আরও কিছু উপায় নিয়ে আলোচনার আশা রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *